Staff Selection Commision প্রকাশ করল তাদের MTS 2020 পরীক্ষার Paper 1 Result । যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলেন তাদের তাদের জন্য এই আর্টিকেল টি খুব গুরুত্বপূর্ণ এই আর্টিকেল এ আমার বিস্তারিত জানবো SSC MTS Paper 1 Result সমন্ধে বিস্তারিত ।
Staff Selection Commision তাদের SSC MTS 2020 Paper 1 পরীক্ষা গ্রহণ করা হয় 05/10/2021 -02/11/2021 এর মধ্যে । গতকাল বিশেষ নোটিশটির মাধ্যমে SSC MTS 2020 পরীক্ষার Result টি প্রকাশ করেছে SSC। পরীক্ষার্থীরা SSC এর অফিশিয়াল ওয়েবসাইট এ (https://ssc.nic.in/) ক্লিক করে Notice টি Download করতে পারবে।প্রসঙ্গত 44680 জন পরীক্ষার্থী পাস করেছে SSC MTS 2020 Paper 1 Exam এ ।
সূচি
SSC MTS 2020 Paper 1 Result Checking Process:-
- SSC এর অফিশিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ভিজিট করুন।
- Homepage এ থাকা Result ট্যাব এ ক্লিক করুন।
- এখন ক্লিক করুন Multi Tasking (Non-Technical) Staff Examination 2020 এ ।
- আপনার Log In Details প্রদান করুন।
- আপনার সামনে চলে আসবে আপনার Result জেনে নিন।
SSC MTS 2020 Paper 1 Merit List Direct Link:-
Category অনুযায়ী SSC MTS 2020 Paper 1 এর Candidate সংখ্যা নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হল।
Category | Candidate সংখ্যা |
EWS | 3070 |
SC | 3590 |
ST | 2980 |
ESM | 3160 |
OH | 620 |
HH | 470 |
OBC | 11600 |
VH | 480 |
Other PwD | 230 |
UR | 18480 |
Total | 44680 |
Category অনুসারে সমস্ত State/UT এর Cut of Marks জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করে Annexure l ও Annexure lI দেখুন। মনে রাখবেন 14/03/2022 এ SSC MTS Paper 1 Final Answer Key Publish করা হবে।
SSC MTS 2020 Paper 1 Result Important Links:-
SSC MTS 2020 Paper 1 Result Official Notice Download | Click Here |
SSC MTS 2020 Paper 1 Merit List | Click Here |
SSC Official Website | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. SSC MTS 2020 Paper 1 Exam এ কত জন পাস করেছে ?
ANS:-44680
2. কোন Website থেকে SSC MTS 2020 Paper 1 Download করা যাবে ?
ANS:-https://ssc.nic.in/
3. SSC MTS Paper 2 Exam Date কি?
ANS:- এখনো জানানো হয় নি,Publish হলে আমরা এই সমন্ধে বিস্তারিত আলোচনা করব। আপডেটেড থাকার জন্য ফলো করুন আমাদের ওয়েবসাইট।
4. SSC MTS 2020 Paper 1 Result কবে Publish হয়েছে?
ANS:- 04/03/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।