Staff Selection Commision প্রকাশ করল তাদের SSC GD Constable , NIA & SSF and Assam Rifles Examination 2020 পরীক্ষার Answer Key । যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল তারা তাদের User ID এবং Password দিয়ে Log In করে তাদের পরীক্ষার Answer Key গুলো Download করতে পারবে।
Staff Selection Commision তাদের SSC GD Constable Computer Based Test পরীক্ষা গ্রহণ করা হয় 16/11/2021 -15/12/2021 এর মধ্যে । গতকাল এই পরীক্ষার Answer Key টি তৈরি করা হয়েছে । গতকাল বিশেষ নোটিশটির মাধ্যমে SSC GD Constable পরীক্ষার Answer Key টি প্রকাশ করেছে SSC। এর সাথে সাথে এই Notice টি তে Answer Key চেক করার জন্য একটি অফিশিয়াল লিংক এবং অন্যান্য কিছু তথ্য প্রকাশ করেছে SSC। পরীক্ষার্থীরা SSC এর অফিশিয়াল লিংকে (https://ssc.nic.in/) ক্লিক করে Notice টি Download করতে পারবে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
সূচি
SSC GD 2021 Answer Key Download Link:-
SSC CGL 2020 Tier-I পরীক্ষার Final Answer Key Download করার জন্য এই লিংকে ক্লিক করুন –
https://ssc.nic.in/ChallengeSystem/ChallengeHomescreen
SSC GD 2021 Answer Key Download Process :-
- প্রথমে উপরে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
- এরপরে Admit Card এ থাকা User ID এবং Password প্রদান করতে হবে এবং Log In অপশন এ ক্লিক করতে হবে।
- উপরে পরীক্ষার্থীদের Questions এবং তার সাথে Answer গুলি শো করবে।
- পরীক্ষার্থীরা চাইলে Answer Key টি প্রিন্ট করে রাখতে পারেন।
NOTE – এই পরীক্ষার Answer Key ডাউনলোড করার অনলাইন পোর্টালটি 24th December 2021 থেকে 31th December 2022 সন্ধ্যে 6টা পর্যন্ত চালু থাকবে। তাই যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের Answer Key গুলো Download করতে ইচ্ছুক তাদেরকে 31th December 2021 সন্ধ্যে 6 টার মধ্যে Downoad করে নিতে হবে। যেই সব আবেদনকারীরা Question/Answer Challenge করতে চান তারা 100 Rs এর বিনিময়ে প্রতি Question/Answer Challenge করতে পারবেন ।
FAQ:-
1. SSC GD Constable 2021 এর Answer Key কবে প্রকাশ করা হয়েছে?
ANS:- 24/12/2021
2. SSC GD Constable 2021 এর Answer Key কত দিন পর্যন্ত Website এ থাকবে?
ANS:-24/12/2021 থেকে 31/12/2021 পর্যন্ত।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।