D.El.Ed পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট । আশা করি সমস্ত পরীক্ষার্থীর বেশিরভাগ প্রশ্ন আজকের এই আর্টিকেলে দূর হয়ে যাবে । গতকাল West Bengal Board of Primary Education এর Official Website এ প্রকাশ করা হয়েছে ।
11.12.2021 তারিখে Notice No. 261/BPE/D.El.Ed/2021 এর মাধ্যমে D.El.Ed 2019-21 শিক্ষাবর্ষের Part-ll এর External Theoretical Exam Date Officially প্রকাশ করেছে ।
Notice অনুসারে এই Exam সম্পূর্ণরূপে অফলাইনে হতে চলেছে এবং এই Exam শুরু হবে 27.01.2021 থেকে এবং চলবে 29.01.2021 পর্যন্ত। সম্পূর্ণ রুটিন জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন ।
Date | Time | Name of Subjects |
27/01/2021 (Thursday) | 12;00 Noon – 03;00 P.M. | CC-02 Educational Studies |
28/01/2021 (Friday) | 12;00 Noon – 03;00 P.M. | CC-03 Contemporary Studies |
29/01/2021 (Saturday) | 12;00 Noon – 03;00 P.M. | CC-04 Pedagogy Across Curriculum |
পরীক্ষার্থীরা মাথায় রাখবেন Covid Guidelines সম্পূর্ণ মেনেই কিন্তু Offline Exam কিন্তু নেওয়া হবে।
এবার আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে দাদা সময় বেশি না পাওয়ার জন্য সিলেবাস এখনো কমপ্লিট হয়নি তবে সেক্ষেত্রে কি করতে পারি আমরা ? সেক্ষেত্রে আমি বলব অবশ্যই Authority এর সঙ্গে যোগাযোগ করুন বলুন আপনার সমস্যা আশা করা যায় সমাধান হয়ে যাবে ।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
WB D.El.Ed Part-2 Exam Date Routine সম্বন্ধিত Official Notice Download এর জন্য নিম্নে প্রদান করার Download বাটনে ক্লিক করুন ।
সূচি
FAQ:-
1. কবে D.El.Ed 2019-21 Batch এর Exam শুরু হবে ?
ANS :- 27.01.2022 এ হবে।
2. D.El.Ed 2019-21 Batch এর Exam কি Online এ হবে ?
ANS :- না Offline এ হবে।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।