West Bengal Public Service Commission (WBPSC) এর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ Notification জারি করা হয়েছে। গতকাল অর্থাৎ 24th February,2022 নতুন করে West Bengal Civil Service এর অন্তর্গত বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের জন্য একটি Notification প্রকাশ করেছে WBPSC। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের যে সমস্ত স্নাতক ও স্নাতকোত্তর তরুণরা Civil Service এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এটি একটি অন্যতম সুযোগ। পশ্চিমবঙ্গের Civil Service সংক্রান্ত সমস্ত তথ্য এবং WBCS 2022 সংক্রান্ত অন্যান্য সমস্ত বিবরণ এই নিবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
WBCS কী ?
West Bengal Civil Service Executive পদে চাকরি পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্র-ছাত্রীদের কাছে একটি স্বপ্নের চাকরি। West Bengal Public Service Commission (WBPSC) এই পরীক্ষা পদ্ধতিটি পরিচালনা করে। WBCS পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শীর্ষস্থানীয় পদে যেমন BDO, SDO Commissioner, Collector, ইত্যাদি পদে নিযুক্ত করা হয়। ন্যূনতম Graduation পাশ করলেই এই WBCS Exam এর জন্য আবেদন করা যায়।
West Bengal Public Service Commission এই WBCS পরীক্ষাটি তিনটি ধাপে নিয়ে থাকে । প্রথমটি হলো Preliminary Exam, দ্বিতীয়টি Mains Exam এবং তৃতীয়টি Personal Interview । পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের Rank হয় । এই পরীক্ষার চারটি গ্রুপ রয়েছে Group A, Group B, Group C, এবং Group D. প্রথম সারিতে Rank করা ছাত্রছাত্রীরা সাধারণত A গ্রুপের WBCS Executive পদটি বেছে নেন ।
NPCIL Recruitment 2022 Through GATE : Exam Date, Notification, Vacancies, Eligibility, Result & More in Bengali
WBCS 2022 Important Dates:-
WBCS 2022 Online Notification Publishing | 24/02/2022 |
WBCS Online Registration Starting | 03/03/2022 |
WBCS Online Registration Closing | 24/03/2022 |
Last Date of Paying Application Fees Online | 24/03/2022 |
Last Date of Paying Application Fees Offline | 25/03/2022 |
Application Editing Window Opening | 01-07/04/2022 |
WBCS Prelims Exam Date 2022 | – |
WBCS Mains Exam Date 2022 | – |
WBCS 2022 Vacancy সংখ্যা :-
Vacancy সম্বন্ধে এখনো বিস্তারিত জানানো হয়নি।
WBCS 2022 Eligibility :-
আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে WBCS 2022 এর জন্য।
WBCS 2022 Post ভিত্তিক Eligibility:-
West Bengal Police Service (Group ‘B’ Service) –
- West Bengal Police Service বিভাগে নিযুক্ত হতে ইচ্ছুক পুরুষ প্রার্থীদের জন্য Minimum Height 165 cm।
- এবং মহিলা প্রার্থীদের জন্য Minimum Height 150 cm।
- তবে Gorkhas, Garwalis, Assamese, Tribes দের জন্য কোন উচ্চতার শর্ত নেই।
West Bengal Subordinate Land Revenue Service, Grade – (I) –
- বাংলা ভাষায় কাজের ভালো অভিজ্ঞতা থাকতে হবে।
- যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য বাংলা ভাষায় দুই বছরের একটি Departmental Exam পরীক্ষায় পাশ করতে হবে।
- প্রার্থীদের অস্থায়ীভাবে নিয়োগ করা হয় এবং ছয় মাসের একটি Training Programs এর মাধ্যমে কাজে নিযুক্ত করা হয়।
- যে সমস্ত প্রার্থীরা এই প্রশিক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তাদের কোন প্রকার Notice ছাড়াই বরখাস্ত করা হবে।
West Bengal Junior Social Welfare Service –
- Blind/Deaf/Dumb Degree অথবা Blind/Deaf/Dumb ইত্যাদি সমস্যা যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণের ক্ষেত্রে Diploma Degree অথবা অন্য কোন Certificate থাকতে হবে।
- পুরুষ প্রার্থীরা পুরুষদের প্রতিষ্ঠানের জন্য নিযুক্ত হবেন এবং মহিলা প্রার্থীরা মহিলাদের প্রতিষ্ঠানের জন্য নিযুক্ত হবেন।
Assistant Canal Revenue Officer –
- প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করতে হবে এবং প্রার্থীদের এক্তিয়ারের মধ্যে বিশাল পরিমাণ একটি জায়গা থাকবে।
- তহশিল অফিস এবং জেলা অফিসে উপস্থিত থাকতে হবে এবং যাতায়াতের জন্য বাইসাইকেল ব্যবহার করতে হবে।
WBCS 2022 এর Education Qualifications :-
- আবেদনকারীকে যে কোন স্ট্রিম থেকে Graduation পাশ করতে হবে।
- প্রার্থীদের মাতৃ ভাষায় পারদর্শী হতে হবে। যাদের মাতৃভাষা বাংলা তাদের বাংলা ভাষা ভালোভাবে পড়তে বলতে এবং লিখতে জানতে হবে।
WBCS 2022 এ আবেদনের জন্য Age Limit:-
01/01/2022 এর হিসাব অনুযায়ী General Category অন্তর্ভুক্ত আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 30 এর মধ্যে। Category অনুযায়ী Category ভিত্তিক Age Relaxation নিম্নে প্রদান করা হলো।
Category | Age Relaxation |
OBC | 3 |
SC | 5 |
ST | 5 |
PWD | 45 বছর বয়স পর্যন্ত। |
WBCS 2022 এর Application Fees:-
Category | Application Fees |
General | 210+ GST |
ST/SC /PwD (West Bengal Candidates) | Nill |
ST/SC /PwD (Othes State Candidates ) | 210+ GST |
WBCS 2022 Application Process:-
WBCS Registration –
- প্রথমে WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (wbpsc.gov.in)।
- “One time Registration“ অপশনে ক্লিক করতে হবে।
- আবেদনের জন্য একটা Form আসবে, আবেদনকারীর নাম, পিতার নাম, মায়ের নাম, DOB, Mobile Number, Email ID, Password প্রভৃতি তথ্যগুলি প্রদান করতে হবে।
- “Register” বাটনে ক্লিক করতে হবে।
- Form Submit করার পরে একটি Enrollment Number দেওয়া হয়, আবেদনকারীদের এই Enrollment Number নোট করে রাখতে হবে।
Apply for WBCS 2022 –
- প্রথমে WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (wbpsc.gov.in)।
- হোমপেজে থাকা “Login if Already Registered“ অপশনে ক্লিক করতে হবে।
- পরের Page এ আবেদনকারীদের প্রাপ্ত Enrollment Number এবং Password প্রদান করতে হবে, একটি Captca Code পূরণ করতে হবে এবং “Sign in“ বাটনে ক্লিক করতে হবে।
- Dashboard থেকে ‘WBCS 2022″ Notification টিতে ক্লিক করতে হবে।
- এবারে আবেদনের জন্য নতুন একটি Form আসবে, প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক ভাবে প্রদান করে এই Form টি পূরণ করতে হবে।
- আবেদনকারীর Passport Size Photo এবং Signature এর একটি Copy Scan করে Upload করতে হবে।
- সম্পূর্ণ Form টি একবার ভালোভাবে যাচাই করে নিতে হবে এবং “Submit” বাটনে ক্লিক করতে হবে।
- Application সম্পন্ন হবার পরে Application Form টি Download করতে হবে এবং এর একটি Copy Print করে রাখতে হবে পরবর্তীতে ব্যবহারের জন্য।
WBCS 2022 এর আবেদনের জন্য Important Documents:-
- Domicile Certificate
- Caste Certificate
- PWD Certificates
- Graduation Certificate
- Higher Secondary Certificate
- Passport Size Photo
- Signature
Eastern Coalfields Recruitment 2022 : Apply for 313 Fresh Vacancy , Learn more in Bengali !
WBCS 2022 এর Selection Process:-
WBCS Executive পদে প্রার্থী নিয়োগের জন্য মোট তিনটি পরীক্ষা পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো Preliminary Exam, দ্বিতীয় টি Mains Exam এবং তৃতীয় ধাপে একটি Personal Interview নেওয়া হয়।
WBCS 2022 Priliminary Examination –
- এটি একটি Screening Test যেখানে থাকে 200 নম্বরের MCQ প্রশ্ন করা হয়। যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হতে পারবে তারা পরবর্তী মেইন্স পরীক্ষার জন্য নির্বাচিত হবে।
- মূলত General Studies এর উপর MCQ ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এই Preliminary Exam তে ।
- পরীক্ষার্থীরা মোট সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট এবং Negative Marking রয়েছে (⅓) অনুযায়ী
- 200 নম্বরের মধ্যে আনুমানিক 120 নম্বর অর্জন করতে পারলে Preliminary Exam উত্তীর্ণ হতে পারবে।
- Subject অনুসারে Number Distribution নিম্নে প্রদান করা হলো।
Subjects | Marks | No Of Questions |
English | 25 | 25 |
General Science | 25 | 25 |
Current events of National & International Importance | 25 | 25 |
History of India | 25 | 25 |
Geography of India | 25 | 25 |
Indian Polity and Economy | 25 | 25 |
Indian National Movement | 25 | 25 |
General Mental Ability | 25 | 25 |
Total | 200 | 200 |
Indian Navy Tradesman Recruitment 2022 : Notification out for 1531 Group C Posts More in Bengali !
WBCS 2022 Mains Examination :-
- Preliminary Exam পাশ করলে তারপরে আসবে Mains Exam মোট 6 টি Compulsory Paper এর পরীক্ষা দিতে হয় এই Mains Exam তে।
- প্রত্যেকটি পেপারে 200 নম্বরের প্রশ্ন থাকে। এই Mains পরীক্ষাতে যেসব পরীক্ষার্থী শুধুমাত্র Group A এবং Group B এর জন্য Apply করবে তাদের অপশনাল আরো একটি বিষয়ের পরীক্ষা দিতে হবে।
- পরীক্ষার্থীরা হাতে সময় পাবে মোট 3 ঘন্টা ।
- Subject অনুসারে Number Distribution নিম্নে প্রদান করা হলো।
Paper | Marks | Question Type |
Language Paper (Bengali/Hindi/Urdu/Nepali/Santali) | 200 | Descriptive |
English Paper | 200 | Descriptive |
General Studies – Paper I | 200 | Objective |
General Studies-Paper II | 200 | Objective |
Constitution of India and Indian Economy | 200 | Objective |
Arithmetic and Test of Reasoning | 200 | Objective |
Optional Subject – (One subject: Two papers of 200 marks each) | 200 | Descriptive |
Personality Test | 200 | – |
Total | 1600 | – |
WBCS 2022 Mains Exam বিষয়ভিত্তিক সূচী:
Paper I : Bengali/Hindi/Urdu/Nepali/Santali –
Letter Writing (150 শব্দের মধ্যে) / Drafting of Report (within 200 শব্দের মধ্যে), Précis Writing, Composition এবং Translation English থেকে Bengali/Hindi/Urdu/Nepali/Santali
Paper II : English – Letter writing
(Letter Writing (150 শব্দের মধ্যে) / Drafting of Report (within 200 শব্দের মধ্যে),Précis Writing, Composition এবং
Translation Bengali/Hindi/Urdu/Nepali/Santali থেকে English এ
Paper III : General Studies-I
- Indian History with Special Emphasis on National Movement এবং
- Geography of India with special reference to West Bengal.
Paper IV : General Studies-II
Science and Scientific & Technological advancement, Environment, General Knowledge and Current Affairs.
Paper V : Political Science & Economics
The Constitution of India and Indian Economy including role and functions of the Reserve Bank of India.
Paper VI : Arithmetic & Test of Reasoning.
- Paper 1 এবং 2 এ আপনাকে Descriptive Type প্রশ্ন লিখতে হবে। বাকি 3, 4, 5 ও 6 নম্বর পেপারে 200 নম্বরের MCQ প্রশ্ন থাকবে । Negative Marking রয়েছে (⅓)।Preliminary Exam যেসব বিষয় থেকে প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন থাকবে পেপার 3, 4, 5 ও 6 এর জন্য।
- 1 এবং 2 Paper এর জন্য কোন Negative Marking নেই। Paper 1 তে আপনাকে যেকোন একটি ভাষা Select করে নিতে হবে । এখানে Coventional Type Questions হয় সেজন্য আপনাকে Descriptive ভাবে উত্তর লিখতে হবে 200 নম্বরের জন্য।
- 2 নম্বর Paper টি English , এই Paper এ 200 নম্বরের Descriptive প্রশ্ন থাকবে।
WBCS 2022 Mains Optional Subjects Lists :-
- Bengali
- Hindi
- Sanskrit
- English
- Pali
- Arabic
- Persian
- French
- Urdu
- Santali
- Comparative Literature
- Agriculture
- Animal Husbandry and Veterinary Science15 Anthropology
- Botany
- Chemistry
- Civil Engineering
- Commerce and Accountancy
- Computer Science
- Economics
- Electrical Engineering
- Geography
- Geology
- History
- Law
- Mathematics
- Management
- Mechanical Engineering
- Medical Science
- Philosophy
- Physiology
- Physics
- Political Science
- Psychology
- Sociology
- Statistics
- Zoology
WBCS 2022 Personal Interview:-
সবশেষে থাকে Personality Test এখানে আপনাকে আপনার নিজস্ব কর্ম দক্ষতার পরিচয় দিতে হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা Preliminary Exam এবং Mains Exam সফলভাবে উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদেরকেই Personal Interview এর জন্য ডাকা হবে।
WBCS 2022 Admit Card Download:-
‘WBCS 2022″ Exam এ বসার জন্য Admit Card বাধ্যতামূলক । পরীক্ষার আগেই সময় সমস্ত পরীক্ষার্থীদের Admit Card Download করতে হবে। এই Admit Card গুলি পশ্চিমবঙ্গ Public Service Commission এর অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। Admit Card ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। Admit Card Download এর Process আমরা পরবর্তী কোন ব্লগে আলোচনা করব।
WBCS 2022 Result :-
আমরা আগেই আলোচনা করেছি WBCS Exam তিনটি পর্যায়ে সম্পন্ন হয়। যথাক্রমে Preliminary, Mains ও Personal Interview এর Result আলাদা আলাদাভাবে প্রকাশ করা হবে। Officially Result আপলোড করা হলে আমরা এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব।
WBCS 2022 Important Links :-
WBCS Official Notice Download | Click Here |
WBCS Official Bulletin Download | Click Here |
Apply Now | Click Here |
FAQ:-
1. WBCS Form Fill Up কোন Website থেকে করতে পারবেন?
ANS:– https://wbpsc.gov.in/
2. WBCS 2022 Notification কোন Website থেকে Download করতে পারবেন?
ANS:- https://wbpsc.gov.in/
3. WBCS Syllabus কি?
ANS:- উপর এ Syllabus Section এ এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি, আর্টিকেল এর উপরে দেখুন।
4. WBCS Full Form কি?
ANS:- West Bengal Civil Service
5. WBCS 2022 Exam Date কি?
ANS:- এখনো বিস্তারিত জানানো হয়নি।
6. WBCS Form Fill Up Last Date কি?
ANS:- 24/03/2022
WBCS 2022 Vacancy সংখ্যা কতো?
ANS:- এখনো বিস্তারিত জানানো হয়নি।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।