কিছুদিন আগেই RRB এর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল Stenography Skill Test & Translation Test এর E-call Letter Download সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যা আমরা পূর্বের এক আর্টিকেলে আলোচনা করেছি । যদি আপনি পরীক্ষার্থী হয়ে থাকেন এবং এর সম্বন্ধে ডিটেলসে না জেনে থাকেন পূর্বে দেওয়া দেওয়া হাইলাইট টেক্সট এ ক্লিক করে জেনে নিতে পারবেন।
সম্প্রতি SSC Stenographers Grade ‘C’ & ‘D’ Examination,2019 এর Skill Test এর Date Officially প্রকাশ করেছে। Official তথ্য অনুসারে 21.10.2021 & 22.10.2021 তারিখে হতে চলেছে SSC Stenographers Grade ‘C’ & ‘D’ Examination,2019 এর Skill Test।
কর্তৃপক্ষ বেশ কিছু Important Facts জানিয়েছে SSC Stenographers Grade ‘C’ & ‘D’ Examination,2019 এর Skill Test সম্বন্ধে যা আমরা নিচে আলোচনা করছি।
- টাইপ করা টেক্সটের প্রিন্ট আউট স্টেনোগ্রাফি স্কিল টেস্ট (ট্রান্সক্রিপশন) এর পরে নেওয়া হবে না।
- কীবোর্ড লেআউট অপশন থেকে আমেরিকান ইংলিশ, ইংলিশ ট্রান্সক্রিপশন হিসাবে বেছে নেওয়া টাই বেশি গ্রহণযোগ্য।
- হিন্দি ট্রান্সক্রিপশন (টাইপিং) -এর ক্ষেত্রে প্রার্থীদের হিন্দি ইনস্ক্রিপ্ট / হিন্দি বেছে নেওয়া টাই ভালো।
- আলাদা স্থানে দর্শনে অক্ষম পরীক্ষার্থীদের জন্য পৃথক ব্রেইল টাইপরাইটার প্রদান করা হবে ।
- কমিশন কম্পিউটার এবং কীবোর্ড এবং শর্টহ্যান্ড নোটবুক প্রদান করবে পরীক্ষার জন্যে , কোন প্রার্থীকে তার নিজস্ব কী বোর্ড আনতে পারবে না ।
- পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য তাদের নিজস্ব পেন / পেন্সিল / শার্পনার / ইরেজার নিয়ে আসতে হবে।
- যোগ্য প্রার্থীদের ক্ষতিপূরণমূলক সময় শুধুমাত্র প্রতিলিপি করার সময় অনুমোদিত হবে (টাইপিং), শর্টহ্যান্ড ডিকটেশনের সময় কোন ক্ষতিপূরণমূলক সময় থাকবে না।
- Stenography পরীক্ষার জন্য একটি ডেমো লিঙ্কও কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে প্রার্থীদের সুবিধার জন্য CANDIDATE’S CORNER এ।
WB Primary TET 2017 Result Publish হতে চলেছে এই মাসে, জানুন বিস্তারিত
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।