SBI Clerk Recruitment 2023: 8,500 এর ও বেশী কর্মী নিয়োগ State Bank এ, জানুন বিস্তারিত

SBI ভারতবর্ষের সর্ব বৃহৎ Public Sector Bank। ভারতবর্ষের অর্থনীতিতে এই Bank অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেসব চাকরি প্রার্থীরা Banking Sector এ কাজ করতে চান তার মধ্যে সিংহভাগেরই ইচ্ছে থাকে SBI তে কাজ করার। প্রতিবছর মোটামুটি SBI এর পক্ষ থেকে এই Recruitment টি প্রকাশ করা হয়ে থাকে।  আগের বছরের এই Recruitment এর মাধ্যমে নিয়োগ করা হয়েছিল 5454 Vacancy  তে এই সেই সংখ্যা বেশ কিছুটা বেড়ে গেছে। তুমি যদি SBI Clerk Recruitment 2023 এ আবেদন করতে চাও , অবশ্যই সম্পূর্ণ আর্টিকেল টি ভালোভাবে পড়ো।

SBI Clerk Recruitment 2023 কী?

SBI Clerk Notification এর মাধ্যমে Junior Associates পদে নিয়োগ করা হয়ে থাকে যাদের মূল কাজ Customer Support ও Sales। এই Recruitment এর সমস্ত দায়িত্ব বর্তায় SBI কর্তৃপক্ষের ওপর। এই Recruitment টি প্রতিবছরই হাজার হাজার চাকরিপ্রার্থীদের কর্ম সংস্থান প্রদান করে থাকে । যেকোনো বিষয়ে Graduation পাস করলেই তুমি আবেদন করতে পারবে এই Recruitment এর জন্য। এই Recruitment এর সম্বন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।

SBI Clerk Recruitment 2023 Overview:-

Recruiting Organization  State Bank of India
Post Name  Clerk (Junior Associates)
Vacancy  8773
Salary  290,00
Job Location  All India
Job Type  Bank Job 
Last Date  07/12/2023
Mode of Application  Online
Official Website  https://sbi.co.in/web/careers 

SBI Clerk Recruitment 2023 Important Dates:- 

SBI Clerk 2023 Notification Releasing  16/11/2023
SBI Clerk 2023 Online Application Starting  17/11/2023
SBI Clerk 2023  Online Application Closing  07/12/2023
PET Call Letter Releasing  December, 2023
Pre-Examination Training  December, 2023
SBI Clerk Prelims Admit Card  December, 2023
SBI Clerk Preliminary Exam  January, 2024
SBI Clerk 2023 Mains Admit Card Releasing  February, 2024
SBI Clerk 2023 Mains  Exam  February, 2024

SBI Clerk Recruitment 2023 Vacancy সংখ্যা:-

SBI Clerk 2023: Regular Vacancies 
Junior Associates (Customer Support & Sales) Vacancy
Circle State/UT Language SC ST OBC EWS GEN Total
Ahmedabad Gujarat Gujarati 57 123 221 82 337 820
Amaravati Andhra Pradesh Telugu/ Urdu 08 03 13 05 21 50
Bengaluru Karnataka Kannada 72 31 121 45 181 450
Bhopal Madhya Pradesh Hindi 43 57 43 28 117 288
Chhattisgarh Hindi 25 67 12 21 87 212
Bhubaneswar Odisha Odia 11 15 08 07 31 72
Chandigarh/New Delhi Haryana Hindi/Punjabi 50 71 26 120 267
Chandigarh Jammu & Kashmir Urdu/ Hindi 07 09 23 08 41 88
Himachal Pradesh Hindi 45 07 36 18 74 180
Ladakh UT Urdu/Ladakhi/Bhoti (Bodhi) 04 05 13 05 23 50
Punjab Punjabi/ Hindi 52 37 18 73 180
Chennai Tamil Nadu Tamil 31 01 46 17 75 171
Pondicherry Tamil 01 03 04
Hyderabad Telangana Telugu/ Urdu 84 36 141 52 212 525
Jaipur Rajasthan Hindi 159 122 188 94 377 940
Kolkata West Bengal Bengali/ Nepali 26 05 25 11 47 114
A&N Islands Hindi/ English 01 05 02 12 20
Sikkim Nepali/ English 04 04
Lucknow/New Delhi Uttar Pradesh Hindi/ Urdu 373 17 480 178 733 1781
Maharashtra/Mumbai Metro Maharashtra Marathi 10 08 26 10 46 100
New Delhi Delhi Hindi 65 32 117 43 180 437
Uttarakhand Hindi 38 06 27 21 123 215
North Eastern Arunachal Pradesh English 31 06 32 67
Assam Assamese /Bengali/ Bodo 30 51 116 43 190 430
Manipur Manipuri 08 03 02 13 26
Meghalaya English/Garo/ Khasi 33 03 07 34 77
Mizoram Mizo 07 01 09 17
Nagaland English 18 04 18 40
Tripura Bengali/ Kokborok 04 08 02 12 26
Patna Bihar Hindi/Urdu 66 04 112 41 192 415
Jharkhand Hindi/Santhali 19 42 19 16 69 165
Thiruvananthapuram Kerala Malayalam 04 12 04 27 47
Lakshadweep Malayalam 01 02 03
Total  1284 748 1919 817 3515 8283

SBI Clerk Recruitment 2023 Eligibility:- 

Nationality :-

আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি নেপাল ভুটান বাংলাদেশের কোন নাগরিকের কাছে Valid Certificate থেকে থাকে সে ও আবেদন করতে পারবে SBI Clerk Recruitment 2023 এর জন্য।

Educational Qualification:- 

  • আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে Graduation পাস করতে হবে।
  • আবেদনকারীরা যে রাজ্য বা অঞ্চলের জন্য আবেদন করবেন সে রাজ্য বা অঞ্চল এর Official Language লিখতে ও পড়তে জানতে হবে।
  • যেসব আবেদনকারীরা Final Year/Semester এ পড়ছেন তারা আবেদন করতে পারবেন এই Recruitment এর জন্য কিন্তু এ জন্য আবেদনকারীকে 31 August,2023 এর আগে Graduation পাস এর Proof Submit করতে হবে।

SBI Clerk Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:- 

যেসব আবেদনকারীরা আবেদন করবেন এই Recruitment এর জন্য তাদের বয়স হতে হবে 20 থেকে 28 এর মধ্যে। Category অনুযায়ী আবেদনকারীরা Age Relaxation এর সুবিধা পাবেন এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।

Category  Upper Age Limit
SC/ST 33
OBC 31
PWD (General)  38
PWD (SC/ST) 43
PWD (OBC) 41
Jammu & Kashmir Migrants 33
Ex-Servicemen/Disabled Ex-Servicemen প্রতিরক্ষা পরিষেবাগুলিতে প্রদত্ত পরিষেবার প্রকৃত সময়কাল + 3 বছর8 বছর অক্ষম প্রাক্তন সৈনিকদের জন্য যারা SC/ST এর অন্তর্গত সর্বোচ্চ সাপেক্ষে। 50 বছর বয়স।
Widows, Divorced women( No remarried) GEN- 35 Years OBC- 38 Years SC/ST- 40 Years

SBI Clerk Recruitment 2023 Salary:-

একজন প্রার্থী 6 মাস শিক্ষানবিশ সময়কালের জন্য পরিবেশন করা হবে। 

SBI Clerk Recruitment এর Pay Scale হল Rs.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920  এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।

SBI Clerk Recruitment 2023 Application Fees:- 

প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। Category অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
General/OBC/EWS 750
SC/ ST/ PWD/XS Not Applicable 

SBI Clerk Recruitment 2023 Application Process:- 

SBI Clerk Recruitment 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব SBI Career এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • সর্বপ্রথম ভিজিট করুন SBI এর Career Portal sbi.co.in/web/careers/current-openings 
  • Homepage এর নীচে থাকা Click Here for New Registration’ অপশনে ক্লিক করুন এখন।
  • আবেদনকারীর নাম, Mobile Number, Email ID ইত্যাদি প্রদান করুন। 
  • এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
  • প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
  • Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
  • একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।

SBI Clerk Recruitment 2023 Selection Process:-

মূলত দুইটি Phrase এ সম্পন্ন হবে SBI Clerk 2023 এর Selection Process।

যথা Preliminary ও Mains Exam। যদিও Loca language বলতে ও লিখতে পারার একটি Exam গ্রহণ করা হয়ে থাকে এ সম্বন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।

  • Online Preliminary Exam:- যেসব চাকরিপ্রার্থীদের আবেদন করেছেন SBI Clerk 2022 এর জন্য তাদের সবার নাম Shortlisted করা হবে Application Form পূরণ, Eligibility এর ভিত্তিতে এবং তারা অবতীর্ণ হবে Online Preliminary Exam এর জন্য ।Exam Center এর সম্বন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হবে। 
  • Online Mains Exam:-যেসব পরীক্ষার্থীরা Preliminary Exam পাস করেছে তারা শুধুমাত্র Mains Exam প্রদান করতে পারবে। Mains Exam এর Result এর ভিত্তিতে তৈরি করা হবে Final Merit List ।
  • Final Merit List এর পর আবেদনকারীর Local Language লিখতে ও বলতে পারার ক্ষমতা যাচাই করা হবে এরপর পাস করা আবেদনকারী দের Seat Allotment Preference ও Merit List অনুযায়ী আবেদনকারী Posting হবে। 

SBI Clerk Recruitment 2023 Exam Pattern:- 

SBI Clerk Recruitment দুটি Phrase এ সম্পন্ন হবে। মাথায় রাখবেন এ ক্ষেত্রে আবেদনকারীদের কোন Interview প্রদান করতে হবে না।

SBI Clerk Preliminary Exam Pattern:- 

  • Mode of Exam:- CBT তথা Online এ গ্রহণ করা হবে Preliminary Exam।
  • Questions:- মোট 100 টি প্রশ্ন থাকবে।
  • Duration:- Preliminary Exam এর জন্য পরীক্ষার্থীরা হাতে পাবে 60 Minutes তথা 1 ঘন্টা সময়।
  • Marking System:- প্রতি সঠিক উত্তরে পরীক্ষার্থীরা পাবে 1 নম্বর।
  • Negative Marking:- প্রতি ভুল উত্তরে পরীক্ষার্থীদের 0.25 মার্কস কাটা হবে।
  • এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন নিম্নে  প্রদান করা চার্ট এর মাধ্যমে।
SN No.  Section Question  Marks  Duration 
1 English 30 30 20
2 Quantitative Aptitude 35 35 20
3 Reasoning  35 35 20
Total  100 100 60 Minutes 

SBI Clerk Mains Exam Pattern:- 

  • Mode of Exam:- CBT তথা Online এ গ্রহণ করা হবে Mains Exam।
  • Questions:- মোট 200 টি প্রশ্ন থাকবে।
  • Duration:-Mains Exam এর জন্য পরীক্ষার্থীরা হাতে পাবে 2  ঘন্টা 40 মিনিট সময়।
  • Language:- Hindi এবং English ঐ ভাষাতেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।
  • Marking System:- প্রতি সঠিক উত্তরে পরীক্ষার্থীরা পাবে 1 নম্বর।
  • Negative Marking:- প্রতি ভুল উত্তরে পরীক্ষার্থীদের 0.25 মার্কস কাটা হবে।

এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন নিম্নে  প্রদান করা চার্ট এর মাধ্যমে।

Section Marks  Duration 
General English 40 35 
Quantitative Aptitude 50 45
Reasoning Ability and Computer Aptitude 60 45
General/Financial Awareness 50 35 
Total 200 2  ঘন্টা 40 মিনিট

SBI Clerk Recruitment 2023 Syllabus:- 

.SBI Clerk Recruitment 2023 Preliminary Syllabus:- 

  • Reasoning:- Logical Reasoning, Input-Output, Coding-Decoding, Alphanumeric Series, Data Sufficiency, Seating Arrangement, Syllogism, Blood Relations ইত্যাদি।
  • Numerical Ability:-Simplification,Number System,  Profit & Loss, SI & CI, Time & Distance, Work & Time, Data Interpretation, Ratio, Proportion, Percentage, ইত্যাদি।
  • English Language:– Reading Comprehension, Cloze Test, Fill in the blanks  ইত্যাদি।

.SBI Clerk Recruitment 2023 Mains Syllabus:- 

  • Quantitative Aptitude:- Data Sufficiency, Data Interpretation, Quadratic Equation, Time & Distance, Work, Profit & Loss, Simple and Compound Interest, Ratio & Proportion, Averages, Percentages, Simplification, Number Series ইত্যাদি।
  • English:-Reading Comprehension, Synonyms, Antonyms, Para Jumbles, Cloze Test ইত্যাদি।
  • General/Financial Awareness:- Current Affairs, Static GK, Banking/Financial terms ইত্যাদি।
  • Reasoning Ability:– Machine Input/Output, Syllogism, Blood Relation, Inequalities, Puzzles, Coding-Decoding ইত্যাদি।
  • Computer Awareness:- Basics of Computer: Hardware, Software, Generation of Computers, DBMS, Networking, MS Office, Important Abbreviations ইত্যাদি।

.SBI Clerk Recruitment 2023 Exam Centre:- 

State Code  State/UT  Exam Centre
11 Andaman & Nicobar Island Port Blair
12 Andhra Pradesh  Chirala, Guntur, Kadapa, Kakinada, Kurnool, Nellore, Rajahmundry, Srikakulam, Tirupati, Vijaywada, Vishakhapatnam, Vizianagaram
13 Arunachal Pradesh Naharlagun
14 Assam  Dibrugarh, Guwahati, Jorhat, Silchar, Tezpur 
15 Bihar Arrah, Aurangabad (Bihar), Bhagalpur, Darbhanga, Gaya, Muzaffarpur, Patna, Purnea
16 Chandigarh Chandigarh-Mohali
17 Chhattisgarh Bhilai Nagar, Bilaspur, Raipur
18 Goa Panaji 
19 Gujarat Ahmedabad-Gandhinagar, Anand, Jamnagar, Mehsana, Rajkot, Surat, Vadodara
20  Haryana  Ambala, Faridabad, Gurugram, Hisar, Karnal, Kurukshetra, Rohtak, Sonipat, Yamuna Nagar
21  Himachal Pradesh Bilaspur, Hamirpur, Kangra, Kullu, Mandi, Shimla, Solan, Una
22 Jammu & Kashmir Jammu, Samba, Srinagar
23 Jharkhand Bokaro Steel City, Dhanbad, Hazaribagh, Jamshedpur, Ranchi
24 Karnataka Ballari, Bengaluru, Belgaum, Davangere, Gulbarga, Hassan, Hubli- Dharwad, Mandya, Mangalore, Mysore, Shimoga, Udupi
25 Kerala Alappuzha, Kannur, Kochi, Kollam, Kottayam, Kozhikode, Malappuram, Palakkad, Thiruvananthapuram, Thrissur
26 Lakshadweep Kavaratti
27 Leh Leh
28 Madhya Pradesh Bhopal, Gwalior, Indore, Jabalpur, Sagar, Satna, Ujjain
29 Maharashtra Amravati, Aurangabad (Maharashtra), Chandrapur, Dhule, Jalgaon, Kolhapur, Latur, Mumbai/ Thane/ Navi Mumbai, Nagpur, Nanded, Nashik, Pune, Solapur
30  Manipur  Imphal
31 Meghalaya Shillong
32 Mizoram Aizawl
33 Nagaland Dimapur, Kohima
34 Delhi NCR Delhi NCR (All NCR cities)
35  Odisha Balasore, Berhampur (Ganjam), Bhubaneshwar, Cuttack, Dhenkanal, Rourkela, Sambalpur
36  Puducherry Puducherry
37 Punjab Amritsar, Bhatinda, Jalandhar, Ludhiana, Mohali, Pathankot, Patiala, Sangrur
38  Rajasthan Ajmer, Alwar, Bikaner, Jaipur, Jodhpur, Kota, Sikar, Udaipur
39 Sikkim Bardang-Gangtok
40 Tamil Nadu  Chennai, Coimbatore, Erode, Madurai, Nagercoil, Salem, Thanjavur, Thiruchirapalli, Tirunelvelli, Vellore, Virudhunagar
41 Telangana Hyderabad, Karimnagar, Khammam, Warangal
42 Tripura Agartala
43 Uttar Pradesh Agra, Aligarh, Prayagraj (Allahabad), Bareilly, Faizabad, Ghaziabad, Gonda, Gorakhpur, Jhansi, Kanpur, Lucknow, Mathura, Meerut, Moradabad, Muzaffarnagar, Noida & Gr. Noida, Varanasi
44 Uttarakhand Dehradun, Haldwani, Roorkee
45 West Bengal Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Kalyani, Siliguri

SBI Clerk Recruitment 2023 Admit Card:- 

SBI Clerk এর Admit Card SBI এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।

SBI Clerk Recruitment 2023 Result:- 

Preliminary ও Mains উভয় Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে5 Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।

SBI Clerk 2023 Official Notification Download Link  Click Here 
Official Website Click Here 
Apply Now  Click Here
Google News  Follow Us
Join Us on Telegram  Click Here

FAQ:- 

1. SBI Clerk Recruitment 2023 Notification Download করা যাবে কেমন করে?

ANS:- Download Section থেকে।

2. SBI Clerk Recruitment 2023 Admit Card কবে Publish করা হবে?

ANS:-  December, 2023

3. SBI Clerk Recruitment 2023 Official Website কোনটি ?

ANS:- sbi.co.in/web/careers/current-openings   

4. SBI Clerk Recruitment 2023 Online Application Last Date কি?

ANS:- 07/12/2023

5. কবে থেকে SBI Clerk Recruitment 2022 এর Registration শুরু হয়েছে?

ANS:-17/11/2023

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *