Indian Army তে প্রচুর JCO পদে নিয়োগ | Indian Army JCO Recruitment 2023 Notification, Last Date, Eligibility, Process more!

Indian Army তে চাকরির স্বপ্ন অনেকেরই থাকে। যদি আপনারও স্বপ্ন থাকে Indian Army তে যোগদান করে দেশ সেবা করার এবং ধর্ম সমন্ধে যদি আপনার আগ্রহ থাকে তাহলে তো আজকের আর্টিকেলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কিছুদিন আগেই Indian Army JCO Recruitment 2023 প্রকাশ করেছে। এই আর্টিকেল এ আমারা এই Notification সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব।

Indian Army JCO Recruitment 2023 Overview:-

Recruiting Organisation Indian Army 
Post Name Junior Commissioned Officers (JCO), Havildar 
Vacancy   
Salary  48,584
Job Type Central Govt. Defence Job 
Job Location Not Applicable 
Last Date 15/03/2023
Mode of Application Online 
Official Website https://www.joinindianarmy.nic.in/ 

Indian Army JCO Recruitment 2023 Important Dates:-

Indian Army JCO Recruitment 2023 Official Notification Releasing  16/02/2023
Indian Army JCO Recruitment 2023 Online Application Starting  16/02/2023
Indian Army JCO Recruitment 2023 Online Application Closing  15/03/2023
Last Date of Payment Application Fee  15/03/2023

Indian Army JCO Recruitment 2023 Vacancy সংখ্যা:-

এই সম্বন্ধে এখনো বিস্তারিত জানানো হয় নি। 

Indian Army JCO Recruitment 2023 Eligibility:-

Educational and Additional Qualification:-

আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation পাস করতে হবে।

  • Pandit/Pandit (Gorkha)for Gorkha Regiments :- আবেদনকারীকে হিন্দু হতে হবে এবং যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Sanskrit এ Shastri/ Acharya Degree এবং সঙ্গে ‘Karam Kand’এ এক বছরের Diploma Degree অর্জন করতে হবে।
  • Granthi:-আবেদনকারীকে Sikh হতে হবে এবং যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Sanskrit এ Shastri/ Acharya Degree এবং সঙ্গে ‘Karam Kand’এ এক বছরের Diploma Degree অর্জন করতে হবে।
  • Maulvi:- আবেদনকারীকে Muslim ধর্মাবলম্বী হতে হবে এবং যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো Degree অর্জন করতে হবে এবং সঙ্গে Arabic এ Alim, বা Adeeb-e-Mahir/ Urdu Mahir Urdu জানতে হবে। 
  • Padre:- আবেদনকারীকে Christian ধর্মাবলম্বী হতে হবে এবং যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো Degree অর্জন করতে হবে এবং সঙ্গে সেই ব্যক্তিকে উপযুক্ত ধর্মযাজক কর্তৃপক্ষ দ্বারা যাজকত্ব নিযুক্ত করা উচিত এবং স্থানীয় বিশপের অনুমোদিত তালিকায় থাকা উচিত।
  • Buddhist:- আবেদনকারীকে Buddhist হতে হবে এবং যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো Degree অর্জন করতে হবে এবং সঙ্গে সেই ব্যক্তিকে Monk/Budhist Priest দ্বারা নিযুক্ত করা উচিত এবং স্থানীয় Priest দের অনুমোদিত তালিকায় থাকা উচিত।প্রধান পুরোহিতকে Khanpa বা Lopon  বা Rajbam এ PdD Degree  অর্জন করতে হবে।
  • Havildar (SAC):-  আবেদনকারীকে Science Steam এ Higher Secondary পাস করতে হবে এবং Mathematics সহ B.Sc Degree অর্জন করতে হবে তাছাড়া BE বা B.Tech Degree অর্জন করতে হবে Civil/Electronic / Electrical/ Instrumentation/ Mechanical/ Computer Technology/ Computer Science তে।

Indian Army JCO Recruitment 2023 আবেদনের জন্য Age Limit:-

আবেদনকারীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে হবে যথাক্রমে 37 এবং 25 বছর ।Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

Indian Army JCO Recruitment 2023 Salary:-

Pay Level 6 ও 7th CPC Pay Matrix অনুযায়ী Salary প্রদান করা হবে । এক্ষেত্রে Salary শুরু হবে 35400 থেকে।

Indian Army JCO Recruitment 2023 Application Fee:-

Not Applicable 

Indian Army JCO Recruitment 2023 Application Process:-

Indian Army JCO এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।

  • সর্বপ্রথম ভিজিট করুন Indian Army এর অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in/
  • Homepage থেকে JCO অপশনে ক্লিক করুন।
  • সর্বপ্রথম Eligibility Check করে নিন আপনি আবেদন করতে পারবেন কি?
  •  যদি Eligible হয়ে থাকেন  তাহলে পাশে থাকা Registration অপশনে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য প্রদান করে সম্পূর্ণ করুন আপনার Registration।
  • Registration সম্পূর্ণ হয়ে গেলে আগের অপশনে ফিরে আসুন এবং  ক্লিক করুন Log In /Apply Online অপশনে।
  • আপনার User Name, Password ও Captcha Code টি প্রদান করুন।
  • Attach করুন প্রয়োজনীয় Documents গুলি এবং প্রদান করুন Application Fees।
  • এখন Submit বাটনে ক্লিক করুন।
  • Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য Print Out কপি ও বের করে রাখতে পারেন।

Indian Army JCO Recruitment আবেদনের জন্য Important Documents:-

  • Educational Qualification সম্মিলিত Admit Card বা Marksheet।
  • আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা Photo 10 থেকে 50 KB এর মধ্যে।
  • Domicile Certificate
  • Left Thumb Impression 10 থেকে 50 KB এর মধ্যে।
  • Signature 10 থেকে 50 KB এর মধ্যে।
  • আবেদনকারীর বয়স 18 বছরের কম হলে তার অভিভাবকের Signature।

Indian Army JCO Recruitment 2023 Selection Process:-

তিনটি পর্যায়ে সম্পন্ন হবে Indian Army JCO এর নিয়োগ যথা:-

  • Screening Test
  • Written Exam 
  • Interview

Indian Army JCO Recruitment 2023 Important Links:- 

Indian Army JCO Recruitment 2023 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. Indian Army JCO Recruitment 2023 Official Website কি ?
ANS:- https://joinindianarmy.nic.in/
2. Indian Army JCO Recruitment এর জন্য আবেদন এর Starting Date কি ?
ANS:-16/02/2023
3. Indian Army JCO Recruitment 2023 Last Date কি ?
ANS:- 15/03/2023
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Indian Army JCO Recruitment 2023 এর মাধ্যমে ?
ANS:- 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823