UGC NET পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ আপডেট। 09/09/2021 এ NTA এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হল এক গুরুত্বপূর্ণ আপডেট UGC NET November ও June 2021 Cycle এর Exam সম্বন্ধিত। প্রসঙ্গত এই Exam হওয়ার কথা ছিল 17 October থেকে 25 October পর্যন্ত সময়ে।
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা নির্ধারিত Exam Date এর পরিবর্তনের আবেদন করে কারণ UGC NET November ও June 2021 Cycle এর Exam এর নির্ধারিত সময়ের মধ্যেই পড়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ Exam ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত জানিয়েছে NTA ।
পরিবর্তিত UGC NET November ও June 2021 Cycle এর Exam Date সম্বন্ধে এখনো তেমন কিছু জানানো হয়নি কিন্তু খুব শীঘ্রই NTA এর পক্ষ থেকে নতুন Date জানিয়ে দেওয়া হবে। এই সম্বন্ধে বিষয় আপডেট পাওয়ার জন্য আপনারা www.nta.ac.in ও https://ugcnet.nta.nic.in এই দুইটি ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এ সম্বন্ধে বাংলায় সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল গুলা ফলো করুন।
সম্পূর্ণ পদ্ধতি নিয়ে কোন প্রশ্ন বা সমস্যা থাকলে আপনি NTA Help Desk নম্বর 01140759000 তে ফোন করতে পারবেন বা আপনার সমস্যা NTA ugcnet@nta.ac.in. তেও জানাতে পারবেন।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।