শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ । TET 2014 এর পরীক্ষার্থীদের জন্য বড় খবর। গতকাল অর্থাৎ 23rd November, 2021 এ বিজ্ঞপ্তি No. 1389/BPE/2021 এর মাধ্যমে কর্তৃপক্ষ নতুন 478 টি Vacancy Qualified ও Trained Candidate দের Merit List প্রকাশ করেছে। বিশেষ দ্রষ্টব্য – এই ধরণের লিস্ট পূর্ব প্রকাশ করা হয়েছে এবং আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । এই Merit List এর মাধ্যমে সেই সব প্রার্থীদের নাম প্রকাশ করেছে যারা আগের Merit List এর প্রার্থীদের থেকে কম নম্বর পেয়েছে ।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
কথামতো এই লিস্টে 300 জন্য এর ও বেশী প্রার্থীদের স্থান দেওয়া হয়েছে । Counselling এর তালিকায় আপনার নাম আছে কিনা জানার জন্য নিম্নে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে লিস্ট থেকে দেখে নিন। মনে রাখবেন এই Merit List এ Offline Mode এ আবেদন করা প্রার্থীদের, যারা আগের Merit List এ স্থান অধিকার করতে পারেনি।
এবার যদি আমরা Counselling এর কথায় আসি । সেক্ষেত্রে বলে রাখি গতকাল অফিশিয়াল ওয়েবসাইটে Counselling সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশটি প্রদান করা হয় । এই নোটিশ অনুসারে State Level Counseling অনুষ্ঠিত হতে চলেছে – “West Bengal Board of Primary Education, APC Bhavan, DK -7/1, Sector -11, Salt Lake, Kolkata -700091″ এ । এই কাউন্সেলিং চলবে 29th November, 2021 থেকে 1st December, 2021 পর্যন্ত। WBBPE এর Official Notice টি ডাউনলোডের জন্য নিম্নে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন ।
TET 2014 এর বাঁকি থাকা প্রার্থীদের Scrutiny, Viva এবং Documents Verification
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।