শিক্ষার্থীদের কাছে বরাবরই Open University বা মুক্ত বিশ্ব বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের রাজ্যের এমনই একটি প্রসিদ্ধ Open University হলো Netaji Subhas Open University (NSOU) । সম্প্রতি এই Open University Undergraduate বা UG Degree Course এ ভর্তির জন্য Official Notice জারি করেছে। গত 10/07/2023 থেকে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে, আপনাদের মধ্যে যারা যারা NSOU থেকে UG Degree অর্জন করতে চান, তার অবশ্যই আমাদের আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবং জেনে নিন বিস্তারিত।
NSOU UG Admission 2023 Overview:-
Name of College | – |
Affiliated University | Netaji Subhas Open University (NSOU) |
College Type | Govt. Aided Open University |
Course | Undergraduate (UG) |
Admission Criteria | Merit Based |
Steam | Science, Arts & Commerce |
Degree | General, B.A,B.Com, B.Sc |
Counseling | Merit Based Online |
Scholarship | Yes |
Campus Area | – |
Facilities | – |
Official Website | https://www.wbnsou.ac.in/ |
NSOU UG Admission 2023 Important Dates:-
NSOU UG Admission 2023 Online Application Starting | 10/07/2023 |
NSOU UG Admission 2023 Online Application Closing | 11/08/2023 |
Documents Updation Starting | 10/07/2023 |
Documents Updation Closing | 14/08/2023 |
Online Fees Payment Starting | 10/07/2023 |
Online Fees Payment Closing | 17/08/2023 |
Offline Bank Challan Submission Starting | 10/07/2023 |
Offline Bank Challan Submission Closing | 17/08/2023 |
NSOU UG Admission 2023 Courses:-
Steam | Degree | Subject |
---|---|---|
Humanity | B.A | Bengali |
B.A | English | |
Social Science | B.A | History |
B.A | Political Science | |
B.A | Public Administration | |
B.A | Sociology | |
Science | B.Sc | Physics |
B.Sc | Chemistry | |
B.Sc | Mathematics | |
B.Sc | Geography | |
B.Sc | Zoology | |
B.Sc | Botany | |
Commerce | B.Com | Economics |
NSOU UG Admission 2023 Eligibility:-
- Bengali:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary বা Vocational এ Higher Secondary Exam পাস করতে হবে।
- English:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary বা Vocational এ Higher Secondary Exam পাস করতে হবে।
- History:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে History সহ Higher Secondary বা Vocational এ Higher Secondary Exam পাস করতে হবে।
- Political Science:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Political Science সহ Higher Secondary বা Vocational এ Higher Secondary Exam পাস করতে হবে।
- Public Administration:-আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary বা Vocational এ Higher Secondary Exam পাস করতে হবে।
- Sociology:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary বা Vocational এ Higher Secondary Exam পাস করতে হবে।
- Physics:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Physics তে 40% মার্কস Mathematics এ পাস করতে হবে সহ Higher Secondary Exam পাস করতে হবে।
- Chemistry:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Chemistry তে 40% মার্কস Mathematics এ পাস করতে হবে সহ Higher Secondary Exam পাস করতে হবে।
- Mathematics:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mathematics তে 50% মার্কস সহ Higher Secondary Exam পাস করতে হবে।
- Geography:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Geography তে 50% মার্কস সহ Higher Secondary Exam পাস করতে হবে।
- Zoology:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Zoology তে 50% মার্কস সহ Higher Secondary Exam পাস করতে হবে।
- Botany:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Botany তে 50% মার্কস সহ Higher Secondary Exam পাস করতে হবে।
- Economics:- আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary বা Vocational এ Higher Secondary Exam পাস করতে হবে।
NSOU UG Admission 2023 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking Offline (through SBI Branch Challan) এর মাধ্যমে প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
SL No. | Programme | Amount | Total | |
A | B | |||
1 | Bengali, English, History, Political Science, Public Administration, Sociology, Economics | 3,300 | 475 | 3,775 |
2 | Physics, Chemistry, Zoology | 5,200 | 475 | 5,675 |
3 | Botany, Geography | 5,000 | 475 | 5,475 |
4 | Mathematics | 4,600 | 475 | 5,075 |
NSOU UG Admission 2023 Application Process:-
NSOU Admission (UG) এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা NSOU এর Admission Portal থেকে এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- Download Section এ প্রদান করা লিঙ্ক থেকে Apply Now বাটনে ক্লিক করুন।
- Homepage থেকে Click Here for UG Admission অপশনে ক্লিক করুন।
- প্রথম পেজে থাকা Click Here to Proceed বাটনে ক্লিক করুন।
- যথাক্রমে Personal Details, Social Details, Academic Bank Credit, Disability Details, Qualifying Examination Details, Contact Details ও Security Details প্রদান করে Review Registration বাটনে ক্লিক করুন।
- যদি সব তথ্য ঠিকঠাক প্রদান করে থাকেন তাহলে এবার Submit বাটনে ক্লিক করুন।
- আপনার Register করা Mail এ আপনি ID ও Password পেয়ে যাবেন এবার এটি প্রদান করে Log In করুন।
- ইচ্ছে মতো Course Select করুন।
- প্রয়োজনীয় Documents গুলি Upload করুন।
- পরের পর্যায়ে আপনার Application Form টি Verify করা হবে University দ্বারা।
- এবার নির্ধারিত Application Fees প্রদান করুন।
- প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।
NSOU UG Admission 2023 তে আবেদনের জন্য Important Documents:-
বাধ্যতামূলক
- Passport Size Photograph
- Signature
- Name Proof (Aadhar Card/ Voter ID/ PAN Card)
- Age Proof ( Birth Certificate/Ration Card/ Madhyamik Admit Card)
- Madhyamik Pass Certificate
- Higher Secondary Marksheet
প্রয়োজন অনুযায়ী
- Caste Certificate
- Gender Certificate
- PwD Certificate
- BPL Certificate
- Defence and Security Force Certificate
- Candidate Occupation/ Employer Certificate
NSOU UG Admission 2023 Important Links:-
NSOU UG Admission Notice (Bengali) Download Link | Click Here |
NSOU UG Admission Notice (English) Download Link | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. NSOU UG Admission 2023 Last Date কি?
2. NSOU UG Admission 2023 Starting Date কি?
3. NSOU UG Admission 2023 এর Application Fees Payment এর Closing Date কোনটি?
4. NSOU UG Admission 2023 Online Apply Link কোনটি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।