যেসব পরীক্ষার্থীরা আগের বছর হয়ে যাওয়া WBP Agragami (WBNVF) এর Written Exam দিয়েছিলেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। WBP Agragami (WBNVF) এর Answer Key ইতিমধ্যে পাবলিশ করেছে West Bengal Police কর্তৃপক্ষ।
10/03/2022 অনুষ্ঠিত হয়ে গেছে WBP Agragami (WBNVF) এর Written Exam । আশা করি আপনাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। আমরা আমাদের ওয়েবসাইটে WBP Agragami (WBNVF) এর বিভিন্ন আপডেট ইতিমধ্যে প্রদান করেছে ভবিষ্যতে পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন। এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন WBP Agragami (WBNVF) এর Answer Key যা আত্ম মূল্যায়নের সাহায্য করবে আপনাদের সকলকে।
WBP Agragami (WBNVF) Written Exam 2022 Answer Key Download Process:-
- West Bengal Police এর Official Website ভিজিট করুন http://wbpolice.gov.in/ বা https://prb.wb.gov.in/ এ
- Recruitment Tab এ ক্লিক করুন।
- ক্লিক করলে পুনরায় Recruitment এ ক্লিক করুন।
- পরের Windows এ থাকা Recruitment of Agragami in WBCEF and WWCD in Civil Defence Organisation, WB ,2021 এর পাশে থাকা Get Details এ ক্লিক করুন।
- পরের Windows এ আপনার সামনে Answer Key Download এর লিঙ্ক আসবে , এই লিঙ্কে ক্লিক করুন।
- পাশে থাকা Get Details এ ক্লিক করার সঙ্গে সঙ্গে Answer Key Download হয়ে যাবে।
WBP Agragami (WBNVF) এর Written Exam 2022 Answer Key Download করার জন্য নিম্নে দেওয়া Download বাটনে ক্লিক করুন ।
মনে রাখবেন আগামী 7 দিন পর্যন্ত Answer Key Official Website এ থাকবে , এই সময়ের মধ্যে আপনি Answer Key Download করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা ডাউনলোড সেকশনে Answer Key Download Link প্রদান করেছি আপনি সুবিধামতো Download করে নিতে পারবেন। যদি কোন প্রশ্ন থাকে তাহলে Official Email Address [email protected] এ পাঠাতে পারবেন।
FAQ:-
1. WBP Agragami (WBNVF) Written Exam 2022 Answer Key কোন Website থেকে Download করতে পারবেন ?
2. কবে পর্যন্ত WBP Agragami (WBNVF) Written Exam 2022 Answer Key Download করা যাবে ?
ANS:-30/03/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।