Bankura Rural Library Recruitment 2023: প্রচুর লাইব্রেরিয়ান নিয়োগ শুরু হয়ে গেলো বাঁকুড়া জেলাতে!

Librarian এর পেশা টি বরাবর আকর্ষণীয় আমাদের কাছে। এবার রাজ্য সরকার নিয়ে এলো রাজ্যের বিভিন্ন জেলায় Rural Library তে কাজের সুবর্ণ সুযোগ। শুধুমাত্র Library Information Science পাস করলেই রাজ্যের আবেদনকারীর আবেদন করতে পারবে বিভিন্ন জেলার Rural Library Recruitment এ। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানতে চলেছি, সদ্য প্রকাশিত Bankura Rural Library Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত।

Bankura Rural Library Recruitment 2023 Overview:-

Recruiting Organization Government of West Bengal Office of the District Library Office Bankura 
Post Name Rural Librarian (Group C)
Vacancy 31
Salary 58,500 পর্যন্ত
Job Location Bankura 
Job Type State Government Job
Last Date 15/06/2023
Mode of Application Online 
Official Website https://bankura.gov.in/  

Bankura Rural Library Recruitment 2023 Important Dates:- 

Bankura Rural Library Recruitment 2023 Online Application Starting 31/05/2023
Bankura Rural Library Recruitment 2023 Online Application Closing 15/06/2023
Exam   

Bankura Rural Library Recruitment 2023 Vacancy সংখ্যা:-

প্রাপ্ত তথ্য অনুযায়ী এই Recruitment এর মাধ্যমে 31 জন কে Rural Librarian পদে নিয়োগ করা হবে Bankura জেলার বিভিন্ন Library তে। Category অনুযায়ী Vacancy এর সমন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা অফিসিয়াল Notice টি Download করুন।

Bankura Rural Library Recruitment 2023 Eligibility:- 

Language:- 

আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষা জানতে হবে।

Education Qualification:-

  • আবেদনকারীকে অবশ্যই যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম Higher Secondary পাস করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই Library এবং Information Science এ Bachelor’s Degree অর্জন করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোন Training Centre থেকে উক্ত বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 
  • আবেদনকারীকে অবশ্যই Computer ভালো ভাবে চলাতে জানতে হবে এবং Computer Application এর Certificate থাকতে হবে। 

Bankura Rural Library Recruitment 2023 তে আবেদনের জন্য Age Limit:- 

Official Notice অনুসারে 01/01/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে পারে 18 থেকে 40 এর মধ্যে। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন।

Category  Age Relaxation 
ST/SC 5
OBC  3
PwD  10

Bankura Rural Library Recruitment 2023 Salary:-

Pay Level 6 ROPA 2019 অনুযায়ী আবেদনকারীরা Salary প্রদান করা হবে, এই ক্ষেত্রে Basic Pay হতে পারে 22,700 থেকে 58,500 এর মধ্যে। Salary সমন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা হলো।

Pay Level 6
Pay Scale 22,700 থেকে 58,500 এর মধ্যে
HRA 2724/-(12%  Of Basic)
Medical 500
DA 1362/- (6% According to WB GOVT)

Bankura Rural Library Recruitment 2023 Application Fee:-

Not Applicable

Bankura Rural Library Recruitment 2023 Application Process:-

Bankura Rural Library Recruitment 2023 এর জন্য আবেদন আবেদনকারীরা একমাত্র Online মাধ্যমেই করতে পারবে, নিম্নে Application Process এর সমন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • Download Section থেকে প্রদান করা লিঙ্কে ক্লিক করুন।
  • প্রয়োজন অনুযায়ী তথ্য প্রদান করুন Personal Details, Educational Qualification, Professional Qualification, Computer Knowledge, Working Experience, ইত্যাদি বিভাগে।
  • প্রয়োজনীয় Documents আপলোড করুন JPG বা PDF ফরমেটে (নির্দেশ অনুযায়ী)।
  • একবার যাচাই করে দেখে নিন সমস্ত তথ্য ঠিক প্রদান করেছেন কিনা ।
  • যদি ঠিক থাকে তাহলে এবার Captcha Code পূরণ করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
  • এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।

Bankura Rural Library Recruitment 2023 তে আবেদনের জন্য Important Documents:-

  • Passport Size Photograph
  • Signature
  • Age Proof
  • Higher Secondary Marksheet
  • Bachelor’s in Library Science Certificate 
  • Reservation Certificate
  • Experience Certificate

Bankura Rural Library Recruitment 2023 Selection Process:-

Written Test, Computer Test ও Personal Interview এই তিন মাধ্যমে এই Recruitment এর Selection সম্পূর্ণ হবে।

Bankura Rural Library Recruitment 2023 Official Notification Download Link Click Here 
Apply Now Click Here
Official Website Click Here
Google News Follow Us
Join Us on Telegram Click Here

FAQ:-

1. Bankura Rural Library Recruitment 2023 Official Website কোনটি?
ANS:-  https://bankura.gov.in/    
2. Bankura Rural Library Recruitment 2023 Vacancy সংখ্যা কত?
ANS:- 31 জন
3. Bankura Rural Library Recruitment 2023 Salary কত?
ANS:- 58,500 পর্যন্ত
4. Bankura Rural Library Recruitment 2023 Last Date কবে? 
 ANS:- 15/06/2023

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823