উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ | Higher Secondary Geography Suggestion 2023

ভূমিরূপ প্রক্রিয়া (প্রথম অধ্যায়)

1.দ্বিতীয় ক্রম ’ ভূমিরূপ হলো—

(A) মহাদেশ
(B) বালিয়াড়ি

(C) সার্ক

(D) মালভূমি

2.আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো—

(A) ভূমির ঢাল

(B) পুঞ্জিত স্খলনের পরিমাণ

(C) স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন

(D) নদীর ক্ষয়শক্তি

3.ভঙ্গিল পর্বত গঠিত হয় কীসের দ্বারা ?

(A) গিরিজনি আলোড়ন

(B) মহিভাবক আলোড়ন

(C) ইউস্ট্যাটিক আলোড়ন

(D) সমস্থিতিক আলোড়ন

4.ভারতে চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায়—

(A) উত্তরাখণ্ডের দেরাদুনে

(B) মধ্যপ্রদেশের গোয়ালিয়রে

(C) রাজস্থানের ভরতপুরে

(D) বিহারের ভোজপুরে

5.কার্স্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশালাকার গর্তকে বলে—

(A) ডোলাইন

(B) হামস

(C) পোলজে

(D) সিঙ্কহোল

6.চুনের আধিক্যে মৃত্তিকা হয়—

(A) অম্লধর্মী

(B) ক্ষারকীয়

(C) প্রশমিত

(D) কোনোটিই নয়

7.ক্ষুদ্র প্রস্রবণকে বলে—

(A) গিজার

(B) ফন্টেনলি

(C) আর্টেজীয় কূপ

(D) চ্যুতি প্রস্রবণ

8.ভারতে প্রস্রবণ রেখা দেখা যায়—

(A) দেরাদুনে

(B) বিশাখাপত্তনমে

(C) শিলঙে

(D) কোনোটিই নয়

9.রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়—

(A) শুষ্ক জলবায়ু

(B) আর্দ্র জলবায়ু

(C) শীতল জলবায়ু

(D) প্রায় শুষ্ক জলবায়ু – অঞ্চলে

10.অবরোহণ বলতে সাধারণত বোঝায়—

(A) নদীর

(B) বায়ুর

(C) হিমবাহের

(D) সমুদ্রতরঙ্গের — ক্ষয়কাজ

11.অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো—

(A) ক্ষয়ীভবন

(B) পর্যায়ন

(C) আবহবিকার

(D) পুঞ্জিত ক্ষয়

12.রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ করা যায়—

(A) নিরক্ষীয় জলবায়ু

(B) মরু জলবায়ু

(C) শুষ্ক নাতিশীতোয়

(D) মেরু জলবায়ু — অঞ্চলে

13.একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো—

(A) আবহবিকার

(B) গিরিজনি আলোড়ন

(C) নদীর কাজ

(D) বায়ুর কাজ

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 1. কদম পাত্র ‘ কাকে বলে ?

ANS:- যে উয় প্রস্রবণ দিয়ে কাদাজলের মিশ্রণ বের হয় তাকে ‘ কর্দম পাত্ৰ ‘ বলে ।

2. পোনর কী ?

ANS:- ভূপৃষ্ঠের চিরপ্রবাহী নদী যে পথ দিয়ে অভ্যন্তরে পৌঁছায় সেই সুড়ঙ্গপথটি হলো পোনর ।

3. ‘ হেলিকটাইট ‘ কী ?

ANS:- চুনাপাথরের গুহার অভ্যন্তরে ক্যালসাইট তীর্যকভাবে , পাশাপাশি বাঁকানো বা অন্যান্য আকৃতির গড়ে উঠলে তাকে ‘ হেলিকটাইট ‘ বলে ।

4. মিটিওরিক জল কী ?

ANS:- বৃষ্টিপাত ও তুষারপাতের জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূঅভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয় । একে মিটিওরিক জল বলে ।

5. আবদ্ধ জলাধার কীভাবে তৈরি হয় ?

ANS:- দু’টি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে ও তার উপরিভাগ উন্মুক্ত অবস্থায় থাকলে আবদ্ধ জলাধার তৈরি হয় ।

6. পর্যায়ন কাকে বলে ?

ANS:- বহির্জাত প্রক্রিয়াসমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয়কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায়ন ।

7. আবহবিকার কাকে বলে ?

ANS:- যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত । হয়ে মূল শিলার ওপরেই থেকে যায় সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে ।

8. ভূঅভ্যন্তরে যে শিলাস্তর জলশোষণ ও সরবরাহে অক্ষম তাকে কী স্তর বলে ?

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&client=ca-pub-6502016681847657&output=html&h=280&adk=3534397904&adf=1929539433&pi=t.aa~a.2557174715~i.169~rp.4&w=793&fwrn=4&fwrnh=100&lmt=1678972923&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4300669257&ad_type=text_image&format=793×280&url=https%3A%2F%2Fchhatrosathi.com%2Fhigher-secondary-geography-suggestion-2023%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=0&pra=3&rh=199&rw=793&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChEI8PzKoAYQ26mjsfTv–eTARI9AIyqLadZGKV21M9YwtQ9E5H6KEh47n0j0R2bM6b0PWuYx2c8ELM0njL7rCDYEIpAXY9515dQBHwzn76-rA&uach=WyJXaW5kb3dzIiwiMTUuMC4wIiwieDg2IiwiIiwiMTExLjAuNTU2My42NSIsW10sZmFsc2UsbnVsbCwiNjQiLFtbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMTEuMC41NTYzLjY1Il0sWyJOb3QoQTpCcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTExLjAuNTU2My42NSJdXSxmYWxzZV0.&dt=1678972920693&bpp=5&bdt=1326&idt=5&shv=r20230314&mjsv=m202303060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D0f5026d8d6dba6ac-22d4254f80da00ac%3AT%3D1673963961%3ART%3D1673963961%3AS%3DALNI_MaLKcv7z_DJ1R1SaRaq8OEiqp_IpQ&gpic=UID%3D00000ba6429c4f4e%3AT%3D1673963961%3ART%3D1678971807%3AS%3DALNI_MbsI1eLs4OAjnIsFZQDfQj_9XXBMg&prev_fmts=0x0&nras=2&correlator=7341753912756&frm=20&pv=1&ga_vid=1622881165.1673963962&ga_sid=1678972920&ga_hid=346395250&ga_fc=1&u_tz=330&u_his=2&u_h=1080&u_w=1920&u_ah=1080&u_aw=1920&u_cd=24&u_sd=1&dmc=8&adx=337&ady=4631&biw=1903&bih=1007&scr_x=0&scr_y=608&eid=44759842%2C44777876%2C44759926%2C44759875%2C31072954%2C21065725&oid=2&pvsid=1976525067047665&tmod=2101762438&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fchhatrosathi.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1920%2C0%2C1920%2C1080%2C1920%2C1007&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&jar=2023-03-16-01&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=LeN8nmRSNn&p=https%3A//chhatrosathi.com&dtd=2605

ANS:-ভূঅভ্যন্তরে যে শিলাস্তর জলশোষণ ও সরবরাহে অক্ষম তাকে অপ্রবেশ্য স্তর বলে ।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&client=ca-pub-6502016681847657&output=html&h=280&adk=3534397904&adf=3397243608&pi=t.aa~a.2557174715~i.171~rp.4&w=793&fwrn=4&fwrnh=100&lmt=1678972923&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4300669257&ad_type=text_image&format=793×280&url=https%3A%2F%2Fchhatrosathi.com%2Fhigher-secondary-geography-suggestion-2023%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=0&pra=3&rh=199&rw=793&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChEI8PzKoAYQ26mjsfTv–eTARI9AIyqLadZGKV21M9YwtQ9E5H6KEh47n0j0R2bM6b0PWuYx2c8ELM0njL7rCDYEIpAXY9515dQBHwzn76-rA&uach=WyJXaW5kb3dzIiwiMTUuMC4wIiwieDg2IiwiIiwiMTExLjAuNTU2My42NSIsW10sZmFsc2UsbnVsbCwiNjQiLFtbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMTEuMC41NTYzLjY1Il0sWyJOb3QoQTpCcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTExLjAuNTU2My42NSJdXSxmYWxzZV0.&dt=1678972920706&bpp=3&bdt=1339&idt=3&shv=r20230314&mjsv=m202303060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D0f5026d8d6dba6ac-22d4254f80da00ac%3AT%3D1673963961%3ART%3D1673963961%3AS%3DALNI_MaLKcv7z_DJ1R1SaRaq8OEiqp_IpQ&gpic=UID%3D00000ba6429c4f4e%3AT%3D1673963961%3ART%3D1678971807%3AS%3DALNI_MbsI1eLs4OAjnIsFZQDfQj_9XXBMg&prev_fmts=0x0%2C793x280&nras=3&correlator=7341753912756&frm=20&pv=1&ga_vid=1622881165.1673963962&ga_sid=1678972920&ga_hid=346395250&ga_fc=1&u_tz=330&u_his=2&u_h=1080&u_w=1920&u_ah=1080&u_aw=1920&u_cd=24&u_sd=1&dmc=8&adx=337&ady=4672&biw=1903&bih=1007&scr_x=0&scr_y=700&eid=44759842%2C44777876%2C44759926%2C44759875%2C31072954%2C21065725&oid=2&pvsid=1976525067047665&tmod=2101762438&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fchhatrosathi.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1920%2C0%2C1920%2C1080%2C1920%2C1007&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&jar=2023-03-16-01&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=zZnuyLg6yE&p=https%3A//chhatrosathi.com&dtd=3018

9. গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূআলোড়ন দায়ী ?

ANS:- মহিভাবক আলোড়ন ।

 10. আরোহণ প্রক্রিয়া কাকে বলে ?

ANS:- যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে ।

রচনাধর্মী প্রশ্ন

  1. ভৌমজলের নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো।

মৃত্তিকা (দ্বিতীয় অধ্যায়)

1.স্পোডোেসল ’ মৃত্তিকার একটি উদাহরণ হলো

(A) পড়সল

(B) পলিমাটি

(C) চারনোজেম

(D) ল্যাটেরাইট

2.শারীরবৃত্তীয় শুষ্ক মুক্তিকায় যে উদ্ভিদ জন্মায় , তা হলো-

(A) হাইড্রোফাইট

(B) মেসোফাইট

(C) জেরোফাইট

(D) হ্যালোফাইট

3.চুন ও লবণের পরিমাণের আধিক্যে গড়ে ওঠা মৃি হলো-

(A) পেডোক্যাল

(B) পেডালফার

(C) স্পোডোসোল

(D) সোলানচাক

4.অধিক উয় অঞ্চলে কাঁচা সবজিতে জৈব পদার্থের পরিমাণ কম হয় । ফলে মাটিতে হ্রাস পেতে থাকে –

(A) খনিজ পদার্থ

(B) অক্সিজেন

(C) নাইট্রোজেন

(D) ক্যালশিয়াম

5.সর্বাধিক হিউমাস দেখা যায়—

(A) চারনোজেম

(B) ল্যাটেরাইট

(C) পডজল – মৃত্তিকাকে

(D) তুন্দ্রা

6.উত্তর – পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ

(A) অধিক বৃষ্টি

(B) অধিক জলসেচ

(C) ভূমিধস

(D) জুমচাষ

7.মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হলো—

(A) জলবায়ু

(B) ভূপ্রকৃতি

(C) মূল শিলাখণ্ড

(D) সময়

8.প্রশমিত মাটির pH মান কত ?

(A) 6.5

(B) 6

(C) 7.5

(D) 7

9.চারনোজেম মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার দ্বারা ?

(A) কার্বোনেশন

(B) অক্সিডেশন

(C) হাইড্রোলিসিস

(D) হাইড্রেশন

10.ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার কোন স্তরে সংঘটিত হয় ?

(A) A স্তরে

(B) B স্তরে

(C) C স্তরে

(D) D স্তরে

11.মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো—

(A) উন্নতা

(B) ভূপ্রকৃতি

(C) বৃষ্টিপাত

(D) উদ্ভিদ

12.সোলোনেজ মৃত্তিকাকে বলে—

(A) আঞ্চলিক মৃত্তিকা

(B) আন্তঃআঞ্চলিক মৃত্তিকা

(C) অনাঞ্চলিক মৃত্তিকা

(D) কোনোটিই নয়

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1 . মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে ?

ANS:- একইরকম জলবায়ু ও মূল শিলাযুক্ত অঞ্চলের পার্বত্য ভূমিঢালে শুধুমাত্র জলনিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মৃত্তিকা সৃষ্টি হয় , তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে ।

2. সিরোজেম মৃত্তিকা প্রধানত কোথায় সৃষ্টি হয় ?

ANS:-সিরোজেম মৃত্তিকা প্রধানত মরু ও মরুপ্রায় অঞ্চলে দেখা যায় ।

3. হিউমাস কাকে বলে ?

ANS:-উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মুক্তিকাস্থিত সূক্ষ্ম জীবাণুদের দ্বারা পচনের ফলে যে বিয়োজিত পদার্থে পরিণত হয় তাকে হিউমাস বলে ।

4. ‘সোলাম ‘ কী ?

ANS:- মৃত্তিকা পরিলেখে পরিণত মাটির নরম , শিথিল , ঝুরঝুরে ও হিউমাস সমৃদ্ধ ‘ A ‘ এবং ‘ B ’ স্তরকে একত্রে ‘ সোলাম ‘ বা মৃত্তিকাদেহ বলে ।

5. মৃত্তিকার পরিলেখ বিকাশ বেশি হয় কোন অঞ্চলে ?

ANS:-  শীতল নাতিশীতোয় জলবায়ুর সরলবর্গীয় অরণ্য অঞ্চলে । মৃত্তিকাক্ষয়ের মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো । বৃক্ষচ্ছেদন , অনিয়ন্ত্রিত পশুচারণ , জুমচাষ , অবৈজ্ঞানিক কৃষিকাজ ।

6. ‘রেনজিনা ‘ কী ?

ANS:-  চুনাপাথর অঞ্চলে এক ধরনের ধূসর মাটি সৃষ্টি হয় যাকে রেনজিনা বলে ।

7. ক্যালশিয়াম কার্বোনেট সমৃদ্ধ মৃত্তিকা কী নামে পরিচিত ?

ANS:- পেডোক্যাল নামে পরিচিত ।

8. ভার্টিসল বর্গের মাটির একটি উদাহরণ দাও ।

ANS:- ভারতের কৃথ্বমৃত্তিকা ।

9. অপরিণত মাটি কী ?

ANS:- যথেষ্ট সময়ের অভাবে যে মুক্তিকায় সবক’টি স্তর গড়ে উঠতে পারে না তাকে অপরিণত মাটি বলে ।

10. এভোডায়ানামরফিক ( Endodianamorphic ) মাটি কাকে বলে ?

ANS:-  মাটি গঠনের প্রাথমিক পর্যায়ে মূল উপকরণের ভিত্তিতে যে মাটি গঠিত হলো , তাকে এন্ডোডায়ানামরফিক মাটি বলে । যেমন — লিমোসেল।

11. মৃত্তিকাদূষণ কাকে বলে ?

ANS:- প্রাকৃতিক ও মানবিক ক্রিয়াকলাপের ফলে ভূপৃষ্ঠের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তনের মাধ্যমে যখন মৃত্তিকার গুণগত মান হ্রাস পায় এবং উদ্ভিদ ও প্রাণীকুলের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তখন তাকে মৃত্তিকাদূষণ বলে ।

12. ল্যাটেরাইট মৃত্তিকার দু’টি বৈশিষ্ট্য লেখো ।

ANS:-   1) এই মৃত্তিকা সাধারণত লোহা ও অ্যালুমিনিয়ামে সমৃদ্ধ । 2) এই মৃত্তিকা ইটের মতো শক্ত ও লাল রঙের , অত্যন্ত অনুর্বর এবং কৃষিকাজ খুব একটা হয় না ।

13. খনিজকরণ কাকে বলে ?

ANS:- হিউমাস বায়ুর অক্সিজেনের সাথে জারিত হলে এর অন্তর্গত খনিজ মৃত্তিকায় মিশে যায় । একে খনিজকরণ বলে ।

রচনাধর্মী প্রশ্ন

  1. মৃত্তিকা সৃষ্টির সক্রিয় উপাদানগুলি আলোচনা করো।

বায়ুমণ্ডল, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ (তৃতীয় অধ্যায়)

1.বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হলো—

(A) ঘূর্ণবাত

(B) ভূমিকম্প

(C) সুনামি

(D) অগ্ন্যুৎপাত

2.আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়

(A) 5 জুন

(B) 16 সেপ্টেম্বর

(C) 5 আগস্ট

(D) 15 ডিসেম্বর

3.মিশরের ওপর দিয়ে প্রবাহিত উন্ন স্থানীয় বায়ু

(A) লেভেচ

(B) স্যান্টা আনা

(C) খামসিন

(D) বোরা

4.গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ—

(A) SO

(B) মিথেন

(C) CO₂

(D) O₂

5.ঘূর্ণবাতের চক্ষু দেখা যায়—

(A) প্রতীপ

(B) নাতিশীতোয়

(C) ক্রান্তীয়

(D) উপক্ৰান্তীয় — ঘূর্ণবাতে

6.সেলভা জলবায়ু হলো—

(A) মৌসুমি

(B) নিরক্ষীয়

(C) ভূমধ্যসাগরীয়

(D) সাভানা

7.প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে—

(A) নিরক্ষীয় অঞ্চলে

(B) নিম্ন অক্ষাংশে

(C) উচ্চ অক্ষাংশে

(D) মধ্য অক্ষাংশে

8.ঘূর্ণবাত একধরনের

(A) নিয়ত

(B) সাময়িক

(C) আকস্মিক

(D) স্থানীয় — বায়ু

9.আমাজন অববাহিকার গভীর অরণ্যকে বলে—

(A) প্রেইরি

(B) পম্পাস

(C) ভেন্ড

(D) সেলভা

10.লজ্জাবতী লতা হলো –

(A) অক্সিলোফাইট

(B) লিথোফাইট

(C) স্যামোফাইট

(D) চ্যাসমোফাইট — জাতীয় উদ্ভিদ

11.উভচর জলজ উদ্ভিদের উদাহরণ হলো –

(A) হাইড্রিলা

(B) মস

(C) পদ্ম

(D) ফার্ন

12.‘ মেসোথার্মস ’ উদ্ভিদের উদাহরণ হলো—

(A) মস

(B) পাইন

(C) সেগুন

(D) আয়রন উদ্ভ

13.নিউম্যাটাফোর হলো-

(A) স্তম্ভমূল

(B) ঠেসমূল

(C) গুচ্ছমূল

(D) শ্বাসমূল

14.আলোকবিদ্বেষী উদ্ভিদ হলো –

(A) সূর্যমুখী

(B) জবা

(C) গন্ধরাজ

(D) পান

15.উপক্ৰান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোশটি আছে তার নাম হলো—

(A) হ্যাডলি কোশ

(B) ফেরেল কোশ

(C) মেরু কোশ

(D) কোনোটিই নয়

16.‘ ফেরেল কক্ষ ‘ কোন বায়ুপ্রবাহের অন্তর্গত ?

(A) পশ্চিমা বায়ু

(B) মেরু বায়ু

(C) আয়ন বায়ু

(D) মৌসুমি বায়ু

17.ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো –

(A) N²O

(B) MIC

(C) H²O

(D) CO²

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1 . hing We ঝড়ের চক্ষু কাকে বলে ?

 ANS:-ক্রান্তীয় ঘূর্ণবাতের বৃত্তাকার কেন্দ্রটিকে ঘূর্ণবাতের চক্ষু বলে । এর ব্যাস প্রায় 30-65 কিলোমিটার হয় ।

 2. CFC কী ?

ANS:-এটি একটি গ্রিনহাউস গ্যাস । পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন । এই গ্যাস ওজোন স্তরের হ্রাস ঘটায় ।

3. সুনামি কী ?

ANS:- সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে যে বিশালাকৃতি বিধ্বংসী সামুদ্রিক ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে জাপানে সুনামি বলে ।

4. ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় যে প্রক্রিয়ায় তার নাম কী ?

ANS:- অবরোহণ প্রক্রিয়া ।

5. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে ?

ANS:- ওজোন স্তরকে ।

 6. পৃথিবীর সর্বাধিক টর্নেডোপ্রবণ অঞ্চল কোনটি ?

ANS:-  যুক্তরাষ্ট্রের মিসিসিপি – মিসৌরি নদীর মোহনা ।

7. টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কী নামে পরিচিত ?

ANS:- টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ টুইস্টার ‘ নামে পরিচিত ।

8. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয় ?

ANS:- পৃথিবীর জীবজগৎকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ছাতার মতো রক্ষা করে বলে ওজোন স্তরকে পৃথিবীর ‘ প্রাকৃতিক সৌরপর্দা ‘ বলে ।

9. বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোশ তত্ত্বের প্রবক্তা কে ?

ANS:-  বিজ্ঞানী পলম্যান বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোশ তত্ত্ব উপস্থাপন করেন ।

10. এল নিনোর প্রভাবে কোথায় বেশি বৃষ্টিপাত হয় ?

ANS:- এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পেরু উপকূলে ও আটকামা মরুভূমিতে বৃষ্টিপাত হয় ।

 11. ভারতের একটি ধসপ্রবণ রাজ্যের নাম লেখো ।

ANS:-  ভারতের সর্বাধিক ধসপ্রবণ রাজ্য – হিমাচল প্রদেশ , উত্তরাখণ্ড । অধিক ধসপ্রবণ রাজ্য — অরুণাচল প্রদেশ , মিজোরাম ।

12. মৌসুমি জলবায়ু অঞ্চলে বছরে বায়ুপ্রবাহের পরিবর্তন কেমন হয় ?

ANS:- গ্রীষ্মকালে দক্ষিণ – পশ্চিম মৌসুমি বায়ু ও শীতকালে উত্তর – পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় ।

13. বায়ুমণ্ডলে CO , বৃদ্ধির প্রধান উৎস কী ?

ANS:- বায়ুমণ্ডলে CO , বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির দহন ।

14. DART- এর পুরো কথাটি কী ?

ANS:-DART -এর পুরো কথাটি হলো- Deep Ocean Assessment and Reporting of Tsunami .

15. কোপেনের জলবায়ু শ্রেণি বিভাগে BS জলবায়ু বলতে কী বোঝো ?

ANS:-কোপেনের জলবায়ু শ্রেণিবিভাগে BS জলবায়ু বলতে মরুপ্রায় বা স্তেপ জলবায়ুকে বোঝানো হয় ৷

16. ‘ ডোলড্রাম ‘ অঞ্চল কাকে বলে ?

ANS:-প্রশাস্ত ও আটলান্টিক মহাসাগরের ITCZ অঞ্চল দিয়ে জাহাজ অতিধীরে অতিক্রম করত বলে নাবিকগণ এর নামকরণ করেন ‘ ডোলড্রাম ‘ ।

17. ওজোন স্তরে কোন রশ্মি শোষিত হয় ?

ANS:-ওজোন স্তরে সূর্য থেকে আগত ক্ষতিকারক Ultra Violet Ray বা অতিবেগুনি রশ্মি শোষিত হয় ।

18. এল নিনোর উৎপত্তি কোথায় ঘটে ?

ANS:- ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু , ইকুয়েডরের পশ্চিম উপকূলে এল নিনোর উৎপত্তি ঘটে ।

 19. ‘ হ্যাডলি কোশের ‘ অপর নাম কী ?

ANS:-হ্যাডলি কোশের অপর নাম ‘ প্রত্যক্ষ তাপীয় কোশ ‘ ।

রচনাধর্মী প্রশ্ন

  1. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র হওয়ার কারণ কী ? জলজ উদ্ভিদ কত প্রকার ও কী কী ?
  2.  মৌসুমি বায়ুর উপর এল নিনোর প্রভাব বর্ণনা করো।
  3.  গ্রিনহাউস এফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিং কী ? এর কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো ।
  4.  জলবায়ু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো।

জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়)

 1.ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে

(A) উড়িষ্যায়

(B) পশ্চিমবঙ্গে

(C) গুজরাটে

(D) অন্ধ্রপ্রদেশে

2.পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হলো-

(A) ব্রাজিল

(B) ভারত

(C) অস্ট্রেলিয়া

(D) আমেরিকা যুক্তরাষ্ট্র

3.ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাশ হয় ?

(A) 1972

(B) 1970

(C) 1980

(D) 1986

4.বর্তমানে পৃথিবীতে বনভূমির শতকরা অনুপাত

(A) 30 %

(B) 40 %

(C) 50 %

(D) 60 %

5.জীববৈচিত্র্যের উয় কেন্দ্রের ( Hotspot ) একটি উদাহরণ হলো—

(A) গির অরণ্য

(B) শিবপুর বোটানিক্যাল গার্ডেন

(C) করবেট জাতীয় উদ্যান

(D) লোকটাক হ্রদ

6.ভরতপুর পাখি সংরক্ষণাগারটি কোথায় অবস্থিত ?

(A) কর্নাটকে

(B) উত্তরপ্রদেশে

(C) তামিলনাড়ুে – তে

(D) রাজস্থানে

7.জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায়—

(A) রিয়ো – ডি – জেনেইরো

(B) জোহানেসবার্গ

(C) মন্ট্রিল

(D) জাকার্তা — সম্মেলন

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

  1. জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে ?

ANS:- কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণকে জীববৈচিত্র্য সংরক্ষণ বলে ।

2. ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট কোনটি ?

ANS:- ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট হলো হিমালয় পার্বত্যাঞ্চল ।

3. বন্যপ্রাণী সংরক্ষণের দু’টি পদ্ধতির উল্লেখ করো ।

ANS:- বন্যপ্রাণী সংরক্ষণের দু’টি পদ্ধতি হলো জিন বৈচিত্র্য সংরক্ষণ , প্রাণী উদ্যান গঠন ।

4. বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে ?

ANS:- UNESCO- এর Man and Biosphere Reserve কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় । তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ।

5. জীববৈচিত্র্য বিনাশের দু’টি কারণ লেখো ।

ANS:- বৃক্ষচ্ছেদন , চোরাশিকার , অত্যধিক পশুচারণ , কৃষি ও বাসভূমির সম্প্রসারণ , অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার ইত্যাদি ।

5. আলফা বৈচিত্র্য কাকে বলে ?

ANS:- একই বাসস্থান বা অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে ।

6. গ্রিন ডেটা বুক কী ?

ANS:- গ্রিন ডেটা বুক হলো একটি তালিকা যেখানে অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ থাকে ।

রচনাধর্মী প্রশ্ন

1 . জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী ? জীববৈচিত্র্যের পাঁচটি গুরুত্ব লেখো ।

 অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়)

 1.পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল

(A) চা

(B) পাট

(C) রবার

(D) তুলা

2.কৃষিকাজ হলো একধরনের—

(A) প্রকৃতিনির্ভর

(B) সেবামূলক

(C) প্রযুক্তিনির্ভর

(D) সামাজিক কাজ

3.স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে কী নামে পরিচিত ?

 (A) তামরাই

(B) লাদাং

(C) জুম

(D) রোকা

4.ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানা গড়ে ওঠে—

(A) মধ্যপ্রদেশের নেপানগরে

(B) কর্নাটকের ভদ্রাবতী

(C) কেরালার নিউজপ্রিন্ট নগরে

(D) শিলিগুড়ির মাটিগাড়ায়

5.আইসোটিম হলো—

(A) সমপরিবহণ ব্যয়রেখা

(B) যৌথ পরিবহণ ব্যয়রেখা

(C) সমমুনাফা

(D) কোনোটিই নয়

6.পৃথিবীর মোটরগাড়ির রাজধানী বলা হয়—

(A) আলবামা

(B) কানসাস

(C) ডেট্রয়েট

(D) বাউলিন গ্রিন – কে

7.ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি অবস্থিত

(A) আমেদাবাদ

(B) চিত্তরঞ্জন

(C) জামশেদপুর

(D) সালেম – এ

8.কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো

(A) কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে

(B) বাজারের কাছে

(C) নদীর ধারে

(D) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে

9.একটি মূল শস্য চাষের মাঝে আর একটি অপ্রধান শস্য চাষকে বলে—

(A) আর্দ্র কৃষি

(B) শুষ্ক কৃষি

(C) স্থানান্তর কৃষি

(D) interculture কৃষি

10.ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয় –

(A) মানালিতে

(B) ম্যানিলাতে

(C) ভিয়েনাতে

(D) বাংলাদেশে

11.দক্ষিণ ও দক্ষিণ – পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয় ?

 (A) ব্যাপক

(B) নিবিড়

(C) বাজারভিত্তিক

(D) বাগিচা

12.ওলেরিকালচার – এ কোন শাকসবজির চাষ হয় ?

(A) গোলাপ

(B) পেয়ারা

(C) কলা

(D) কুমড়ো

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1 . সবুজ বিপ্লব কী ?

ANS: 1960 – এর দশকে ভারতের খাদ্য সমস্যা সমাধানকল্পে কৃষিক্ষেত্রে আধুনিক উপকরণ প্রয়োগের মাধ্যমে উত্তর – পশ্চিম ভারতে কৃষিজাত শস্য উৎপাদনে প্রধানত গম চাষে যে অভাবনীয় অগ্রগতি দেখা যায় তাকেই সবুজ বিপ্লব বলে ।

2 . ফ্লোরিকালচার কী ?

ANS:সারাবছর ধরে ফোটে এমন ফুল , মরসুমি বা ঋতুভিত্তিক ফুল এবং বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছের চাষকে ফ্লোরিকালচার বলা হয় ।

3. বাংলাদেশের একটি পার্ট উৎপাদক অঞ্চলের নাম লেখো ।

ANS: বাংলাদেশের ফরিদপুর , যশোর , কুষ্টিয়া , পাবনা , রংপুরে পাট পাওয়া যায় ।

4. দক্ষিণ – পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসলের নাম লেখো ।

ANS: দক্ষিণ – পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসল হলো রাবার ।

5. গম চাষের অনুকূল জলবায়ু কোনটি ?

ANS:গম চাষের জন্য নাতিশীতোয় জলবায়ু আদর্শ ।

6. আখ চাষের জন্য কীরকম উন্নতা প্রয়োজন ?

ANS:আখ চাষের জন্য 20 ° C থেকে 26 ° C উন্নতার প্রয়োজন ।

7. মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির স্থানীয় নাম কী ?

ANS: মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির নাম হলো Ladang ( লাদাং ) ।

8 . কফি কোন জলবায়ু অঞ্চলের ফসল ।

ANS: কফি উয় – ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল ।

9. পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদক দেশ কোনটি ?

ANS:চিন ।

10 . পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ?

ANS: আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেইরি অঞ্চল ।

11. পোমাম কালচার কী ?

ANS: সারাবছর পাওয়া যায় এমন ফল ও মরসুমি ফলের চাষকে পোমাম কালচার বলে ।

12. পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি কী ?

ANS: কৃত্রিম ততু , পলিমার , ইলাসটোমার ইত্যাদি ।

13. ধাতুমল কী ?

ANS: মারুৎ চুল্লির তলদেশের নির্গম পথ দিয়ে বের হওয়া অপদ্রব্যকে ধাতুমল বলে ।

14. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কোম্পানির নাম কী ?

ANS: ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কোম্পানি হলো মারুতি উদ্যোগ লিমিটেড ।

15. কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয় ?

ANS:ভোপাল গ্যাস দুর্ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয় ।

16. ভারতের বৃহত্তম তেল শোধনাগারের নাম কী ?

ANS: গুজরাটের জামনগর ।

17. ময়দা শিল্পের বিকাশের জন্য কী ধরনের আবহাওয়া প্রয়োজন ?

ANS: শুষ্ক আবহাওয়ার প্রয়োজন ।

18. জার্মানির ম্যাস্টোর বলা হয় কোন শহরকে ?

ANS: ম্যাডবাক শহরকে ।

18. জামশেদপুরের নিকটে মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কেন ?

ANS: মোটরগাড়ি নির্মাণ শিল্পের প্রধান কাঁচামাল ইস্পাত পাওয়ার সুবিধা রয়েছে ।

19. ভারতের ইস্পাত নগরী কাকে বলে ?

ANS: বন্দরনির্ভর অধাতব শিল্প হলো পেট্রোরসায়ন শিল্প ।

20. পাকিস্তানিরা কোন ফসলকে সাদা সোনা বলে ?

ANS: কার্পাসকে পাকিস্তানিরা ‘ সাদা সোনা ‘ বলে ।

21. ‘সোনালি তত্ত্ব ‘ কোন ফসলকে বলা হয় ?

ANS: পাটকে ‘ সোনালি ততু ’ বলা হয় ।

22. ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদক রাজ্য কোনটি ?

ANS:সাওপাওলো ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদন রাজ্য ।

23. রবিশস্য কাকে বলে ?

ANS: যেসব ফসলের চাষ শীতের প্রারম্ভে করা হয় ও বর্ষার শুরুতে ফসল তোলা হয় তাদের রবিশস্য বলে । যেমন — গম , তৈলবীজ ।

রচনাধর্মী প্রশ্ন

1 . সবুজ বিপ্লবের ফলে ভারতীয় কৃষির সুফলগুলি উল্লেখ করো । ভারতে নীল বিপ্লবের কারণ উল্লেখ করো ।

2. পূর্ব ভারতে লৌহ – ইস্পাত শিল্পের একদেশীভবনের কারণ লেখো । ভারতে রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো ।

3. শস্যসমন্বয় কী ? ভারতের বিভিন্ন শস্যসমন্বয় অঞ্চল চিহ্নিত করো ।

জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়)

1.কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে ?

 (A) আমেরিকা যুক্তরাষ্ট্র

(B) অস্ট্রেলিয়া

(C) জাপান

(D) জার্মানি

2.2011 – এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য

(A) পশ্চিমবঙ্গ

(B) কেরালা

(C) উত্তরপ্রদেশ

(D) বিহার

3.মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে বলে—

(A) মানুষ ষ – জমির অনুপাত

(B) জনঘনত্ব

(C) জমিঘনত্ব

(D) সম্পদ ঘনত্ব

4.জনঘনত্ব সাধারণত বেশি হয়—

(A) পর্বতে

(B) মালভূমিতে

(C) উপকূলে

(D) জঙ্গলে

5.বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 90 ভাগ মানুষ বাস করে স্থলভাগের মাত্র

(A) 10 %

(B) 20 %

(C) 15 %

(D) 30 % – স্থানে

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1 . ন্যাসপাতির মতো আকৃতিবিশিষ্ট জনসংখ্যা পিরামিড আছে এরূপ একটি দেশের নাম লেখো ।

ANS: ন্যাসপাতির মতো আকৃতিবিশিষ্ট জনসংখ্যা পিরামিজ আছে ব্রিটিশ যুক্তরাজ্যে ।

2. পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সর্বাধিক ?

ANS: পৃথিবীতে চিনের জনসংখ্যা সর্বাধিক ।

3. Bell – shaped age sex pyramid লক্ষ করা যায় কোন কোন দেশে ?

ANS: আমেরিকা যুক্তরাষ্ট্র , কানাডা ।

4. শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন কোন দেশে ?

ANS: ডেনমার্ক , নরওয়ে , জার্মানি , অস্ট্রেলিয়া ।

5. অস্ট্রেলিয়ার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত ?

ANS: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রতি বর্গ কিমিতে 11-50 জন ।

6. মেধাপ্রবাহ কী ?

ANS: উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী , শীর্ষব্যবস্থাপক , গবেষক , বিজ্ঞানী প্রমুখ মানুষের উন্নত দেশে দীর্ঘমেয়াদি স্থানান্তরকে মেধাপ্রবাহ বলে ।

7. নক্ষত্রাকার বসতি কাকে বলে ?

Ans: বৃত্তাকার বসতি যখন পায়ে চলা পথ বা অন্য সড়কপথ বরাবর ভিন্ন দিকে বিস্তৃত হয় । তখন ঐ বসতির আকার নক্ষত্রের মতো হয় ।

8. জনসংখ্যা পিরামিডের অনুভূমিক ও উল্লম্ব অক্ষ দিয়ে কী প্রকাশ করা হয় ?

ANS: উল্লম্ব অক্ষ দিয়ে বয়স ও অনুভূমিক অক্ষ দিয়ে নারী – পুরুষ ( ডানদিকে নারী ও বামদিকে পুরুষ ) প্রকাশ করা হয় ।

9. জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কী বোঝো ?

ANS: কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুহারের তুলনায় জন্মহার কমে গেলে কিংবা ওই স্থানের মানুষ অধিক সংখ্যায় অন্যত্র গমন করলে তাকে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলে ।

10. গ্লোবাল সিটি কাকে বলে ?

ANS: বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে এমন নগরগুলিকে গ্লোবাল সিটি , ওয়ার্ল্ড সেন্টার বা আলফা সিটি বলে ।

যেমন— লন্ডন , নিউইয়র্ক , মুম্বই প্রভৃতি ।

11. অপরিশোধিত জন্মহার কাকে বলে ?

ANS: কোনো দেশের বা অঞ্চলের একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার জনে নথিভুক্ত জীবিত শিশুর অনুপাতকে অপরিশোধিত জন্মহার বলে ।

রচনাধর্মী প্রশ্ন

 1. আয়তন অনুযায়ী পৌরবসতির শ্রেণিবিভাগ করো ।

 2. পৃথিবীর অসম জনবণ্টনের কারণ কী ?

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823