Kolkata Police Constable Recruitment 2022 (KPRB) | কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ : Notification, Vacancy, Last Date, Syllabus & more in Bengali!

কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2022  |  Kolkata Police Constable Salary  | Kolkata Police Constable Syllabus |  Kolkata Police Constable  Syllabus | KP Constable Recruitment 2022  | KP Recruitment 2022  | কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ  | kprb.kolkatapolice.gov.in 2022  | West Bengal Police Recruitment 2022  | kolkata police constable recruitment 2022 | Kolkata Police Constable Recruitment 2022 Apply Online

বহুল পরীক্ষিত Kolkata Police Constable Recruitment আজকেই প্রকাশিত হয়ে গেল । Corona সহ অন্যান্য বেশ কিছু সমস্যার কারনে দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়েছিল এই Recruitment । সময়ে সময়ে উঠে এসেছে এই Recruitment সংলগ্ন বিভিন্ন আপডেট ভ্রান্ত প্রমাণিত হয়েছে।Kolkata Police এ যোগদান আপনার যদি স্বপ্ন হয়ে থাকে অবশ্যই সম্পন্ন আর্টিকেলটি পড়ুন।প্রয়োজনে আমাদের জানান আপনাদের সমস্যা চেষ্টা করব আপনাদের সঙ্গে সমস্ত সমস্যা সমাধান করার ।

Kolkata Police Constable Recruitment 2022 Important Dates:-

Kolkata Police Constable Recruitment Online Application Starting 

29/05/2022

Kolkata Police Constable Recruitment Online Application Closing 

27/06/2022

Correction Window Opening 

01-07/7/2022

Kolkata Police Constable Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Category 

Number of Vacancies

Male Constable 

Lady Constable 

Unreserved (UR)

283

227

UR [EC]

87

133

UR [HG]

94

75

UR [CIVIC Volunteers]

59

48

UR (Sports Quota)

23

19

Schedule Tribe (ST)

76

17

ST [EC]

59

14

ST [HG]

38

8

ST [CIVIC Volunteers]

38

8

Schedule Caste (SC)

216 

79

SC [EC]

130

47

SC [HG]

66

24

SC [Civic Volunteers]

44

16

Other Backward Classes – A (OBC – A)

51

36

OBC – A [EC]

35

26

OBC – A [HG]

26

17

OBC – A [Civic Volunteers]

12

8

Other Backward Classes – B (OBC – B)

33

23

OBC – B [EC]

17

15

OBC – B [HG]

12

8

OBC – B [Civic Volunteers] 

11

8

Total 

1410

856

Kolkata Police Constable Recruitment 2022 Eligibility:-

Educational Qualification:- 

Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik তথা সমমানের Exam পাস পলে আবেদনকারীরা আবেদন করতে পারবে এই Recruitment এর জন্য।

Language:-

আবেদনকারীকে বাংলা ভাষা লিখতে এবং পড়তে উভয় জানতে হবে।

Kolkata Police Constable Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

01/01/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে। এই সম্বন্ধে নিম্নে আলোচনা করা হল।

Category 

Age Relaxation 

ST/SC

5

OBC

3

Kolkata Police Constable Recruitment 2022 Salary:- 

Pay Level 6 অনুযায়ী Salary প্রদান করা হবে । এক্ষেত্রে আপনার Salary হতে পারে 22,700 থেকে শুরু যা ভবিষ্যতে বেড়ে দাঁড়াতে পারে 58500 পর্যন্ত। এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।

Kolkata Police Constable Recruitment 2022 Application Fees:-

প্রয়োজনীয় Application Fees আবেদনকারীদের Online মাধ্যম যেমন Credit Card, Debit Card,Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে।

Category 

Application Fees with Processing Fees

General/ OBC/ EWS

170

ST/SC

20

Kolkata Police Constable Recruitment 2022 Application Process:-

পাওয়া তথ্য অনুযায়ী এই Recruitment টি West Bengal Police Recruitment Board এর মাধ্যমে গ্রহণ করা হবে। তাই আপনারা WBP এর Official Website থেকেই আবেদন করতে পারবেন Kolkata Police Constable Recruitment 2022 এর জন্য।

Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি WBPRB এর পক্ষ থেকে Application এর জন্য Sahaj Mitra Kendra এর মাধ্যমে Submission এর ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেছে। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার নিকটস্থ সহজ তথ্য মিত্র কেন্দ্র থেকে Application এর । আপনার নিকটস্থ  Sahaj Mitra Kendra সম্বন্ধে জানার জন্য আর্টিকেলে নিচের দিকে থাকা Download Section থেকে Download করুন।

  • সর্বপ্রথম ভিজিট করুন West Bengal Police Recruitment Board এর Official Website।
  • Homepage এর উপরে কোণের দিকে থাকা Recruitment অপশনে ক্লিক করুন।
  • আপনার সামনে চলে আসবে Recruitment to the posts of Constables/ Lady Constables in Kolkata Police – 2022 অপশনটি এর পাশে থাকা Get Details লিংকে ক্লিক করুন।
  • আবেদন করার পূর্বে প্রয়োজনীয় সমস্ত তথ্য জেনে নিন এবং ক্লিক করুন উপরে থাকা Application লিংকে। (Fresh Application Direct Link আপনারা পেয়ে যাবেন আর্টিকেল এর নিচের দিকে থাকা Download Section এ )।
  • প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য প্রদান করে Application Form টি পূরণ করুন।
  • আপনার Passport Size Color Photo ও Signature JPG ফরমেটে আপলোড করুন।
  • একবার মিলিয়ে নেন শব্দোত্তর ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে Submit বাটনে ক্লিক করুন। 
  • Online এ আপনার সুবিধামতো মাধ্যমে Application Fees প্রদান করুন।
  • প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।

Kolkata Police Constable Recruitment 2022  আবেদনের জন্য Important Documents:-

  • আবেদনকারীর Color Passport Size Photo JPG ফরমেটে 50 KB এর মধ্যে।
  • আবেদনকারীর Full Signature JPG ফরমেটে 50 KB এর মধ্যে।

Kolkata Police Constable Recruitment 2022 এর Selection Process:- 

Kolkata Police Constable এর Recruitment Process সম্পন্ন হবে চারটি পর্যায়ে। যথা:-

  • Preliminary Exam,
  • Physical Endurance & Measurement Test
  • Mains Exam
  • Interview

বিশেষ দ্রষ্টব্য Interview এর পরে পাস করা প্রার্থীদের একটি Merit List প্রস্তুত করা হবে । পরবর্তী কালে এই Merit List এর ভিত্তিতেই প্রার্থীদের Recruit করা হবে।

Kolkata Police Constable Recruitment 2022 Exam Pattern:- 

Kolkata Police Constable Recruitment 2022 Preliminary Exam Pattern:-

  • Subjects:- General Awareness and General Knowledge, Elementary Mathematics (Madhyamik standard) ,Reasoning এই তিন টি Subjects এই Exam গ্রহণ করা হবে।
  • Question Pattern:- সমস্ত প্রশ্ন হবে MCQ Type এর।
  • Duration:- পরীক্ষার্থীরা হাতে পাবে 1 ঘন্টা তথা 60 Minutes সময়।
  • Total Question:- মোট 100 টি প্রশ্ন থাকবে চারটি Subjects থেকে।
  • Marking Scheme:- প্রতি সঠিক উত্তরের পরীক্ষার্থী পাবেন 1 নম্বর।
  • Negative Marking:- হ্যাঁ অবশ্যই, প্রতি Question ভুল করলে 0.25 বা চারটি Question ভুল করলে 1 নম্বর কাটা হবে।
  • Language:- Bengali ও Nepali উভয় ভাষায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।

Subject

No. of Questions

Marks 

Duration

General Awareness and General Knowledge 

40

40

60 Minutes

Elementary Mathematics (Madhyamik standard)

30

30

Reasoning 

30

30

Total 

100

100

Kolkata Police Constable Recruitment 2022 Mains Exam Pattern:-

  • Subjects:- General Awareness and General Knowledge, English,Elementary Mathematics (Madhyamik standard), Reasoning and Logical Analysis এই পাঁচটি Subjects এই Exam গ্রহণ করা হবে Mains Exam।
  • Question Pattern:- সমস্ত প্রশ্ন হবে MCQ Type এর।
  • Duration:- পরীক্ষার্থীরা হাতে পাবে 1 ঘন্টা তথা 60 Minutes সময়।
  • Total Question:- মোট 85 টি প্রশ্ন থাকবে পাঁচটি Subjects থেকে।
  • Marking Scheme:- প্রতি সঠিক উত্তরের পরীক্ষার্থী পাবেন 1 নম্বর।
  • Negative Marking:- হ্যাঁ অবশ্যই, প্রতি Question ভুল করলে 0.25 বা চারটি Question ভুল করলে 1 নম্বর কাটা হবে।
  • Language:- Bengali ও Nepali উভয় ভাষায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।

Subject 

No. of Questions

Marks

Duration

General Awareness,

25

25

60 Minutes

General Knowledge

English 

10

10

Mathematics

25

25

Reasoning

25

25

Total 

85

85

 

*বিশেষ দ্রষ্টব্য বাকি 15 নম্বর বরাদ্দ Interview এর জন্য।

Kolkata Police Constable Recruitment 2022 Physical Endurance & Measurement Test:-

Kolkata Police Constable Recruitment 2022 PMT (Physical Measurement Test):-

Male পরীক্ষার্থীর জন্য:-
  • Height;- General Category এর আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 CM। (গোর্খা, ঘারওয়ালি ,রাজবংশী ও ST আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা কত হবে 160 CM)
  • Weight:- ন্যূনতম 57 KG তাছাড়া উচ্চতার সাথে ওজনের অনুপাত মিলতে হবে সরকারি মাপকাঠি অনুসারে।(গোর্খা, ঘারওয়ালি ,রাজবংশী ও ST আবেদনকারীদের ক্ষেত্রে ওজন হতে হবে 53 KG তাছাড়া উচ্চতা অনুসারে ওজন মিলতে হবে)
  • Chest:- বুকের ছাতি হতে হবে ন্যূনতম 78 CM এবং 5CM  ফুলিয়ে 83 CM করতে হবে। (গোর্খা, ঘারওয়ালি ,রাজবংশী ও ST আবেদনকারীদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে ন্যূনতম 76 CM এবং 5 CM  ফুলিয়ে 81 CM করতে হবে।
Female পরীক্ষার্থীর জন্য:-
  • Height;- General Category এর আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 CM। (গোর্খা, ঘারওয়ালি ,রাজবংশী ও ST আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা কত হবে 152 CM)
  • Weight:- ন্যূনতম 49 কেজি তাছাড়া উচ্চতার সাথে ওজনের অনুপাত মিলতে হবে সরকারি মাপকাঠি অনুসারে।(গোর্খা, ঘারওয়ালি ,রাজবংশী ও ST আবেদনকারীদের ক্ষেত্রে ওজন হতে হবে 45 KG তাছাড়া উচ্চতা অনুসারে ওজন মিলতে হবে)
  • Chest:- Not Applicable

Kolkata Police Constable Recruitment 2022 PET (Physical Endurance Test):-

Male পরীক্ষার্থীর জন্য:- 

1600 মিটার দৌড়াতে হবে 6 Minutes 30 Second এ ।

Female পরীক্ষার্থীর জন্য:- 

800 মিটার দৌড়াতে হবে 4 Minutes 30 Second এ।

Kolkata Police Constable Recruitment 2022 Admit Card:- 

Kolkata Police Constable Recruitment 2022 এর Admit Card Official Website থেকে Download করতে পারবেন।পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।

Kolkata Police Constable Recruitment 2022 Result:-

উভয় Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।

Kolkata Police Constable Recruitment 2022 Contact Details:-

  • Address:- West Bengal Police Recruitment Board, Araksha Bhaban (5th floor), Block – DJ, Sec – II, Saltlake City, Kol – 700091
  • Email:- [email protected]
  • Phone Number:- 033 23214200 / 033 23214373

Kolkata Police Constable Recruitment 2022 Important Links:-

Kolkata Police Constable Recruitment 2022 Official Notice Download Link 

Click Here

Information to the Applicant Download Link 

Click Here

List of Sahaj Mitra Kendras.

Click Here

Apply Now 

Click Here

Google News 

Follow Us 

FAQ:-

1. Kolkata Police Constable Recruitment 2022 এর Preliminary Exam কোথায় নেওয়া হবে?

ANS:- তোমার জেলার নিকটস্থ Centre এই গ্রহণ করা হবে এই Exam WBP এর মত।

2. Kolkata Police Constable Recruitment 2022 Application Starting Date কি?

ANS:- 29/05/2022

3. Kolkata Police Constable Recruitment 2022 Application এর Last Date কি?

ANS:- 27/06/2022

4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Kolkata Police Constable Recruitment 2022 এর মাধ্যমে?

ANS:- 1666

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *