CAPF অর্থাৎ The Central Armed Police Forces ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অংশ। সারা ভারতবর্ষে বিভিন্ন প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করে দেশ সেবা করতে চান তাদের জন্য এই Recruitment টি সুবর্ণ সুযোগ। আর্টিকেল এর শুরুতেই আপনাদের জানিয়ে রাখি এই Recruitment এর মাধ্যমে আপনি দেশের বিভিন্ন অভ্যন্তরীণ সামরিক পদ যেমন BSF,CRPF,CISF,ITBP,SSB তে কাজের সুযোগ পাবেন। এই সম্বন্ধে বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
UPSC CAPF Recruitment 2023 Overview:-
Recruiting Organization | Union Public Service Commission (UPSC) |
Post Name | Assistant Commandant |
Vacancy | 332 |
Salary | 2,25,000 |
Job Location | All India |
Job Type | Central Govt. Jobs |
Last Date | 16/05/2023 |
Mode Of Application | Online |
Official Website | https://upsconline.nic.in/ |
UPSC CAPF Recruitment 2023 Important Dates:-
UPSC CAPF Recruitment 2023 Notification Publishing Date | 26/04/2023 |
UPSC CAPF Recruitment 2023 Online Application Starting | 26/04/2023 |
UPSC CAPF Recruitment 2023 Online Application Closing | 16/04/2023 |
Written Examination | 06/08/2023 |
UPSC CAPF Recruitment 2023 Vacancy সংখ্যা:-
UPSC CAPF Recruitment 2023 এর মাধ্যমে 332 জন আবেদনকারীকে Central Government এর High Bureaucratic Post এ নিয়োগ করা হবে।
Post | Vacancy |
BSF | 86 |
CRPF | 55 |
CISF | 91 |
ITBP | 60 |
SSB | 30 |
Total | 332 |
UPSC CAPF Recruitment 2023 Eligibility:-
Nationality:-
আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে CHSL 2022 এর জন্য।
Education Qualification:-
- আবেদনকারীকে ন্যূনতম Graduation পাস হতে হবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
- যে প্রার্থীরা তাদের শেষ বছরে বা তাদের ফলাফলের জন্য অপেক্ষা করছেন তারাও UPSC CAPF পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য।
UPSC CAPF Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:-
01/01/2023 এর হিসাব অনুযায়ী General Category অন্তর্ভুক্ত আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 এর মধ্যে। Category অনুযায়ী Category ভিত্তিক Age Relaxation নিম্নে প্রদান করা হলো।
Category | Age Relaxation |
OBC | 03 |
ST/SC | 05 |
Ex-Serviceman | 05 |
PwD | 10 |
UPSC CAPF Recruitment 2023 Physical Standard:-
Physical Standard | Male | Female |
Height | 165 cm | 157 cm |
Chest | 81 cm ( 5 cmফুলিয়ে ) | Not Applicable |
Weight | 50 | 46 |
UPSC CAPF Recruitment 2023 Medical Standard:-
Eyesight | Better eye | Worse eye |
Distant vision | 6/6 বা 6/9 | 6/12 বা 6/9 |
Near Vision | N6 | N9 |
UPSC CAPF Recruitment 2023 Salary:-
Rank | Salary | Pay Scale |
Director-General | 2,25,000 | Apex Fixed |
Additional Director General | 1,82,200 থেকে 2,24,100 এর মধ্যে | HAG |
Inspector General | 1,44,000 থেকে 2,18,000 এর মধ্যে | 4 |
Deputy Inspector General | 1,31,000 থেকে 2,16,600 এর মধ্যে | 4 |
Sr. Commandant | 1,23,000 থেকে 2,15,900 এর মধ্যে | 4 |
Commandant | 78,800 থেকে. 2,09,200 এর মধ্যে | 3 |
Deputy Commandant | 67,700 থেকে 2,08,700 এর মধ্যে | 3 |
Assistant Commandant | 56,100 থেকে 1,77,500 এর মধ্যে | 3 |
UPSC CAPF Recruitment 2023 Application Fee:-
প্রয়োজনীয় Application Fee আবেদনকারীদের Online মাধ্যম যেমন Credit Card, Debit Card,Net Banking/ UPI এর মাধ্যমে প্রদান করতে পারবে। নিম্নে Application Fee এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হল।
Category | Application Fee in INR |
UR(General)/OBC | 200 |
SC/ST/Female/PwD | Not Applicable |
UPSC CAPF Recruitment 2023 Application Process:-
UPSC CAPF Recruitment 2023 এর Application Process টি সম্পূর্ণ রূপে Online এর মাধ্যমে সম্ভব। নিম্নে Application Process সম্পর্কে Stap by Step আলোচনা করা হল।
- UPSC CAPF Recruitment 2023 এর জন্য আবেদন করার জন্য Open করুন UPSC এর Online Application Portal https://upsconline.nic.in/
- Homepage থেকে Online Application for Various Examination of UPSC অপশনে ক্লিক করুন।
- Click করলেই আপনার সামনে Exam সম্বন্ধিত কিছু Details আসবে সেটি দেখে Yes বাটনে ক্লিক করুন।
- Personal Details, Educational Qualifications, Address সহ সম্পূর্ণ Application Form Fill Up করুন সাবধানতা অবলম্বন করে।
- সমস্ত তথ্য ঠিক থাকলে Continue বাটনে ক্লিক করুন এবং কোন তথ্য ভুল হলে Reset করুন।
- প্রয়োজনীয় Application Fees প্রদান করুন যদি Application Fees আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় ।
- এখন আপনার সামনে আপনার Application Form টি Open হবে সেটি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করে রাখতে পারেন।
UPSC CAPF Recruitment 2023 এ আবেদনের জন্য Important Documents:-
- আবেদনকারীর Photo ID Proof
- আবেদনকারীর Madhyamik, Higher Secondary ও Graduation এর Mark Sheet।
- DOB এর প্রমানপত্র যেমন Birth Certificate /Madhyamik Admit Card ইত্যাদি।
- আবেদনকারীর Passport Size Photo
- আবেদনকারীর Signature
- Bank Details
- Medical Certificate (যদি দরকার থাকে)
- Caste Certificate (যদি দরকার থাকে)
- North East এর বাসিন্দা হলে তার প্রমাণপত্র।
- Disability Certificate (যদি দরকার থাকে)
- Age Relaxation Certificate
- Jammu Kashmir বাসিন্দাদের ক্ষেত্রে Domicile Certificate
UPSC CAPF Recruitment 2023 Selection Process:-
1) Written Examination, 2) Physical test, 3) Interview এর মাধ্যমে UPSC CAPF Recruitment 2023 এর Selection Process টি সম্পন্ন হবে।
UPSC CAPF Recruitment 2023 Exam Pattern:-
Paper 1:-
- Paper 1 মূলত দুইটি ভাগে বিভক্ত একটি General Ability অপরটি Intelligence
- এই Exam এর সর্বোচ্চ নম্বর 250।
- সকাল 10 টা থেকে বেলা 12 টা পর্যন্ত এই পরীক্ষাটি চলবে।
- Hindi এবং English দুই ভাষা তেই পরীক্ষার্থীরা এই পরীক্ষাটি প্রদান করতে পারবে।
- সমস্ত প্রশ্নই হবে Multiple Choice Questions।
Paper 2:-
- পরীক্ষার্থীদের 80 নম্বরের Essay লিখতে হবে Hindi বা English এ ।
- এছাড়াও সঙ্গে থাকছে Precis Writing।
- দুপুর 2 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত চলবে এই পরীক্ষা।
Paper | Duration | Marks |
Paper- I General and Mental Ability | 2 Hours | 250 |
Paper-II General Studies, Essay and Comprehension | 3 Hours | 200 |
Total | 5 Hours | 450 |
PET:-
Male | Female | |
100 Meters race | 16 Seconds এর মধ্যে | 18 Seconds এর মধ্যে |
800 Meters race | 3 Minutes 45 Seconds এর মধ্যে | 4 Minutes 45 Seconds এর মধ্যে |
Long Jump | 3.5 Meters(3 chances) | 3.0 meters (3 chances) |
Shot Put | (7.26 Kgs.) 4.5 Meters |
UPSC CAPF Recruitment 2023 Admit Card:-
UPSC CAPF Exam 06/08/2023 এ অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা তাদের Admit Card মোটামুটি পাঁচ ছয় দিন আগে থেকেই Download করতে পারবেন। প্রয়োজনীয় কিছু Basic Information প্রদান এর মাধ্যমে আপনি Admit Card Download করতে পারবেন। অফিসিয়ালি Admit Card Publish হলে আমরা এ সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব।
UPSC CAPF Recruitment 2023 Result:-
UPSC অফিশিয়াল ওয়েবসাইটে Result প্রকাশ করে থাকে। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Result/ ScoreCard জেনে নিতে পারবে। মনে রাখবেন এই Result কিন্তু সর্ব সর্ব ভারতীয় Rank অনুসারে প্রকাশ করা হয়ে থাকে এবং এই Result টি শুধুমাত্র আপনাকে এক বছর সাহায্য করতে পারে Admission এর ক্ষেত্রে। এ সম্বন্ধে বিস্তারিত জানব আমরা Official Notice Publish হলে।
UPSC CAPF Recruitment 2023 Exam Centres:-
Agartala | Gangtok | Panaji |
Ahmedabad | Hyderabad | Patna |
Aizwal | Imphal | Port Blair |
Almora | Itanagar | Prayagraj |
Bengaluru | Jaipur | Raipur |
Bareilly | Jammu | Ranchi |
Bhopal | Jorhat | Sambalpur |
Chandigarh | Kochi | Shillong |
Chennai | Kohima | Shimla |
Cuttack | Kolkata | Srinagar |
Dehradun | Lucknow | Thiruvananthapuram |
Delhi | Madurai | Tirupati |
Dharamshala | Mandi | Udaipur |
Dharwar | Mumbai | Visakhapatnam |
Dispur | Nagpur |
UPSC CAPF Recruitment 2023 Important Links:-
UPSC CAPF Recruitment 2023 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us On Telegram | Click Here |
FAQ:-
1. UPSC CAPF Recruitment 2023 Official Website কোনটি?
2. UPSC CAPF Recruitment 2023 Vacancy সংখ্যা কত?
3. UPSC CAPF Recruitment 2023 Last Date কবে?
4. CAPF Full From কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।