West Bengal Police এর ক্ষেত্রে Agragami (WBNVF) একটি অতি গুরুত্বপূর্ণ পোস্ট।। অনেকের ইচ্ছা রয়েছে এই পদে যোগদান করে মানুষ সেবার। সম্প্রতি এই Post সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে যদি আপনি। Agragami (WBNVF) এ অংশগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে এই আর্টিকেলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ।
এর আগেও আমরা আমাদের ওয়েবসাইটে WBP Agragami (WBNVF) এর বিভিন্ন আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সহ ওয়েবসাইট ভিজিট করুন ।
গত কাল WBP এর অফিসের ওয়েবসাইট https://prb.wb.gov.in/ ও http://wbpolice.gov.in/ তে WBP Agragami (WBNVF) এর পরীক্ষার্থীদের eCall Letter তথা Admit Card Download সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। প্রসঙ্গত ল্লেখ্য কিছুদিন আগেই হয়ে গেছে WBP Agragami (WBNVF এর Final Written Exam এবং পাস করা পরীক্ষার্থীদের Interview এর জন্য দিন ধার্য করা হয়েছে 10/03/2022 থেকে।
WBP Agragami (WBNVF) Interview Admit Card 2022 Download সম্পর্কিত তথ্য :-
অফিশিয়াল ওয়েবসাইট এর পক্ষ থেকে গতকাল এই Interview এর eCall Letter তথা Admit Card Download Link Release করেছে। পরীক্ষার্থীরা এই পরীক্ষার Admit Card গুলি 03/03/2022 থেকে পশ্চিমবঙ্গ পুলিশের Official Website থেকে Download করতে পারবে। Admit Card Download করার জন্য পরীক্ষার্থীদের Application ID এবং DOB টি প্রয়োজন পরবে। নিচে Admit Card Download এর পদ্ধতি গুলি আলোচনা করা হয়েছে।
Step by Step WBP Agragami (WBNVF) Interview Admit Card 2022 Download Process :-
- প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে – www.wbpolice.gov.in বা https://prb.wb.gov.in/ তে যেতে হবে।
- এরপরে হোমপেজে থাকা Recruitment অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপরে – “Download Recruitment to Staff Office cum Inspector in Civil Defence Organisation, West Bengal 2019 “নোটিশটিতে ক্লিক করতে হবে।
- Download e-Call Letter for Interview অপশন এর পাশে থাকা ‘Get Details’ এ ক্লিক করতে হবে।
- এবারে Admit Card Download এর একটি লিঙ্ক আসবে; সেই লিঙ্কে ক্লিক করতে হবে এবং 8 অক্ষরের Application ID ও DOB (DD/MM/YYYY ফরমেটে) দিয়ে Log In করতে হবে।
- Log In করার পর Admit Card টি শো করবে। এই Admit Card টি Download করে নিয়ে Print Out করে রাখতে পারেন
WBP Agragami (WBNVF) Interview Admit Card 2022 Download Direct Link :-
FAQ:-
1. WBP Agragami (WBNVF) এর Admit Card বা e-Call Letter কোন Website থেকে Download করা যাবে ?
2. WBP Agragami (WBNVF) এর Interview কবে থেকে শুরু হচ্ছে ?
ANS:- 10/03/2022
3. WBP Agragami (WBNVF) Admit Card Download এর ক্ষেত্রে কি কি Details এর প্রয়োজন পড়বে ?
ANS:- Application Number ও DOB (DD/MM/YYYY) ফরমেটে।
4. WBP Agragami (WBNVF) এর Admit Card কবে থেকে Download করা যাবে?
ANS:- 03/03/2022 থেকে
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।