প্রাইমারি টেট ২০২২ এর জন্য আবেদন করবেন কিভাবে? | WB Primary TET 2022 Eligibility, Application Process, Documents, Direct Link more!

টেট ২০২২  | Primary TET 2022 in Bengali | West Bengal TET 2022 | WB Primary TET Notification  | Primary Teacher Recruitment | TET 2022 Exam Date | Primary TET 2022 Apply Online 

কিছুদিন আগেই TET 2022 সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন West Bengal Board of Primary Education এর Chairman মাননীয় গৌতম পাল মহাশয়। এই Press Conference এর মাধ্যমে জানানো হয়েছিল TET 2022 সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। এই সম্বন্ধে বিস্তারিত আমরা আগেই আলোচনা করেছি জানার জন্য নিম্নে প্রদান করা হাইলাইট টেক্সট এ। ক্লিক করুন।

WB Primary TET 2022 Overview:-

Recruiting Organization West Bengal Board of Primary Education 
Post Name Primary Assistant Teacher 
Vacancies 11,000+
Salary 22,000 থেকে শুরু
Job Location West Bengal 
Last Date 03/11/2022
Mode of Application Online 
Official Website https://www.wbbpe.org/ 

WB Primary TET 2022 Important Dates:-

WB Primary TET 2022 Official Notification Releasing  26/09/2022
WB Primary TET 2022 Online Application Starting  14/10/2022
WB Primary TET 2022 Online Application Closing  03/11/2022
WB Primary TET 2022 Correction Window Opening   
WB Primary TET 2022 Admit Card Releasing  
WB Primary TET 2022 Exam   
WB Primary TET 2022 Answer Key Releasing   
WB Primary TET 2022 Final Result Releasing   

WB Primary TET 2022 Vacancy সংখ্যা:-

 Press Conference এর মাধ্যমে জানানো হয়েছে যে TET 2022 এর মাধ্যমে 11,000 এর ও বেশী শিক্ষক নিয়োগ করা হবে। বিশেষ দ্রষ্টব্য যাঁরা আগের TET পাস করেছে তাদের জন্য আলাদা ভাবে Recruitment Notice জারি করা হবে। এই সময় বিস্তারিত আমরা পরে জানার চেষ্টা করব।

WB Primary TET 2022 Eligibility:-

আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সে যে ভারতীয় তার পর্যাপ্ত প্রমাণ থাকতে হবে।

Educational Qualification:- 

  • আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং সঙ্গে 2 বছরের D.El.Ed Degree থাকতে হবে।

বা 

  • আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং সঙ্গে 4 বছরের B.El.Ed Degree থাকতে হবে।

বা

  • আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং সঙ্গে Rehabilitation Council of India কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Diploma Degree অর্জন করতে হবে।

বা

  • আবেদনকারীকে যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation পাস করতে হবে 50% মার্কস সহ এবং সঙ্গে  B.Ed Degree অর্জন করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য:-  

  • ST/SC/OBC A ও B/ Ex Servicemen/ EC / Physically Handicapped/ Death in Harness অন্তর্ভুক্ত আবেদনকারীদের Higher Secondary তে 45% মার্কস পেলেও আবেদন করতে পারবে।

বা 

  • তাছাড়াও যেসব আবেদনকারীরা NCTE কর্তৃক স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই বছরের D.El.Ed Degree Final Exam এ পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে।

বা 

  • তাছাড়া যেসব আবেদনকারীরা Rehabilitation Council of India কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে D.Ed এর Final Year এর Exam প্রদান করেছে তারা আবেদন করতে পারবে।

বা 

  • তাছাড়াও যেসব আবেদনকারীরা NCTE কর্তৃক স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই বছরের B.Ed Degree Final Exam এ পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে।

WB Primary TET 2022  আবেদনের জন্য Age Limit:-

Official Notice অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ ও সর্ব নিম্ন বয়স হতে পারে যথাক্রমে 18 ও 40 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।

Category Age Relaxation 
OBC 3
ST/SC 5
P H 10

WB Primary TET 2022 Salary:-

Element  Salary 
Minimum Salary 28,900
HRA 3468
DA 867
Medical 867
Total  38,200

WB Primary TET 2022 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category Application Fees in INR 
UR  150
OBC- A & OBC-B 100
SC/ ST/ PH 50

WB Primary TET 2022 Application Process:-

WB Primary TET  2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা West Bengal Board of Primary Education এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • WBBPE বা West Bengal Board of Primary Education এর Official Website ভিসিট করুন।
  • Homepage এই আপনি পেয়ে যাবেন Online Application Link সেটিতে ক্লিক করুন বা Link Section এ প্রদান করা লিঙ্ক এ ক্লিক করুন।
  • Mobile Number সহ অন্যান্য তথ্য প্রদান করে সর্বপ্রথম Registration সম্পূর্ণ করুন।
  • Registration এর পর পাওয়া তথ্য প্রদান করে Log In করুন।
  • আপনার সামনে আসবে Application Form টি সেটির প্রয়োজন অনুযায়ী তথ্য প্রদান করে Fill Up করুন।
  • একবার যাচাই করোনি সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা।
  • নির্দেশ অনুযায়ী Documents আপলোড করুন।
  •  যদি ঠিক থাকে নির্ধারিত Application Fees প্রদান করুন।
  • এখন পরের Page এ থাকা Submit বাটনে ক্লিক করুন। ইতিমধ্যে আপনার Application Form Fill Up সম্পূর্ণ হয়েছে।
  • এখন আপনার Application Form টি Download করুন বা প্রয়োজন অনুযায়ী A4 Size Paper এ Print Out কপি বের করুন।

WB Primary TET 2022 Selection Process:-

Written Test ও Interview এর মাধ্যমে সম্পূর্ণ হবে WB TET 2022 এর Selection। এই সমন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Exam Pattern Section এ।

WB Primary TET 2022 Exam Pattern:-

  • পাঁচটি Section এ Question Paper বিভক্ত থাকবে যথা :-Child Development & Pedagogy,Language I,Language II, Mathematics, Environmental Studies

  • মোট 150 টি প্রশ্ন থাকবে Objective Type এর।
  • Exam প্রদানের জন্য সময় বরাদ্দ 150 Minutes।
  • Offline বা Pen paper ফরমেটে পরীক্ষার্থীরা এই Exam প্রদান করতে পারবে।
  • প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে পরীক্ষার্থীরা পাবে 1 নম্বর এবং এই Exam এ Negative Marking নেই।
  • Hindi, English ও Bengali Language এর মাধ্যমে পরীক্ষার্থীরা এই পরীক্ষা প্রদান করতে পারবে।

Paper

Section 

Questions

Marks

Duration

Paper I

Child Development & Pedagogy

30

30

150 Minutes 

Language I

30

30

Language II

30

30

Mathematics

30

30

Environmental Studies

30

30

Total 

150

150

WB Primary TET 2022 Admit Card:-

WB Primary TET এর Admit Card West Bengal Board of Primary Education এর Official Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে  Admit Card পরীক্ষার্থীরা December মাসের শুরু থেকে Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Regional Website থেকে।

WB Primary TET 2022 Answer Key Download Link:– 

WB Primary TET 2022 পরীক্ষার Official Answer Key Tier-1 পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে SSC প্রকাশ করে। WB Primary TETএর পরীক্ষায় প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত Rank গণনা করতে Answer Key ব্যবহার করতে পারেন।ভবিষ্যতে লিংক টি প্রদান করা হবে Answer Key  Publish করা হবে।

WB Primary TET 2022 Result:- 

অস্থায়ী WB Primary TET Answer Key ঘোষণা করার পরে, WBBPE একটি PDF ফরম্যাটে Result  ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে।WB Primary TET 2022 এর ফলাফল West Bengal Board of Primary Education এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।

WB Primary TET 2022 Important Links:-

WB Primary TET 2022 Official Notification Download Link  Click Here
Apply Now Click Here
Google News Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:- 

1. TET Full Form কি?

ANS:- Teacher Eligibility Test

2. TET 2022 Exam কবে অনুষ্ঠিত হবে?

ANS:- 11/12/2022

3. TET আর CTET কি এক?

ANS:- Eligibility এক হলেও দুটি আলাদা TET Exam টি রাজ্য সরকার গ্রহণ করে থাকে এবং অপরদিকে CTET কেন্দ্র সরকার গ্রহণ করে থাকে।

4. TET 2022 Notification West Bengal কবে Release করা হয়েছে?

ANS:- 26/09/2022 

5. TET 2022 Apply Online Link কোনটি?
6. TET 2022 Result কবে ঘোষণা করা হবে?

ANS:- এখনো জানানো হয়নি।

TET 2022 Application Form কি Offline এই Fill Up করা যাবে?

ANS:- না।

TET 2022 Online Application Starting Date কি?

ANS:- 14/10/2022

TET 2022 Online Application Closing Date কি?

ANS:- 03/11/2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *