SSC Delhi Police SI এবং CAPF Paper II এর পরীক্ষা গ্রহণ করে 8 November,2021 এ। আমরা এ সম্পর্কে বিস্তারিত আগেই আলোচনা করেছি আজ আমরা আলোচনা করতে চলেছি Delhi Police SI Exam এর গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে ।
প্রসঙ্গত Delhi Police SI এর Paper II এর Official Answer Key প্রকাশ করে 18 November,2021 এ । এই Exam এর এ Result ঘোষণা করেছে SSC কর্তৃপক্ষ গত 06/01/2022 এ। SSC এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনকারীরা তাদের Result জানতে পারবে।প্রসঙ্গত 4750 জন পরীক্ষার্থীরা পাস করেছে Medical Exam এ (4321 পুরুষ+433 মহিলা) ।Category অনুসারে আবেদনকারী দের Cut of Marks ও পাশ করা পরীক্ষার্থীদের সংখ্যা জানার জন্য নিম্নে প্রদান করার দুইটি চাট দেখুন ।
সূচি
Male:-
Category | Cut Of Marks
(Paper l + Paper ll) | Candidate Number |
SC | 129.19381 | 485 |
ST | 135.08361 | 398 |
ESM | 81.73154 | 756 |
OBC | 178.32090 | 1202 |
EWS | 129.06660 | 780 |
UR | 250.45154 | 700 |
Total | * | 4321 |
Female:-
Category | Cut Of Marks
(Paper l + Paper ll) | Candidate Number |
SC | 155.38100 | 59 |
ST | 175.78553 | 38 |
OBC | 227.47302 | 151 |
EWS | 222.26934 | 72 |
UR | 279.60209 | 113 |
Total | * | 433 |
Delhi Police SI Paper II Result Checking Process:-
- SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ভিজিট করুন।
- Result ট্যাব এ ক্লিক করুন।
- CAPF সেকশন এর নিচে থাকা “Sub-Inspector in Delhi Police and CAPFs Examination, 2020 – List of candidates qualified in Paper-II for appearing in Medical Examination (Female)” এ ক্লিক করুন।
- আপনি আপনার Result দেখতে ও Download করতে পারবেন এখানে থেকে।
- প্রয়োজনে আপনার Result এর Print Out কপি বের করুন।
মনে রাখবেন এই Result কিন্তু SSC এর Official Website এ 31/12/2021 থেকে 14/01/2022 এ পর্যন্ত থাকবে তারপর পরীক্ষার্থীরা তাদের Result দেখতে বা Download করতে পারবে না।
FAQ:-
1. কবে Delhi Police SI এর এই Result টি প্রকাশ করা হয়েছে?
ANS:- 06/01/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।