Public Enterprises Selection Board (PESB) এর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি । হতে চলেছে Bharat Petroleum Corporation Limited (BPCL) এ Director (Marketing) পদে নিয়োগ । এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত সমস্ত তথ্য জানতে শেষ পর্যন্ত এই নিবন্ধটি ফলো করুন ।
সূচি
Job Description:–
চাকরিতে কর্মরত প্রার্থীদের Director (Marketing) পদে পরিচালনা পর্ষদের সদস্য এবং চেয়ারম্যানকে রিপোর্ট করতে হয় এবং পরিচালন অধিকর্তার সকল পণ্যের বিপণন কৌশল প্রণয়নের জন্য তাঁর ওপর দায়িত্ব থাকে । BPCL, আন্তর্জাতিক বাজারের প্রবণতা এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উন্নয়ন, কৌশল কল্পনা এবং বাস্তবায়নের জন্য দায়িত্বও পালন করতে হয় ।
Qualifications:-
- আবেদনকারী একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ভালো একাডেমিক রেকর্ড সহ স্নাতক হতে হবে ।
- MBA/ PGDM যোগ্যতার আবেদনকারীরা অতিরিক্ত সুবিধা পাবেন ।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Age Limit :-
Director (Marketing) পদের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে 45 বছর হতে হবে ।
Salary :-
Pay Level 14 অনুযায়ী 1,44,200 টাকা থেকে 2,18,200 টাকা হবে ।
Working Experience:-
আবেদনকারীদের সিনিয়র পদে কমপক্ষে 5 বছরের ক্রমবর্ধমান অভিজ্ঞতা থাকতে হবে এবং গত 10 বছরের মধ্যে বিপণন যার মধ্যে রয়েছে বিপণন/বিক্রয়/ব্যবসায় উন্নয়ন খ্যাতির সংগঠন ইত্যাদির অভিজ্ঞতা থাকতে হবে ।
বিদেশে পড়ার ইচ্ছা ? National Overseas Scholarship (NOS) 2021-22 এর সম্বন্ধে বিশদে জানুন
কাজে যোগদানের তারিখ থেকে অবসরে যাওয়া বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 5 বছরের জন্য এই নিয়োগ হবে ।
Last Date of Application :-
Director (Marketing) পদের জন্য অনলাইনে আবেদন করার শেষ তারিখ 06.12.2021 ।
Application Process :-
আবেদনকারীদের নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসারে তাদের আবেদনগুলি অনলাইনে জমা দিতে হবে-
- ইউনিয়নের সশস্ত্র বাহিনী এবং সর্বভারতীয় পরিষেবা সহ সরকারি কর্মকর্তারা: ক্যাডার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে;
- CPSE তে CMD/MD/কার্যকরী পরিচালক: সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের মাধ্যমে;
- CPSE তে বোর্ড স্তরের নিচে: সংশ্লিষ্ট CPSE এর মাধ্যমে;
- রাজ্য PSE তে CMD/MD/কার্যকরী পরিচালক: সংশ্লিষ্ট প্রশাসনিক সচিবের মাধ্যমে;
- SPSE তে বোর্ড স্তরের নিচে: সংশ্লিষ্ট SPSE এর মাধ্যমে;
- বেসরকারি কর্মচারীরা: সরাসরি PESB- এর কাছে ।
এবার Swami Vivekananda Merit cum Means Scholarship পান মাত্র 60 % নম্বরেই , জানুন বিস্তারিত
Important Documents:-
Private Sector এর আবেদনকারীদের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথি জমা দিতে হবে-
- আবেদনকারী যে কোম্পানির অধীনে কর্মরত, সেই বার্ষিক কোম্পানির প্রতিবেদন যেখানে পূর্ববর্তী 3 আর্থিক বছরের তথ্য থাকে এবং সাথে URL অথবা Enclose কপি প্রদান করতে হবে ।
- উক্ত কোম্পানি তালিকাভুক্ত কিনা; যদি হ্যাঁ, তাহলে ডকুমেন্টারি প্রুফ সাথে URL অথবা Enclose কপি প্রদান করতে হবে ।
- বোর্ড স্তরে কিংবা বোর্ডের নীচের স্তরে কোনো কাজ করে থাকলে তার প্রমাণপত্র ।
- বয়স এবং যোগ্যতার প্রমানপত্র হিসেবে প্রয়োজনীয় সার্টিফিকেটের স্ব-সত্যায়িত করা কপি ।
- পূর্বে প্রাসঙ্গিক কোন কাজ করে থাকলে তার সম্পূর্ণ বিবরণ ।
- আবেদন করার সময় প্রার্থীকে একটি অঙ্গীকার পত্র জমা করতে হবে । অঙ্গীকারপত্র অনুযায়ী প্রার্থীকে কর্তৃপক্ষ দ্বারা সিলেক্ট করা হলে তবেই সে কাজে যোগ দিতে পারবে । এই অঙ্গীকার পত্রটি না থাকলে আবেদনপত্রটি বাতিল করা হবে ।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।