ভারতবর্ষের চাকরিপ্রার্থীদের কাছে SSC তথা Staff Selection Commission এক পরিচিত নাম। প্রতিবছর হাজার হাজার চাকরিপ্রার্থীরা তাদের স্বপ্নের চাকরি প্রদান করে থাকে এই সংস্থা। আমরা বরাবর SSC কর্তৃক নিয়ে আসা Recruitment এর সম্বন্ধে আমাদের ওয়েবসাইটে আলোচনা করি যদি আপনি ও SSC সংক্রান্ত সমস্ত খবর আরেক সময় পেতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইট সহ Social Media হ্যান্ডেল গুলিতে Follow করুন। সম্প্রতি Registration শুরু SSC Selection Post Phase 10 এর । এই আর্টিকেলের মাধ্যমে আমরা সম্প্রতি SSC কর্তৃক জারি করা Recruitment এর সম্বন্ধে বিস্তারিত জানবো।
SSC Selection Post Phase 10 কী?
SSC কর্তৃক গ্রহণ করা অন্যান্য Exam এর তুলনায় SSC Selection Post অনেকটাই নতুন। SSC এর অন্যান্য Recruitment ও SSC Selection Post এর Recruitment এর মধ্যে মূল তফাৎ এটাই যে বাকি সব Recruitment এর মাধ্যমে কিছু নির্দিষ্ট Post এই নিয়োগ করা হয় তাই Eligibility ও অনেকটাই একই থাকে কিন্তু অপর ক্ষেত্রে SSC Selection Post এর Exam এর মাধ্যমে বিভিন্ন ধরনের Post এ নিয়োগ হয়ে থাকে তাই বলা বাহুল্য এই Recruitment এর জন্য যথাক্রমে Madhyamik, Higher Secondary, Graduation ও তৎ উদ্ধ Degree পাস করলে আপনি SSC Selection Post এর জন্য। যদিও এক্ষেত্রে Exam Pattern কিছুটা আলাদা হবে। এই Exam তথা Recruitment এর জন্য সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন এই Article এর মাধ্যমে।
SSC Selection Post Phase 10 2022 Important Dates:-
SSC Selection Post Phrase 10 Notification Releasing | 10/05/2022 |
SSC Selection Post Phrase 10 Online Application Starting | 10/05/2022 |
SSC Selection Post Phrase 10 Online Application Closing | 09/06/2022 |
Last Date of Paying Application Fees | 09/06/2022 |
Last Date of Generating Offline Challan | – |
Last Date of Paying Application Fees through Offline Challan | – |
SSC Selection Post Phrase 10 Admit Card Relesing | – |
SSC Selection Post Phrase 10 Exam Date | July, 2022 |
Purulia Asha Karmi Recruitment 2022 : শতাধিক আশা কর্মী নিয়োগ শেষ হচ্ছে মাত্র কয়েকদিনেই !
SSC Selection Post Phase 10 2022 Vacancy সংখ্যা :-
পাওয়া তথ্য অনুযায়ী 1920 টি Post এ নিয়োগ করা হবে। যদিও এখনও এ সম্বন্ধে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত অফিশিয়াল নোটিশ প্রকাশের পরে আলোচনা করা হবে।
SSC Selection Post Phase 10 2022 Eligibility :-
আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে SSC Selection Post 2022 এর জন্য।
SSC Selection Post Phase 10 2022 Educational Qualification:-
- Matriculation বা Madhyamik Level:– Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyamik বা 10 পাস করতে হবে।
- Higher Secondary Level:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Higher Secondary পাস করতে হবে।
- Graduation বা Above Level :- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Higher Graduation পাস করতে হবে যে কোনো বিষয়ে।
SSC Selection Post Phase 10 2022 এ আবেদনের জন্য Age Limit:-
Category অনুযায়ী প্রতিটি Post এর Age Limit ভিন্ন। Post ভিত্তিক Age Limit সঙ্গে প্রদান হলো এবং Category ভিত্তিক Age Relaxation এর সম্বন্ধে জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Category | Age Limit |
OBC | 3 |
ST | 5 |
SC | 5 |
PWD | 10 |
PWD+OBC | 13 |
PWD+SC | 15 |
PWD+ST | 15 |
Ex Serviceman | 3 |
Citizen of Jammu & Kashmir | 5 |
Widows/ Divorced Women/ Women Currently Not Married Yet | Upto 35 Years |
ST/SC Widows/ Divorced Women/ Women Currently Not Married Yet | Upto 40 Years |
National Technical Research Institute তে IT পাসেই 80, 000টাকার চাকরী, জানুন বিস্তারিত
SSC Selection Post Phase 10 2022 Salary :-
এই Exam এর মাধ্যমে মোটামুটি 30 টি পদে Recruitment করা হয়ে থাকে। Eligibility সহ Post ভিন্ন হওয়ার কারণে খুব স্বাভাবিক ভাবেই Salary ও ভিন্ন হবে। মোটামুটি Pay Level 1 থেকে Pay Level 7 অনুসারে Salary প্রদান করা হয়ে থাকে। আপনার Salary শুরুতে হতে পারে 22,000 থেকে 45,000 এর মধ্যে। এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।
SSC Selection Post Phase 10 2022 এর Application Fees:-
প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র SBI Bank Challan ও Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। Challan Form Online এ Generate করতে হবে। Category অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
General/ OBC/EWS | 100 |
ST/SC/PWD/ Ex Serviceman/Female | Not Applicable |
এখন BA পাস করেই Hindustan Urvarak Rasayan Limited এ সরকারী কাজের সুযোগ , জানুন বিস্তারিত
SSC Selection Post Phase 10 2022 এর Application Process:-
- ভিসিট করুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ।
- যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
- Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
- Drop Down Menu তে থাকা Apply অপশনে ক্লিক করুন।
- SSC Selection Post Phase 10 Select করুন এবং একবার General Instructions গুলো পড়ে নিন।
- প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
- Application Form পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
- Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Document গুলি । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
- একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
- প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।
SSC Selection Post Phase 10 2022 এর আবেদনের জন্য Important Documents:-
যে সকল আবেদনকারীরা SSC Selection Post Phase 2022 এর জন্য আবেদন করতে চান , তাদের নিম্নে উল্লেখিত Documents গুলি Upload করতে হবে।
- আবেদনকারীর Photo ID Proof
- আবেদনকারীর Madhyamik এর Mark Sheet
- আবেদনকারীর Educational Qualifications
- DOB এর প্রমানপত্র যেমন Birth Certificate /Madhyamik Admit Card ইত্যাদি।
- আবেদনকারীর Passport Size Photo
- আবেদনকারীর Signature
শুরু হয়ে গেছে Ayush Department এ প্রচুর ডাক্তার নিয়োগ , জানুন বিস্তারিত
SSC Selection Post Phase 10 2022 এর Exam Pattern:-
- Mode of Exam:- SSC Selection Post Phase 10 এ মূলত তিনটি (Madhyamik, Higher Secondary ও Graduation Level এর জন্য) CBT বা Computer Based Test নেওয়া হয়ে থাকে।
- Type of Questions:- সমস্ত প্রশ্নই হয়ে থাকে Multiple Choice Questions।
- Duration:-60 মিনিট তথা 1 ঘন্টা সময় পাবে পরীক্ষার্থীরা।
- Maximum Marks:- প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের পরীক্ষার্থীরা পাবে 2 নম্বর।
- Negative Marking:-Negative Marking রয়েছে Exam এ,প্রতি ভুল উত্তরে পরীক্ষার্থীর 0.50 মার্কস কাটা হবে।
- Madhyamik, Higher Secondary ও Graduation Level এর Exam এর জন্য Syllabus আলাদা হবে Level অনুযায়ী কিন্তু Questions Pattern এক হবে। নিম্নে Subject অনুযায়ী Exam Pattern সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
Subjects | Number of Questions | Maximum Marks |
General Intelligence | 25 | 50 |
General Awareness | 25 | 50 |
Quantitative Aptitude (Basic Arithmetic Skill) | 25 | 50 |
English Language (Basic Knowledge) | 25 | 50 |
Total | 100 | 200 |
AIIMS Raipur এ প্রচুর কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, সুযোগ হাতছাড়া করবেন না
SSC Selection Post Phase 10 2022 এর Syllabus:-
পরীক্ষার্থীরা মাথায় রাখবেন Selection Post এ কিন্তু মোট 3 টি Level এর প্রশ্নপত্র পরীক্ষার্থীদের জন্য তৈরি করা হয়ে থাকে তাই স্বাভাবিকভাবে বলা যায় প্রশ্নপত্র বেশ কিছু পরিবর্তন হয়ে যায়। কিন্তু সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তিন Level এর Exam এর এই কিন্তু একই Chapter এর ওপর নেওয়া হয়ে থাকে। তাই আমরা নিম্নে বিষয় অনুসারে যেই সব Chapter এর উল্লেখ করেছি তাই সব থাকবে সমস্ত Level এর প্রশ্নপত্র এ। এই সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
- General Intelligence:- Verbal Reasoning, Syllogism, Circular Seating Arrangement, Linear Seating Arrangement, Double Lineup, Scheduling, Input-Output,Blood Relations, Directions and Distances, Ordering and Ranking, Data Sufficiency, Coding and Decoding এবং Code Inequalities ইত্যাদি।
- General Awareness:-Current Affairs, Awards and Honours, Books and Authors,Sports, Entertainment,Obituaries, Important Dates, Scientific Research, Static General Knowledge(History, Geography, etc.), Portfolios, Persons in News এবং Important Schemes ইত্যাদি।
- Quantitative Aptitude (Basic Arithmetic Skill) :- Percentage, Number Series, Data Interpretation, Mensuration and Geometry, Quadratic Equation, Interest, Problems of Ages, Profit and Loss, Ratio and Proportions & Mixture and Alligation, Speed, Distance and Time, Time and Work, Number System এবং Data Sufficiency ইত্যাদি।
- English Language (Basic Knowledge):– Reading Comprehension, Grammar, Vocabulary, Verbal Ability, Synonyms-Antonyms, Active and Passive Voice, Para Jumbles,Fill in the Blanks,Error Correction এবং Cloze Test ইত্যাদি।
SSC Selection Post Phase 10 2022 Admit Card :-
SSC Selection Post Phase 10 এর Admit Card SSC এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Regional Website থেকে।
এখন শুধুমাত্র Madhyamik পাসেই পেয়ে যান Airport এ চাকরী
SSC Selection Post Phase 10 2022 Answer Key Download Link:-
SSC Selection Post Phase 10 পরীক্ষার Official Answer Key Tier-1 পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে SSC প্রকাশ করে। SSC Selection Post Phase 10 পরীক্ষায় প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত Rank গণনা করতে Answer Key ব্যবহার করতে পারেন।ভবিষ্যতে লিংক টি প্রদান করা হবে Answer Key Publish করা হবে।
SSC Selection Post Phase 10 2022 Result:-
অস্থায়ী SSC Selection Post Phase 10 Answer Key ঘোষণা করার পরে, SSC একটি PDF ফরম্যাটে Result ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে। SSC Selection Post Phase 10 ফলাফল SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।
SSC Selection Post Phase 10 2022 Selection Process:-
Post অনুযায়ী Selection Process কম বেশি হয়ে থাকে। Written Exam বাদে সমস্ত Exam নির্ভর করবে আপনি কোন Post এর জন্য আবেদন করেছে তার ওপর। নিম্নে চার টি Selection Process এর সম্বন্ধে বর্ণনা করা হলো।
- Written Exam (CBT)- Compulsory
- Skill test (If needed)
- PST (If needed)
- DV (Compulsory)
IDBI Bank এ প্রচুর Executive নিয়োগ শুরু হয়ে গেছে , জানুন বিস্তারিত
SSC Selection Post Phase 10 2022 Important Links:-
SSC Selection Post Phase 10 2022 Official Notice Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. SSC Selection Post Phase 10 Salary কি?
ANS:- 22,000 থেকে 45,000 এর মধ্যে
2. SSC Selection Post Notification Download করা যাবে?
ANS:- Download Section থেকে।
3. SSC Selection Post Phase 10 Admit Card কবে Publish করা হবে?
ANS:- এখনো জানানো হয় নি।
4. SSC Selection Post Phase 10 Official Website কোনটি ?
ANS:- https://ssc.nic.in/
5. SSC Selection Post Phase 10 Online Application Last Date কি?
ANS:- 09/06/2022
6. কবে থেকে SSC Selection Post Phase 10 এর Registration শুরু হয়েছে?
ANS:-10/05/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।