ব্যাংকিং পরিষেবার সঙ্গে জনকল্যাণমূলক পরিসেবার ক্ষেত্রে HDFC Bank অগ্রগণ্য। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় সাহায্য করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আগে আলোচনা করেছি এইরকম এক পদক্ষেপ HDFC Bank Parivartan ECS Scholarship এর সমন্ধে আজ আমরা জানতে চলেছি অপর এক পদক্ষেপ HDFC Ltd Badhte Kadam Scholarship এর সমন্ধে।
সূচি
HDFC Ltd’s Badhte Kadam Scholarship কী ?
HDFC Ltd’s Badhte Kadam Scholarship হল Corona অতিমারী এর কারণে প্রভাবিত পরিবারের শিক্ষার্থীদের প্রদেয় বেসরকারি Scholarship গুলির মধ্যে অন্যতম একটি। এই Scholarship প্রদান করে থাকে HDFC Bank Ltd। Madhyamik এবং Higher Secondary স্তর (9th থেকে 12th পর্যন্ত ), General Undergraduate Degree এবং বিভিন্ন প্রকারের Professional Undergraduate Degree তে পড়াশোনা করছে, কিন্তু Corona মহামারীর কারণে হয়তো তাদের অভিভাবক মারা গেছেন অথবা অভিভাবকদের চাকরি চলে গেছে এমন শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বার্ষিক বৃত্তি প্রদান করে থাকে HDFC Bank এই প্রকল্পের মাধ্যমে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
HDFC Ltd’s Badhte Kadam Scholarship প্রদানের উদ্দেশ্য কি ?
এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো সেই সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে এবং পড়াশুনার Degree সম্পন্ন করতে সাহায্য করা যারা বিগত Corona কালীন সময়ে তাদের পিতামাতা অথবা অভিভাবক কে হারিয়েছে।
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে 9th থেকে শুরু করে স্নাতক শ্রেণি পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা বিগত করণা অতিমারীর সময়ে COVID-19 রোগে আক্রান্ত হওয়ার কারণে তাদের পিতা অথবা মাতা অথবা পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তিকে হারিয়েছে, কিংবা Corona পরিস্থিতিতে যে সমস্ত শিক্ষার্থীদের অভিভাবকদের চাকরি অথবা উপার্জনের রাস্তা গুলি বন্ধ হয়ে গেছে তারা তাদের পড়াশোনা চালিয়ে যাবার জন্য এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর Important Dates :-
HDFC Badhte Kadam Scholarship Application Starting Date | – |
HDFC Badhte Kadam Scholarship Application Closing Date | 15/01/2022 |
Swami Vivekananda Scholarship2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর Distribution Process:-
Scholarship এর জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট সময়ে সরাসরি তাদের নিজস্ব Bank Account অথবা তাদের পিতা-মাতা-অভিভাবকের Bank Account এ Scholarship এর টাকা প্রদান করা হবে।
Types of HDFC Ltd’s Badhte Kadam Scholarship (এর ধরণ):-
এই Scholarship টি 3 টি পদ্ধতিতে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় –
- Madhyamik এবং Higher Secondary স্তরের শিক্ষার্থীদের জন্য ।
- বিদ্যালয়ের উর্ধ স্তরে অর্থাৎ Undergraduate Degree এর শিক্ষার্থীদের জন্য ।
- Undergraduate Degree তে বিভিন্ন প্রকারের Technical Degree অথবা Professional Degree তে পাঠরত শিক্ষার্থীদের জন্য ।
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর Selection Process :-
আবেদন গুলি গ্রহণ করার পরে যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ এবং যাদের Scholarship এর প্রয়োজন , এই সমস্ত প্রার্থীদের নামগুলি আলাদা একটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপরে এই সমস্ত শিক্ষার্থীদের ফোন কলের মাধ্যমে একটি Interview নেওয়া হবে এবং Scholarship এর জন্য নির্বাচন করা হবে।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর Scholarship Amount :-
গ্রামে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য বছরে 15000 টাকা এখন শহরে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের জন্য বছরে 20000 টাকা প্রদান করা হয়, Undergraduate কোর্সের শিক্ষার্থীদের বার্ষিক 40000 টাকা প্রদান করা হয়
এই Scholarship এর মাধ্যমে প্রদেয় অর্থ শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। যেমন টিউশান ফি, হোস্টেল ফি, খাওয়ার খরচ, ইন্টারনেটের খরচ, অনলাইন ক্লাস করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার খরচ, বই কেনার খরচ কিংবা অন্যান্য কিছু প্রয়োজনীয় দ্রব্য কেনার খরচ।
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর Eligibility Criteria:-
- এই Scholarship এর জন্য আবেদন করতে হলে প্রথমত একজন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং Madhyamik থেকে Higher Secondary পর্যন্ত কোন একটি সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
- যে সমস্ত শিক্ষার্থীদের পিতা অথবা মাতার অথবা দুইজনেই করণা আক্রান্ত হয়ে মারা গেছেন তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
- এছাড়াও যদি কোনো শিক্ষার্থীর পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি করনা আক্রান্ত হয়ে মারা যায় অথবা করণা প্রতিবাদের কারণে ওই ব্যক্তির চাকরি বা উপার্জন চলে যায় তবে তারাও এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে 6 Lakh টাকার কম।
- তবে HDFC Bank এবং Buddy4Study এর যে কোন বিভাগে কর্মরত কর্মীদের সন্তানেরা অথবা তার পরিবারের কোনো শিক্ষার্থী এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে না।
- বিদ্যালয় স্তরে এর ওপরে অর্থাৎ আন্ডারগ্রাজুয়েট (B.Com., B.Sc., B.A., BCA ইত্যাদি) Course এর জন্য HDFC Ltd’s Badhte Kadam Scholarship
Nabanna Scholarship (নবান্ন বৃত্তি 2021-2022) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Undergraduate এর ক্ষেত্রে Eligibility Criteria:-
- একজন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং Undergraduate Degree তে কোন Professional Degree এর জন্য অর্থাৎTech., MBBS, LLB, B.Arch., Nursing ইত্যাদি বিষয়ে কোন একটি সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
- যে সমস্ত শিক্ষার্থীদের পিতা অথবা মাতা অথবা দুইজনেই করণা আক্রান্ত হয়ে মারা গেছেন তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
- এছাড়াও যদি কোনো শিক্ষার্থীর পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি করনা আক্রান্ত হয়ে মারা যায় অথবা করণা প্রতিবাদের কারণে ওই ব্যক্তির চাকরি বা উপার্জন চলে যায় তবে তারাও এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে 6 Lakh টাকার কম।
- তবে HDFC Bank এবং Buddy4Study এর যে কোন বিভাগে কর্মরত কর্মীদের সন্তানেরা অথবা তার পরিবারের কোনো শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
Inspire Scholarship এর মাধ্যমে পেয়ে যান সহজেই পেয়ে যান বার্ষিক 80 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর Application Process :-
- যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন “https://www.buddy4study.com/user-info?url=%2Fpage%2Fhdfc-ltds-badhte-kadam-scholarship“
- লিংকে ক্লিক করলে HDFC Bank Parivartan’s COVID Crisis Support Scholarship এর হোমপেজটি ওপেন হবে,
- এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
- Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID তৈরি করতে হবে এবং এই ID দিয়ে Scholarship এর জন্য Log In করতে হবে।
- এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
- ‘Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’ বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে। সমস্ত ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
Begum Hazrat Mahal National Scholarship এর জন্য কেমন করে আবেদন করবেন ?
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর আবেদনের জন্য Important Documents:-
আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি পোর্টালে আপলোড করতে হবে –
- বিগত বছরের পরীক্ষার ফলাফলের Marksheet।
- একটি সরকার স্বীকৃত পরিচয় পত্র (Aadhar Card , Voter Card, Pan Card বা Driving Licance হতে পারে),
- চলতি বছরে প্রদান করা Admission Fees এর Recipt Copy
- হসপিটাল, মেডিকেল স্টোর কিংবা ডাক্তারের থেকে গৃহীত একটি Death Certificate যেখানে আবেদনকারীর পিতা মাতা অথবা পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে COVID-19 এর উল্লেখ থাকবে।
- এমন 2 জন ব্যক্তি থেকে একটি শংসাপত্র গ্রহণ করতে হবে যিনি পরিবারের আর্থিক সংকটের ব্যাপারে জানেন যেমন স্কুল শিক্ষক, ডাক্তার, স্কুল প্রধান, কলেজের প্রধান অথবা একজন সরকারি কর্মকর্তা।
- Bank Account সংক্রান্ত তথ্য,
- আবেদনকরীর Passport Size Photo
LIC Scholarship 2021 | Application Form, Amount, Eligibility Criteria, How To Apply?
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর Bank Account Related Details:-
Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে। তবে বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের নিজেদের নামে Bank Account না থাকলেও চলবে তাদের পিতামাতা বা যেকোনো অভিভাবকের Bank Account থাকলে চলবে, কিন্তু বিদ্যালয়ের ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য নিজেদের নামে Bank Account থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন Bank Account এর সঙ্গে Aadhar Number সংযুক্ত থাকে।
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর Terms and Conditions :-
- ভারতবর্ষের কোন স্থায়ী বাসিন্দা ভারতবর্ষের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তবে তারা এই Scholarship পাবে।
- Scholarship এর টাকা শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্টে প্রদান করা হবে না, প্রত্যেক বর্ষের টিউশন ফি হিসেবে এই টাকা কলেজের একাউন্টে জমা পড়বে।
- ডিসটেন্স মোডে পড়াশোনা করার ক্ষেত্রে এই Scholarship প্রদান করা হয় না, এই Scholarship শুধুমাত্র Regular Besis এর ছাত্র-ছাত্রীদের জন্য।
- আবেদনপত্র প্রত্যাখ্যান করা কিংবা আবেদনপত্র বাতিল করে দেওয়া, Scholarship প্রক্রিয়া সংশোধন বা স্থগিত রাখার সমস্ত অধিকার HDFC Bank এর আছে।
- ভুল তথ্য দিয়ে আবেদনপত্র জমা করলে কিংবা Scholarship প্রকল্পের শর্তাবলী লংঘন করলে Scholarship বন্ধ হতে পারে।
HDFC Ltd’s Badhte Kadam Scholarship এর Contact Details:-
Scholarship সংক্রান্ত কোন বিষয়ে শিক্ষার্থীদের যদি কোন প্রশ্ন থাকে কিংবা কিছু বলার থাকে তবে তারা নিম্নলিখিত মাধ্যমগুলির দ্বারা তাদের বক্তব্য পেশ করতে পারবে –
- 011-430-92248 (Ext- 270) (6PM)
- hdfcbadhtekadam@buddy4study.com
FAQ:-
1. HDFC Ltd’s Badhte Kadam Scholarship আবেদন এর Last Date ?
ANS:- 15/02/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।