উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান সিলেবাস ও নম্বর বিভাজন ২০২৩ | WBCHSE Higher Secondary Sociology Syllabus and Number Pattern 2023

WBCHSE Higher Secondary Sociology Syllabus 2023 | সমাজবিজ্ঞান সিলেবাস  নম্বর বিভাজন | WB HS সমাজবিজ্ঞান সিলেবাস| WBCHSE Higher Secondary Sociology Exam Date | Sociology Updated Syllabus and Number Pattern 2023 | উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান সিলেবাস PDF

দিন দিন Sociology বিষয়টি আমাদের মধ্যে আরও বেশি জনপ্রিয় হয়েছে ।ইতিমধ্যে আমরা আলোচনা করেছি WBCHSE Board Higher Secondary Board এর Science ও বিভিন্ন Arts Steam এর Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি Higher Secondary Sociology Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে।

বিগত দুই বছর ধরে আমরা করোনার মতো মহামারীর কবলে পড়ায়  এতদিন আমরা একটা ভয়াবহ আতঙ্ককের মধ্যে থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করেছি |করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের Higher Secondary এর Sociology পরীক্ষাও 2021 সালের সংক্ষিপ্ত Syllabus অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছিল Board ।

কিন্তু এবার Higher Secondary এর 2023 এর Question Pattern ও Number Pattern বিভাজন 2019 সালের সিলেবাস অনুযায়ী হবে। Higher Secondary এর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা 2023 সালের Sociology এর নতুন Syllabus এবং Number Pattern এর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

Number Pattern এর সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি এবার কোনরকম পরিবর্তন আনা হয়নি Number Pattern এর ক্ষেত্রে । Syllabus ও Number Pattern এর সম্বন্ধে উভয় নিম্নে আলোচনা করা হলো।

WBCHSE Higher Secondary Sociology Syllabus 2023:-

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823