মাধ্যমিক পাস করেই এখন পেয়ে যান ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এ চাকরী | Barrackpore Cantonment Board Recruitment 2023 Salary Upto 28,900, Last Date, Direct Link more!
Barrackpore Cantonment Board এর পক্ষ থেকে শিক্ষক নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।Official Notice অনুযায়ী Assistant Teacher, Lower Division Clerk, Stenographer পদে শূন্য পদ পূরণের জন্য যোগ্য আবেদনকারীদের আহব্বান জানানো হয়েছে Officicatil Notice এর মাধ্যমে । তাই Recruitment সম্বন্ধে বিস্তারিত জানতে সম্পূর্ণ নিবন্ধ টি খুব মনোযোগ দিয়ে পড়ুন।
Assistant Teacher:- আবেদনকারীদের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে 45% নম্বর নিয়ে এবং 2 বছরের Diploma Degree সহ B.El.Ed/B.Ed অথবা D.El.Ed/ B.Ed + TET/CTET পাশ করতে হবে।
Lower Division Clerk:- আবেদনকারীদের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং অন্তত 6 মাসের Computer Course এর Certificate সহ English ও Hindi ভাষা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে+ Computer Typing এ জানতে হবে।
Stenographer:- আবেদনকারীদের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং English ও Hindi ভাষা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে+ Computer Typing এ জানতে হবে।
Barrackpore Cantonment Board Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fee Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Barrackpore Cantonment Board Recruitment 2023 এর জন্য আবেদন শুধুমাত্র Online মাধ্যমেই সম্ভব। নিম্নে Application Process এর সমন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
সর্বপ্রথম Cantonment Board Barrackpore এর Official Website এ যান।
Homepage থেকে Recruitment অপশনে ক্লিক করুন।
আপনি যেই Post এর জন্য আবেদন করবেন সেটির পাসে থাকা Action বাটনে ক্লিক করুন।
Recruitment Overview থেকে একবার দেখে নাও সব তথ্য এবং Tick Mark দিয়ে Proceed বাটনে ক্লিক করুন।
Personal Information, Address, Qualification, Experience ইত্যাদি Details প্রদান করুন।
Photo ও Signature আপলোড করুন JPG/JPEG/PNG ফরমেটে।
Declaration প্রদান করুন এবং সঙ্গে Captcha প্রদান করে Submit বাটনে ক্লিক করুন।
পরের Page এ আপনার সামনে আসবে একটি Auto Generated ID , এখন আপনাকে প্রদান করতে হবে Application Fees।
এখন আপনার Application সম্পূর্ণ হয়েছে এবার Application Form টি Download করুন এবং প্রয়োজন অনুযায়ী A4 Size Paper এ Print Out কপি বের করুন।
চারটি পর্যায়ে সম্পন্ন হবে এই Barrackpore Cantonment Board এর Recruitment Selection Process যথা :- 1) Interview 2) Skill Test, 3) Physical Test 4) Documents Verification।
Barrackpore Cantonment Board Recruitment 2023 Important Links:-
Barrackpore Cantonment Board Recruitment 2023 Official Notification Download Link
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
Subhajyoti Karmakar
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।