কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম SSC Selection Post Phase10 Recruitment 2022 সম্বন্ধে । যেসব আবেদনকারী এই Recruitment এর জন্য আবেদন করেছিলেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অফিসিয়াল ভাবে প্রকাশ করা হয়েছে SSC Phase10 2022 এর Exam Date । সকল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই Recruitment টি শুরু হয়েছিল 12th May 2022 তারিখে এবং Last Date ধার্য করা হয়েছিল গত মাসের 13th June 2022 তারিখে।
সম্প্রীতি অফিসিয়ালি SSC সংস্থা এই Recruitment এর জন্য মোট 2065 টি শূন্যপদ ঘোষণা করেছিল। আবেদনকারীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি SSC Phase10 2022 Exam Date অফিসিয়ালি ভাবে ঘোষণা করা হয় August মাসের প্রথম সপ্তাহে( 01st August 2022 & 05th August 2022) এর মধ্যে এবং Admit প্রকাশ করা হবে এই চলতি মাসেই।
Admit Card হলো একটি গুরুত্বপূর্ণ নথি, যেটি ছাড়া একজন পরীক্ষার্থী Online পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। SSC Phase10 2022 এর Exam টি একটি Online Mode এ অনুষ্ঠিত হবে। এই আর্টিকেল টি বিশেষত সেই সব পরীক্ষার্থী দের জন্য যারা আবেদন করেছিলেন SSC Phase10 2022 এর Recruitment টি। এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন, SSC Phase10 2022 Admit card Download process এবং Exam সম্বন্ধিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। তাই সম্পূর্ণ আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়ুন।
SSC Phase10 2022 Admit card Download Process :
- SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- Carrer বিভাগে ক্লিক করুন।
- SSC Phase10 Admit card 2022 Download Link এ্ ক্লিক করুন।
- আপনার স্ক্রিনে একটি নতুন Page আসবে।
- সেখানে আপনি আপনার Registration ID /Roll No. / Name and Father Name” and “Date of Birth” লিখুন।
- “Login” button এ ক্লিক করুন।
- সামনে স্ক্রিনে প্রদর্শিত হবে আপনার SSC Phase10 2022এর Admit card ।
- Admit card এ আপনি পেয়ে যাবেন Exam সম্বন্ধিত সম্পূর্ণ তথ্য, যেমন : Exam City, Exam Date, Exam Time ইত্যাদি।
SSC Phase10 2022 Admit Card Download Direct Link:-
সরাসরি নিচের লিংকে ক্লিক করে Download করে নিন আপনার SSC Phase10 2022 এর Admit Card ।
SSC Region | Official Website |
SSC North Eastern Region | www.sscner.org.in |
SSC Madhya Pradesh Region | www.sscmpr.org |
SSC Kerala Karnataka Region | www.ssckkr.kar.nic.in |
SSC Eastern Region | www.sscer.org |
SSC North Region | www.sscnr.net.in |
SSC Central Region | www.ssc-cr.org |
SSC Southern Region | www.sscsr.gov.in |
SSC North Western Region | www.sscnwr.org |
SSC Western Region | ww.sscwr.net |
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।