একাদশ শ্রেণী ভূগোল সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | WBCHSE Class 11 Geography Syllabus and Number Pattern 2023

Class 11 Geography Syllabus West Bengal Board | একাদশ শ্রেণী ভূগোল সিলেবাস এবং নম্বর বিভাজন | Class 11 Geography Number Pattern | Class 11 Geography Number Pattern in Bengali

এর আগে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় বোর্ডের দেখানো পথে Madhyamik ও Higher Secondary  ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত Syllabus কাটছাঁট করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ৷ আগামী দিনের কথা চিন্তা করে West Bengal Council of Higher Secondary Education Board 2023 সালে Class 11 ও Higher Secondary এর Syllabus সম্বন্ধে বিস্তারিত আলোচনার জন্য এক মিটিংয়ের আয়োজন করা হয়। যার ফলস্বরূপ  Updated Syllabus ও Number Pattern সম্বন্ধে অফিসিয়ালি ঘোষণা করা হয় Higher Secondary Result প্রকাশ কালে।

তোমরা সবাই জানো যে অন্যা সমস্ত Syllabus এর মতো Geography Syllabus এরও এই বছর পরিবর্তন করা হয়। কিন্তু তোমরা হয়তো সবাই নতুন Syllabus সম্পর্কে অবগত না | আসছে বছর অর্থাৎ 2023 সালে Class 11 Exam  শিক্ষার্থীদের সম্পূর্ণ বিষয়ের উপর হবে, কোনো বিষয় থেকে কোনো অংশই বাদ থাকবে না |

অর্থাৎ বিগত বছর  2022 সালে যে পরিবর্তিত Syllabus এ Exam গ্রহণ করা হয়েছিলো সেটি পুনরায় সংশোধন করিয়া 2021 সালের সম্পূর্ণ Syllabus অনুযায়ী Class 11 Final Exam 2023 সালে নেওয়া হবে | Class 11 এর সকল পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা Geography বিষয়ের সম্পূর্ণ Syllabus টি সম্পর্কে নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হল |

WBCHSE Class 11 Geography Syllabus 2023 :-

প্রাকৃতিক ভূগোল:-

Sl No. Topics
1 শাস্ত্র  হিসাবে ভূগোল
2 প্রাকৃতিক ভূগোলের নীতি সমূহ
3 জীবমন্ডল
4 জলমন্ডল                        
5 জিওমোরফিক প্রক্রিয়া এবং ফলস্বরূপ ভূমিরূপ

অর্থনৈতিক ভূগোল:-

Sl No. Topics
1 সম্পদ
2 পৃথিবীর সম্পদের ব্যবহার –a) অরণ্য, b) মৎস শিকার,  c)ভূমি ব্যবহারের ধরণ, d) জলসম্পদ, e)খনিজ ও শক্তি সম্পদ , f) মানচিত্রের কাজ

WBCHSE Class 11 Geography Number Pattern 2023:-

প্রাকৃতিক ভূগোল:-

অর্থনৈতিক ভূগোল:-

বিশেষ দ্রষ্টব্য:- প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল দুটি মিলিয়ে মোট (40+30)= 70 Number এর লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং বাকি 30 Number বরাদ্দ থাকবে Practical Exam এর জন্য|        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *