WBP Constable/Lady Constable 2021 এর পরীক্ষার্থীদের জন্য সুখবর ! প্রকাশিত হতে চলেছে WBP Constable 2021 এর Preliminary Exam Result । চলতি বছরের 26th September এ Constable & Lady Constable – 2020 প্রথম পর্যায় অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল । WBP Constable 2021 এর আসন্ন Result সহ সমস্ত তথ্য জানার জন্য শেষ অবধি এই নিবন্ধটি ফলো করুন ।
WBP Constable/Lady Constable Recruitment 2020 এর সিলেকশন পদ্ধতি অনুযায়ী কেবল প্রথম পর্যায়ের Preliminary Written Exam টি নেওয়া হয়েছে বাঁকি রয়েছে Physical Measurement Test, Physical Efficiency Test, Final Written Exam, Interview, Verification of character antecedent এবং Medical Examination ।
WBP Constable Result 2021 Date :-
সম্প্রতি পাওয়া তথ্য অনুসারে January মাসের প্রথম দিকেই ঘোষণা করা হবে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
WBP Constable Result 2021 Checking Process:-
- WBP Constable Result 2021 চেক করার জন্য নিন্মলিখিত প্রক্রিয়াটি ফলো করুন –
- WBP Constable Result 2021 চেক করার জন্য সর্বপ্রথমে আপনাকে WBP এর অফিশিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এ লগইন করতে হবে ।
- তারপর, সেখানে থাকা “Recruitment” অপশনে ক্লিক করতে হবে ।
- তারপর, “Recruitment to the post of Constable and Lady Constable in West Bengal Police 2020” –এই লিঙ্কে ক্লিক করতে হবে ।
- তারপর, “Download Result” এর পাসে থাকা Get Details অপশনে ক্লিক করতে হবে ।
- এরপর রেজাল্টের PDF খুলে যাবে সেটা Download করে নিতে হবে ।
WBP Constable Result 2021 Cut of Marks :-
WBP Castable 2021 Result এর সম্ভাব্য Cut Off Marks নিম্নে বর্ণনা করা হলো –
Category | Cut Off Marks |
General | 65 – 70 |
OBC | 61 – 66 |
SC | 56 – 61 |
ST | 52 – 55 |
CISF Head Constable GD Recruitment 2022 | Dates, Apply Online , Salary , Selection Process !
WBP Constable Result 2021 Dates:-
Event | Date |
WBP Constable Official Notice Published |
20/01/2021 |
WBP Constable Application Starting Date | 22/01/2021 |
WBP Constable Application Closing Date | March , 2021 |
WBP Constable Preliminary Exam | 26/09/2021 |
WBP Constable Preliminary Exam Result Publish |
— |
WBP Constable Main Exam Date | — |
WBP Constable Result 2021 LInk :-
Official Website Lnk | Click Here |
Download Result Link | Click Here |
Darjeeling Asha Karmi Recruitment 2022 | 250 এরও বেশী পদে নিয়োগ হতে চলেছে , জানুন বিস্তারিত !
FAQ:-
1. WBP Constable Result 2021 Date কি?
ANS:-January মাসের শুরুতেই Result প্রকাশ করা হবে।
2. WBP Result 2021 Merit List কি?
ANS:- Update Soon
3. WBP Constable Cut of Marks 2021?
ANS:-সম্ভাব্য Cut of Marks উপরে বর্ণনা করা হয়েছে।
4. WBP Constable Result কোন Website থেকে জানা যাবে?
ANS:- http://wbpolice.gov.in/
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।