CAPF অর্থাৎ The Central Armed Police Forces ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অংশ। সারা ভারতবর্ষে বিভিন্ন প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করে দেশ সেবা করতে চান তাদের জন্য এই Recruitment টি সুবর্ণ সুযোগ। আর্টিকেল এর শুরুতেই আপনাদের জানিয়ে রাখি এই Recruitment এর মাধ্যমে আপনি দেশের বিভিন্ন অভ্যন্তরীণ সামরিক পদ যেমন BSF,CRPF,CISF,ITBP,SSB তে কাজের সুযোগ পাবেন। এই সম্বন্ধে বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
UPSC CAPF Recruitment 2022 Important Dates:-
UPSC CAPF Online Application Starting | 20/04/2022 |
UPSC CAPF Online Application Closing | 10/05/2022 |
UPSC CAPF Admit Card Releasing | |
UPSC CAPF Written Exam | 07/08/2022 |
UPSC CAPF Online Written Exam Result | |
UPSC CAPF PET Date | October 2022 |
UPSC CAPF Interview | |
UPSC CAPF Document Verification | |
UPSC CAPF Final Merit List Publishing |
UPSC CAPF Recruitment 2022 Vacancy সংখ্যা:-
BSF | CRPF | CISF | ITBP | SSB | Total |
66 | 29 | 62 | 14 | 82 | 253 |
UPSC CAPF Recruitment 2022 Eligibility :-
Nationality:-
আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Education Qualification:-
আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে যেকোনো বিষয় এ Bachelor’s Degree পাস করতে হবে।
Age Limit:-
01/08/2022 এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে হবে যথাক্রমে 25 ও 20 বছর।
UPSC CAPF Recruitment 2022 এর Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
General (Male) | 200 |
Female/ST/SC/OBC/PWD | Not Applicable |
UPSC CAPF Recruitment 2022 এর Salary :-
Post অনুসারে চাকরিপ্রার্থীর Salary ভিন্ন হবে। Category অনুযায়ী ন্যূনতম Salary হতে পারে 56,000 এর বেশী। এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
UPSC CAPF Recruitment 2022 Application Process:-
- UPSC CAPF এর জন্য আবেদন করার জন্য ওপেন করুন UPSC এর Online Application Portal https://upsconline.nic.in/
- Homepage থেকে Online Application for Various Examination of UPSC অপশনে ক্লিক করুন।
- ক্লিক করলেই আপনার সামনে Exam সম্বন্ধিত কিছু ডিটেলস আসবে সেটি দেখে Yes বাটনে ক্লিক করুন।
- Personal Details, Educational Qualifications, Address সহ সম্পূর্ণ Application Form Fill Up করুন সাবধানতা অবলম্বন করে।
- সমস্ত তথ্য ঠিক থাকলে Continue বাটনে ক্লিক করুন এবং কোন তথ্য ভুল হলে Reset করুন।
- প্রয়োজনীয় Application Fees প্রদান করুন যদি Application Fees আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় ।
- এখন আপনার সামনে আপনার Application Form টি Open হবে সেটি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করে রাখতে পারেন।
UPSC CAPF Recruitment 2022 এর Selection Process:-
মোট 4 টি পর্যায়ে সম্পন্ন হবে UPSC CAPF Recruitment । টি পর্যায় হলো Written Exam ( Paper 1 & 2) , PET, Interview, Merit List । নিম্নে এ সম্বন্ধে আলোচনা করা হলো।
UPSC CAPF Recruitment 2022 এর Exam Pattern:-
Paper 1:-
- Paper 1 মূলত দুইটি ভাগে বিভক্ত একটি General Ability অপরটি Intelligence
- এই Exam এর সর্বোচ্চ নম্বর 250।
- সকাল 10 টা থেকে বেলা 12 টা পর্যন্ত এই পরীক্ষাটি চলবে।
- Hindi এবং English দুই ভাষা তেই পরীক্ষার্থীরা এই পরীক্ষাটি প্রদান করতে পারবে।
- সমস্ত প্রশ্নই হবে Multiple Choice Questions।
Paper 2:-
- পরীক্ষার্থীদের 80 নম্বরের Essay লিখতে হবে Hindi বা English এ ।
- এছাড়াও সঙ্গে থাকছে Precis Writing।
- দুপুর 2 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত চলবে এই পরীক্ষা।
PET:-
Male | Female | |
100 Meters race | 16 Seconds এর মধ্যে | 18 Seconds এর মধ্যে |
800 Meters race | 3 Minutes 45 Seconds এর মধ্যে | 4 Minutes 45 Seconds এর মধ্যে |
Long Jump | 3.5 Meters(3 chances) | 3.0 meters (3 chances) |
Shot Put | (7.26 Kgs.) 4.5 Meters | – |
UPSC CAPF Recruitment 2022 Admit Card Download:-
UPSC CAPF Exam 17/07/2022 এ অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা তাদের Admit Card মোটামুটি পাঁচ ছয় দিন আগে থেকেই Download করতে পারবেন। প্রয়োজনীয় কিছু Basic Information প্রদান এর মাধ্যমে আপনি Admit Card Download করতে পারবেন। অফিসিয়ালি Admit Card Publish হলে আমরা এ সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব।
UPSC CAPF Recruitment 2022 Result:-
UPSC অফিশিয়াল ওয়েবসাইটে Result প্রকাশ করে থাকে। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Result/ ScoreCard জেনে নিতে পারবে। মনে রাখবেন এই Result কিন্তু সর্ব সর্ব ভারতীয় Rank অনুসারে প্রকাশ করা হয়ে থাকে এবং এই Result টি শুধুমাত্র আপনাকে এক বছর সাহায্য করতে পারে Admission এর ক্ষেত্রে। এ সম্বন্ধে বিস্তারিত জানব আমরা Official Notice Publish হলে।
UPSC CAPF Recruitment 2022 Exam Centres:-
Agartala | Gangtok | Patna |
Ahmedabad | Hyderabad | Port Blair |
Aizwal | Imphal | Prayagraj |
Almora | Itanagar | Raipur |
Bengaluru | Jammu | Ranchi |
Bareilly | Jorhat | Sambalpur |
Bhopal | Kochi | Shillong |
Chandigarh | Kohima | Shimla |
Chennai | Kolkata | Srinagar |
Cuttack | Lucknow | Thiruvananthapuram |
Dehradun | Madurai | Tirupati |
Delhi | Mandi | Udaipue |
Dharmashala | Mumbai | Visakhapatnam |
Dharwad | Nagpur | |
Dispur | Panaji |
UPSC CAPF Recruitment 2022 Important Links:-
UPSC CAPF Official Notice Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. CAPF Full From কি?
ANS:- The Central Armed Police
2. UPSC CAPF 2022 Registration কবে থেকে শুরু হয়েছে?
ANS:-20/04/2022
3. UPSC CAPF 2022 Application Form Last Date কি?
ANS:- 10/05/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।