WB Gram Panchayet Recruitment 2024: কেমন করে আবেদন করবেন, জানুন বিস্তারিত

নির্বাচন আসন্ন সেই নিরিখে প্রকাশিত হল WB Panchayat Recruitment 2024। পশ্চিমবঙ্গের 14 টি রাজ্যের জেলাপরিষদে, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নিয়োগ করা হবে 6652 জন কর্মী। ইতিমধ্যে শুরু হয়ে গেছে WB Panchayat Recruitment 2024 এর আবেদন প্রক্রিয়া। আপনাদের সুবিধার্থে নিম্নে এই WB Panchayat Recruitment 2024 এর Important Date, Eligibility & Qualification, Syllabus & Exam Pattern, Vacancy, Selection Process, Application Process এবং প্রয়োজনীয় Documents সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থা Panchayat and Rural Development Department, West Bengal
অফিশিয়াল বিজ্ঞপ্তি 27 February 2024
আবেদন শুরু March 2024
আবেদন শেষ Nill
মোট শুন্যপদ  6652
বয়স 18 to 40 years
পরীক্ষার তারিখ Coming Soon
আবেদন ফি General ₹500 to ₹700
অফিশিয়াল ওয়েবসাইট prd.wb.gov.in

WB Gram Panchayet Recruitment 2024: Eligibility & Qualification

  1. নির্বাহী সহকারী:-
  • শিক্ষাগত যোগ্যতা – কম্পিউটারে স্নাতক ডিপ্লোমা
  • বেতন – 28900/- থেকে 74500/-

2. পঞ্চায়েত সহকারী:-

    • শিক্ষাগত যোগ্যতা – 8 পাশ বা মাধ্যমিক
    • বেতন –17000/- থেকে 43600/-

    3. নির্মাণ সহকারী:-

      • শিক্ষাগত যোগ্যতা – ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা বিটেক
      • বেতন – 28900/- থেকে 74500/-

      4. পঞ্চায়েত সহকারী:-

        • শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
        • বেতন – 21000/- থেকে 54000/-

        5 . সচিব:-

          • শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাস
          • বেতন – 22700-58500/-

          6. হিসাব সংরক্ষনকারি কর্মচারী:-

            • শিক্ষাগত যোগ্যতা – কম্পিউটার জ্ঞান সহ ইন্টারমিডিয়েট পাস অগ্রাধিকারযোগ্য
            • বেতন – 22700/- থেকে 58500/-

            7 . ব্লক ইনফরমেশন অফিসার:-

              • শিক্ষাগত যোগ্যতা – কম্পিউটার বা বিটেক বা ডিওইসি বি বা সি লেভেলে স্নাতক ডিপ্লোমা
              • বেতন – 32100/- থেকে 82900/-

              8. ক্লার্ক টাইপিস্ট:-

                • শিক্ষাগত যোগ্যতা – ইন্টারমিডিয়েট পাস টাইপিং দক্ষতা
                • বেতন – 32100/- থেকে 82900/-

                9. ডাটা এন্ট্রি অপারেটর:-

                  • শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাস সহ ডেটা এন্ট্রি অপারেটর প্রতি ঘন্টায় 6000 ডেটা এন্ট্রি দক্ষতা
                  • বেতন – 22700/- থেকে 58500/-

                  10. পিয়ন:-

                    • শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম ৮ম পাস
                    • বেতন – 17000/- থেকে 43600/-

                    11. জেলা তথ্য বিশ্লেষণ:-

                      • শিক্ষাগত যোগ্যতা – কম্পিউটারে ডিগ্রি কোর্স পাস ডিপ্লোমা বা DOEC এর একটি স্তর
                      • বেতন – 33400/- থেকে 86100/-

                      12. নিম্ন বিভাগের ক্লার্ক:-

                        • শিক্ষাগত যোগ্যতা – 50% নম্বর সহ মাধ্যমিক পাস
                        • বেতন – 22700/- থেকে 58500/-

                        13. স্টেনোগ্রাফার:-

                          • শিক্ষাগত যোগ্যতা – স্টেনোটাইপিং দক্ষতাসহ স্নাতক
                          • বেতন – 28900/- থেকে 74500/-

                          14. কাজের সহকারী:-

                            • শিক্ষাগত যোগ্যতা – 50% নম্বর সহ মাধ্যমিক পাস
                            • বেতন – 22700/- থেকে 58500/-

                            WB Gram Panchayet Recruitment 2024: Syllabus & Exam Pattern

                            Post Name Syllabus
                            নির্বাহী সহকারী ইংরেজি – 25, বাংলা – 25, পাটিগণিত – 25, জিকে – 10,  ইন্টারভিউ – 15
                            পঞ্চায়েত সহকারী ইংরেজি – 25, বাংলা – 25, পাটিগণিত – 25, জিকে – 10,  ইন্টারভিউ – 15
                            নির্মাণ সহকারী ইঞ্জিনিয়ারিং বিষয় – 65, ইংরেজি – 13 জিকে – 7 ইন্টারভিউ – 15
                            পঞ্চায়েত সহকারী ইংরেজি – 25, বাংলা – 25, পাটিগণিত – 25, জিকে – 10, ইন্টারভিউ – 15
                            সচিব ইংরেজি – 25, বাংলা – 25, পাটিগণিত – 25, জিকে – 10, ইন্টারভিউ – 15
                            হিসাব সংরক্ষনকারি কর্মচারী ইংরেজি – 20, বাংলা – 20, গণিত – 25, জিকে – 20, ইন্টারভিউ – 15
                            ব্লক ইনফরমেশন অফিসার   ইংরেজি – 10, বাংলা – 10, পাটিগণিত – 10, জিকে – 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন – 45, ইন্টারভিউ – 15
                            ক্লার্ক টাইপিস্ট ইংরেজি – 20, বাংলা – 20, গণিত – 25, জিকে – 20, ইন্টারভিউ – 15
                            ডাটা এন্ট্রি অপারেটর   ইংরেজি – 20, গণিত – 25, বাংলা – 20, জিকে – 20, ইন্টারভিউ – 15
                            পিয়ন   ইংরেজি – 10, বাংলা – 13, সংখ্যাসূচক – 10, জিকে – 10, ইন্টারভিউ – 7
                            জেলা তথ্য বিশ্লেষণ ইংরেজি – 10, বাংলা – 10, সংখ্যাসূচক – 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন – 25, ব্যবহারিক – 20, ইন্টারভিউ – 15
                            নিম্ন বিভাগের ক্লার্ক ইংরেজি – 20, বাংলা – 20, গণিত – 25, জিকে – 20, ইন্টারভিউ – 15
                            স্টেনোগ্রাফার ইংরেজি – 15, বাংলা – 15, গণিত – 15, জিকে – 10 ডিকটেশন – 15, টাইপিং টেস্ট – 15, ইন্টারভিউ – 15
                            কাজের সহকারী ইংরেজি – 20, বাংলা – 20,  গণিত – 25, জিকে – 20, ইন্টারভিউ – 15

                            WB Gram Panchayet Recruitment 2024: Vacancy

                            Name of District Vacancy
                            উত্তর দিনাজপুর 200
                            দক্ষিণ দিনাজপুর 331
                            শিলিগুড়ি 25
                            দার্জিলিং 539
                            জলপাইগুড়ি 151
                            কোচবিহার 151
                            কালিংপং 151
                            আলিপুর দুয়ার 96
                            মালদা 102
                            মুর্শিদাবাদ 133
                            দক্ষিণ ২৪ পরগণা 484
                            উত্তর ২৪ পরগণা 379
                            পুরুলিয়া 311
                            পূর্ব মেদিনীপুর 238
                            পশ্চিম মেদিনীপুর 97
                            পশ্চিম বর্ধমান 485
                            পূর্ব বর্ধমান 238
                            নদিয়া 486
                            ঝাড়্গ্রাম 200
                            হাওড়া 103
                            হুগলী 104
                            বীরভূম 129
                            বাঁকুড়া 541

                            WB Gram Panchayet Recruitment 2024: Selection Process

                            1. লিখিত পরীক্ষা
                            2. ইন্টারভিউ

                            WB Gram Panchayet Recruitment 2024: Application Process

                            গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এবং জেলা পরিষদে 6652 ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য বর্তমানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির (DLSC)  একটি ওয়েব পোর্টাল খোলা হয়েছে এই WB Gram Panchayet Recruitment 2024 এর Registration করা যাবে। পরবর্তীকালে এটি আপডেট করা হবে যা বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে।

                            WB Gram Panchayet Recruitment 2024: প্রয়োজনীয় Documents

                            এই WB Gram Panchayet Recruitment 2024 এর আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন সেগুলি হল – 

                            1. Aadhar Card
                            2. Mobile Number
                            3. Passport Size Photo
                            4. Signature
                            5. Last Qualification Marksheet
                            Subhajyoti Karmakar
                            Subhajyoti Karmakar

                            পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

                            Articles: 821

                            Leave a Reply

                            Your email address will not be published. Required fields are marked *