Staff Selection Commission কর্তৃক প্রকাশিত হলো এক গুরুত্বপূর্ণ আপডেট।। সম্প্রতি SSC অফিশিয়াল ওয়েবসাইট এ Junior Engineer Examination এর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। বেশ কয়েক মাস ধরে Junior Engineer 2020 এর পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন “কবে তাদের Result বেরোবে?”
গতকাল SSC এর Official Website এ SSC Junior Engineer (JE) 2022 Result Publish করেছে । এই Article এর মাধ্যমে আমরা SSC JE 2020 Result সম্বন্ধে বিস্তারিত। কিছুদিন আগে আমরা আলোচনা করেছি SSC JE 2019 Result সম্বন্ধে বিস্তারিত।
প্রসঙ্গত 5711 জন পরীক্ষার্থী পাস করেছে Paper 2 এর জন্য এবং SSC JE 2020 Exam 26/09/2021 তে নেওয়া হয় । Result অনুসারে 1294 জন JE Civil ও 571 জন পরীক্ষার্থী JE Mechanical/Electrical Exam পাস করেছে।
SSC JE 2020 Paper 2 Result Checking Process:-
- SSC এর অফিশিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ভিজিট করুন।
- Homepage এ থাকা Result ট্যাব এ ক্লিক করুন।
- এখন ক্লিক করুন Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2020 (Paper-II)– Declaration of Result এ ।
- আপনার Log In Details প্রদান করুন।
- আপনার সামনে চলে আসবে আপনার Result জেনে নিন।
লক্ষণীয় যে পরীক্ষার্থীরা তাদের Individual Rank 04/03/2022 থেকে 31/03/2022 পর্যন্ত Registration Number ও Password প্রদান এর মাধ্যমে জেনে নিতে পারবেন। এর পর Result আর Official Website এ পাবেন না।
আপনাদের সুবিধার্থে আমরা Download Section এ JE Civil ও JE Mechanical/Electrical এর Result PDF প্রদান করেছি Download করে জেনে নিতে পারবেন।
Percentage অনুযায়ী যদি আমরা Minimum Qualifying Marks এর কথা বলি সেক্ষেত্রে Category অনুযায়ী Mark Percentage নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করেছি।
Category | Mark Percentage |
UR | 30% |
EWS/ OBC | 25% |
All other Categories | 20% |
Category অনুযায়ী Civil Engineering এর Cut of Marks (Paper 1+ Paper 2 ) এবং Candidates সংখ্যা নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Cut of Marks (Paper 1+ Paper 2 ) | Candidate সংখ্যা |
SC | 201.59617 | 239 |
ST | 188.11154 | 144 |
OBC | 234.28895 | 508 |
EWS | 229.58090 | 221 |
UR | 257.84954 | 150 |
OH | 150.23410 | 21 |
HH | 137.52883 | 11 |
Total | 1294 |
Category অনুযায়ী Mechanical/Electrical Engineering এর Cut of Marks (Paper 1+ Paper 2 ) এবং Candidates সংখ্যা নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Cut of Marks (Paper 1+ Paper 2 ) | Candidate সংখ্যা |
SC | 260.09743 | 119 |
ST | 240.89478 | 69 |
OBC | 325.43373 | 158 |
EWS | 288.42387 | 110 |
UR | 334.19077 | 80 |
OH | 194.19727 | 24 |
HH | 178.01915 | 11 |
Total | 571 |
SSC JE 2020 Paper 2 Result Important Links:-
SSC JE 2020 Result Official Notice Download | Click Here |
SSC JE 2020 Mechanical/Electrical Engineering List Download | Click Here |
SSC JE 2020 Civil Engineering List Download | Click Here |
SSC JE 2020 Official Website | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. SSC JE 2020 Result কোন Website থেকে জানা যাবে ?
ANS:– https://ssc.nic.in/
2. SSC JE 2020 Result Date কি?
ANS:– 25/02/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।