আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? তাহলে আজই আবেদন করে ফেলুন Food Corporation of India (FCI) এর Watchman পদের জন্য। Food Corporation of India তাদের পাঞ্জাবের অফিস গুলিতে মোট 860 ভ্যাকেন্সি সমন্বিত একটি নোটিশ প্রকাশ করেছে। এটি একটি সরকারি চাকরি এবং সমগ্র ভারত বর্ষ থেকে পুরুষ মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবে। তাই সরকারি চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ইচ্ছুক প্রার্থীরা আগামী 10 ই নভেম্বর এর মধ্যে শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন।
Name of the Organization : Food Corporation of India (FCI)
Position Name :- Watchman
Workplace : পাঞ্জাব রাজ্যের বিভিন্ন স্থানে।
Salary : 23 হাজার টাকা থেকে 64 হাজার টাকা পর্যন্ত।
Important Dates for Watchman Vacancy:-
- আবেদন শুরু হয়েছে – 11 ই অক্টোবর থেকে
- আবেদনের শেষ তারিখ – 10 নভেম্বর 2021,
- অনলাইনে আবেদন ফি জমা করার শেষ তারিখ – 10 নভেম্বর 2021,
- অফলাইনে আবেদন ফি এর চালান জমা করার শেষ তারিখ – 10 ই নভেম্বর 2021,
Important Qualifications
Educational Qualifications-
- ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে অথবা সমমানের কোনো ডিগ্রী থাকতে হবে।
- কোন সংস্থার প্রাক্তন কর্মীদের জন্য ন্যূনতম পঞ্চম শ্রেণি পাশ হতে হবে অথবা সমমানের কোন ডিগ্রী থাকতে হবে।
Age : একজন আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে (01-09-2021 এর সাপেক্ষে)।
Total Vacancy :-
Food Corporation of India (FCI) এর Watchman পদে মোট ভ্যাকেন্সি রয়েছে 860 টি। তবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিছু সংখ্যক স্থান সংরক্ষিত রয়েছে। যথা-
UR | 345 |
SC | 249 |
OBC | 180 |
EWS | 86 |
Application Process :-
FCI এর Watchmanপদের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোন ভাবে আবেদন কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। আবেদন করার পূর্বে সকল প্রার্থীদেরকে এই ভ্যাকেন্সি সংক্রান্ত সরকারি নোটিশ টি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। আবেদন করার পদ্ধতিটি নিম্নে আলোচনা করা হয়েছে-
- FCI এর অফিশিয়াল ওয়েবসাইট “https://fci.gov.in/” -এ যেতে হবে।
- Recruitment বার এ ক্লিক করতে হবে।
- Currect Recruitment Notification Apply Online Link এ ক্লিক করতে হবে,
- এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি সঠিকভাবে প্রদান করে আবেদনের ফরমটি পূরণ করতে হবে।
- ফরমটি পূরণ করা হয়ে গেলে Sumit বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে Application Fee পেমেন্ট করতে হবে।
- এরপরে Final Submission বাটনে ক্লিক করতে হবে।
- আবেদনকারীরা নিজেদের সুবিধার্থে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে রাখতে পারে।
Application Fees :-
সকল প্রার্থীদের জন্য আবেদনের ফি ধার্য করা হয়েছে 250 টাকা। আবেদনের ফি অনলাইন বা অফলাইনে দুইভাবেই জমা করা সম্ভব। Debit Card, Credit Card, Net Banking, Bhim Upi প্রভৃতির মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যেতে পারে।
অফলাইনে পেমেন্ট করার জন্য শুধুমাত্র ভারতীয় স্টেট ব্যাংকের বিভিন্ন শাখাতে ই-চালান এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
নিয়োগ পদ্ধতি :-
Watchman পদে নিয়োগের জন্য দুইটি পরীক্ষা পদ্ধতি রয়েছে। প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। এবং এই দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি শারীরিক সক্ষমতার পরিচয় দিতে হয়।
Written Exam:-
-এই পরীক্ষাতে সকলের জন্য 120 টি বহু বিকল্প প্রশ্ন থাকে। সময় 90 মিনিট। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে কমপক্ষে 40 শতাংশ নম্বর অর্জন করতে হবে। ইংরেজি, হিন্দী এবং পাঞ্জাবি – এই তিনটি ভাষাতে পরীক্ষা দেওয়া যাবে।
এই পরীক্ষার অন্তর্গত বিষয়গুলি হলো – General Knowledge, Current Affairs, Reasoning, General English, Numerical Mathematics
Physical Fitness Test :-
Running Test –
- পুরুষদের জন্য – 1000 মিটার দৌড় সম্পন্ন করতে হবে 5 মিনিট 30 সেকেন্ড এর মধ্যে।
- মহিলাদের জন্য – 800 মিটার দৌড় সম্পন্ন করতে হবে 5 মিনিটের মধ্যে।
High jump –
- পুরুষদের জন্য – 1.14 মিটার লাফাতে হবে তিন বারের প্রচেষ্টার মধ্যে,
- মহিলাদের জন্য – 0.94 মিটার লাফাতে হবে তিনবারের প্রচেষ্টার মধ্যে।
Long Jump :-
- পুরুষদের জন্য – 3.95 মিটার লাফাতে হবে তিনবারের প্রচেষ্টায়।
- মহিলাদের জন্য – 2.75 মিটার লাফাতে হবে তিনবারের প্রচেষ্টায়।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।