যারা শিক্ষকতার চাকরির সঙ্গে যুক্ত হতে চান সেই সমস্ত প্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর সম্প্রতি North Bengal University Authority এর পক্ষ থেকে Non Teaching Staff পদে বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ করা হবে বলে জানান, একটি Official Notice এর মাধ্যমে যোগ্য আবেদনকারীদের আহ্বান জানিয়েছে University Authority । বিস্তারিত জানতে সম্পূর্ণ নিবন্ধটি খুব মনোযোগ দিয়ে পড়ুন।
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Overview:-
Recruiting Organization | North Bengal University |
Post Name | Non Teaching Staff |
Vacancy | 04 |
Salary | 2,18,200 |
Job Location | Darjeeling |
Job Type | WB Govt Jobs |
Last Date | 30/04/2023 |
Mode Of Application | Online |
Official Website | https://www.nbu.ac.in/ |
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Important Dates:-
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Online Application Starting | 14/04/2023 |
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Online Application Closing | 30/04/2023 |
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Vacancy সংখ্যা:-
Post Name | Vacancy |
Inspector of Colleges | 01 |
Audit & Accounts Officer | 01 |
Officer – in- Charge | 01 |
Senior Research Physicist | 01 |
Total | 04 |
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Eligibility:-
Education Qualification:-
- Inspector of Colleges: আবেদনকারীদের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Master’s Degree তে নূন্যতম 55% নম্বর থাকতে হবে সাথে Academic Record ভালো হতে হবে সঙ্গে আবেদনকারীদের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে Sr. Lecturer / Reader / Assistant Professor হিসাবে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- Audit & Accounts Officer: আবেদনকারীদের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Master’s Degree তে Commerce / Finance এ নূন্যতম 55% নম্বর থাকতে হবে সাথে Academic Record ভালো হতে হবে সঙ্গে Accounts Officer হিসাবে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Officer – in- Charge: আবেদনকারীদের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduate Degree অর্জন করতে হবে সাথে Security / Law and Order / Watch and Ward in any Government / Semi-Government এর কর্তা হিসেবে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
- Senior Research Physicist: আবেদনকারীদের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Master’s Degree তে নূন্যতম 55% নম্বর থাকতে হবে সাথে Physics/Astrophysics/Mathematics/Space Science এ Academic Record ভালো হতে হবে। High Energy Cosmic Ray Physics/Space Science এ Doctorate Degree থাকতে হবে সঙ্গে High Energy Cosmic Ray Physics/Space Science (post Ph.D) তে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:-
Post Name | Upper Age Limit |
Inspector of Colleges | 40 |
Audit & Accounts Officer | 35 |
Officer – in- Charge | 50 |
Senior Research Physicist | 35 |
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Salary:-
Post Name | Salary |
Inspector of Colleges | Pay-Level 14 এর হিসাব অনুযায়ী 1,44,200 থেকে 2,18,200 |
Audit & Accounts Officer | Pay-Level 12 এর হিসাব অনুযায়ী 79,800 থেকে 2,11,500 |
Officer – in- Charge | Pay-Level 10 এর হিসাব অনুযায়ী 57,700 থেকে 1,82,400 |
Senior Research Physicist | Pat-Level 12 এর হিসাব অনুযায়ী 79,800 থেকে 2,11,500 |
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Application Fee:-
প্রয়োজনীয় Application Fee আবেদনকারীদের Online মাধ্যম যেমন Credit Card, Debit Card,Net Banking/ UPI এর মাধ্যমে প্রদান করতে পারবে। নিম্নে Application Fee এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হল।
Pay-Level |
Application Fee in INR | |
UR (General) | SC/ST/ OBC-A / OBC-B / PH | |
Inspector of Colleges | 5,000 | 2,500 |
Audit & Accounts Officer, Senior Research Physicist | 3,000 | 750 |
Officer – in- Charge | 1,200 | 600 |
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Application Process:-
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 এর Application Process টি সম্পূর্ণরূপে Online এর মাধ্যমে সম্ভব । নিম্নে Application Process সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
- সর্বপ্রথম North Bengal University এর Official Website এ যান।
- Homepage থেকে Notice and Circulars সেকশনে থাকা Recruitment notification for various substantive posts of Officer with Corrigendum অপশনে ক্লিক করুন।
- এবার আপনার সামনে PDF টি আসবে এখন সামনে থাকা Apply Now লিংকে ক্লিক করুন।
- Recruitment Page থেকে Apply Now বাটনে ক্লিক করুন।
- Advertisement Select করে Submit করুন।
- Post ও Category Select করুন।
- General Information, Academics Details, Administrative /Professional Experience, Ph.D Details, Publications, Participation in academic Seminar/Conference/Workshop in nos, Awards, Research Experience, Disciplinary Proceedings, Notice Period,Declaration ইত্যাদি প্রদান করুন।
- প্রয়োজনীয় Documents Upload করুন নির্দেশ অনুযায়ী।
- তারপর Online Application Link এ Click করুন এবং আপনার Registration টি সম্পন্ন করুন।
- আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করে Application Form টি পূরণ করুন।
- আপনার প্রয়োজনীয় Documents গুলি Upload করুন।
- আপনার প্রয়োজনীয় Application Fee Online এর মাধ্যমে প্রদান করুন ।
- একবার দেখে নিন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা।
- যদি ঠিক থাকে তাহলে Submit Option এ Click করুন।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Selection Process:-
1) Written Exam, 2) Interview এই দুই মাধ্যমে এর মাধ্যমে এই Recruitment এর Selection Process টি সম্পন্ন হবে।
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Important Links:-
North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us On Telegram | Click Here |
FAQ:-
1. North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Official Website কোনটি?
2. North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Vacancy সংখ্যা কত?
3. North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Salary কত?
4. North Bengal University Non Teaching Staff Recruitment 2023 Last Date কবে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।