Railway Protection Force বা RPF Indian Railways Ministry of Railways, Government of India এর Security Force যার প্রতিষ্ঠা করা হয় 1959 খ্রিস্টাব্দে এবং এই সংস্থার মূল কাজ Railway Property ও Passenger এর Security ও Protection । সম্প্রতি এই সংস্থা হাজার হাজার Constable নিয়োগের জন্য Official Constable Recruitment Notice জারি করেছে, এ সম্বন্ধে অন্যান্য প্রয়োজনীয় তথ্য রইল এই প্রতিবেদনে।
RPF Constable Recruitment 2022 Overview:-
Recruiting Organization | Railway Protection Force ( Indian Railways) |
Post Name | Constable |
Vacancies | 9000 |
Salary | 32030 |
Job Location | All India |
Last Date | |
Mode of Application | Online |
Official Website | https://rpf.indianrailways.gov.in/RPF/ |
RPF Constable Recruitment 2022 Important Dates:-
RPF Constable Recruitment 2022 Official Notification Releasing | |
RPF Constable Recruitment 2022 Online Application Starting | |
RPF Constable Recruitment 2022 Online Application Closing | |
Exam Date |
RPF Constable Recruitment 2022 Vacancy সংখ্যা :-
প্রাপ্ত তথ্য অনুযায়ী 9000 এর ও বেশী Constable নিয়োগ করা হবে এই Recruitment Notice এর মাধ্যমে, এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
RPF Constable Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyamik পাস করতে হবে। (বিশেষ দ্রষ্টব্য Higher Secondary/ Graduation বা তদুদ্ধ Degree থাকলেও আবেদনকারীরা আবেদন করতে পারবে।
RPF Constable Recruitment 2022 Physical Eligibility Test:-
- পুরুষ আবেদনকারীকে 5 Minutes 45 Seconds সময়ে 1600 মিটার পর্যন্ত দৌড়াতে পারতে হবে।
- মহিলা আবেদনকারীকে 8 Minutes সময়ে 1600 মিটার পর্যন্ত দৌড়াতে পারতে হবে।
RPF Constable Recruitment 2022 Physical Standard Test:-
- UR/OBC Category অন্তর্ভুক্ত Male ও Female আবেদনকারীর উচ্চতা হতে হবে 165 ও 157 CM। অপরদিকে ST/SC Category অন্তর্ভুক্ত Male ও Female আবেদনকারীর উচ্চতা হতে হবে 162.4 ও 150 CM।
- UR/OBC Category অন্তর্ভুক্ত Male আবেদনকারীর Chest হতে হবে 80 CM (5 CM ফুলিয়ে সহ) অপরদিকে ST/SC Category অন্তর্ভুক্ত Male আবেদনকারীর Chest হতে হবে 77 CM (5 CM ফুলিয়ে সহ)।
RPF Constable Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
Official Notice অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে পারে যথাক্রমে 25 ও 18 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন।
Category | Age Relextion |
OBC | 3 |
ST/SC | 5 |
PWD | 10 |
RPF Constable Recruitment 2022 Salary:-
Post | Pay Scale | Salary |
RPF Constable | 21,710 INR | শুরুতে 26,200 থেকে 32,030 এর মধ্যে |
RPF Constable Recruitment 2022 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees GRIPS (Govt. Receipt Portal System) এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
UR/EWS/OBC | 500 |
ST/SC/PWD | 250 |
RPF Constable Recruitment 2022 Application Process:-
RPF Constable Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা RPF এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- ভিসিট করুন RPR এর Official Website।
- Homepage থেকে Recruitment অপশন এ ক্লিক করুন।
- পরের Page এ আপনার সামনে আসবে RPF Constable Recruitment 2022 এর Official Notice টি , তার পাসে থাকা Apply Now বাটনে ক্লিক করুন।
- প্রয়োজনীয় ডিটেলস প্রদান করে Registration সম্পূর্ণ করুন।
- Registration এর পর পাওয়া তথ্য প্রদান করে Log In করুন।
- আপনার সামনে আসবে Application Form টি সেটির প্রয়োজন অনুযায়ী তথ্য প্রদান করে Fill Up করুন।
- একবার যাচাই করোনি সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা।
- নির্দেশ অনুযায়ী Documents আপলোড করুন।
- যদি ঠিক থাকে নির্ধারিত Application Fees প্রদান করুন।
- এখন পরের Page এ থাকা Submit বাটনে ক্লিক করুন। ইতিমধ্যে আপনার Application Form Fill Up সম্পূর্ণ হয়েছে।
- এখন আপনার Application Form টি Download করুন বা প্রয়োজন অনুযায়ী A4 Size Paper এ Print Out কপি বের করুন।
RPF Constable Recruitment 2022 আবেদনের জন্য Important Documents:-
- Caste Certificate
- Income Certificate
- Aadhar card
- Madhyamik বা Higher Secondary Marksheet
- Domicile Certificate
- Passport Size Photo এবং Signature
- Pan Card ইত্যাদি
RPF Constable Recruitment 2022 Selection Process:-
চারটি পর্যায়ে সম্পূর্ণ হবে RPF Constable Recruitment 2022 এর Selection যথা :-
- Computer Based Test
- Physical Efficiency Test
- Physical Measurement Test
- Document Verification
RPF Constable Recruitment 2022 Important Links:-
RPF Constable Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. RPF Constable Recruitment 2022 Notification Download করা যাবে কেমন করে?
2. RPF Constable Recruitment 2022 Official Website কোনটি ?
3. RPF Constable Recruitment 2022 Online Application Last Date কি?
4. কবে থেকে RPF Constable Recruitment 2022 শুরু হয়েছে?
5. RPF Constable Recruitment 2022 এর মাধ্যমে কতো Vacancy তে নিয়োগ করা হবে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।