Madrasah Board পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল West Bengal Madrasah Result । যদি তুমি এই বছরের Madrasah (Alim,Fazil, High Madrasah ) এর পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই আর্টিকেলটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাদ্রাসা রেজাল্ট 2022 কিভাবে Cheak করবেন তা জানতে পারবেন ।
WB Madrasah Result 2022 Checking Process:-
Madhyamik এর মত Madrasah Board এর ও Result অনলাইনে পরীক্ষার্থীরা দেখে নিতে পারবে। নিম্নে Step by Step Result Checking Process সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করো https://wbresults.nic.in/
- সামনে পেয়ে যাবে Madhyamik Result Link সেটিতে ক্লিক করুন।
- এখন তোমাকে প্রদান করতে হবে তোমার Roll No ও Date of Birth (DD/MM/YYYY) ফরমেটে।
- এখন নিচে থাকা Submit বাটনে ক্লিক করো, তোমার সামনে এখন তোমার Result চলে আসবে , প্রয়োজন অনুসারে তুমি Result Download ও Print Out কপি ও বের করতে পারো।
পরীক্ষার্থীরা মনে রাখবে https://wbresults.nic.in/ ছাড়াও তোমরা Madrasah Board এর Official Website https://wbbme.org/ থেকেও জানতে পারবে।
- এজন্য তোমাকে Homepage এর উপরে থাকা Result অপশনে ক্লিক করো।
- Alim/Fazil/High Madrasha/ High Madrasha External এর মধ্যে থেকে বেছে নিন আপনি যেটার Exam দিয়েছিলেন।
- এখন আপনার Registration Number প্রদান করুন ও View বাটনে ক্লিক করুন।
WB Madrasah All Result Direct Download Link:-
West Bengal Madrasah Official Website | Click Here |
Alim Result Link | Click Here |
Fazil Result Link | Click Here |
High Madrasha Result Link | Click Here |
Madrasha External Result Link | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. Online এ কি Madrasah Board এর Result জানা যাবে ?
2. কবে WB Madrasah Board Result Publish হয়েছে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।