কথা মতোই WBP প্রকাশিত হল WBP Wireless Operator Preliminary Result অবশেষে WBP সকল পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটল সবার জন্য খুশির খবর। দীর্ঘ অপেক্ষার পর West Bengal Police Recruitment Board প্রকাশ করল Recruitment to the post of Wireless Operator in West Bengal Police Telecommunications 2020 এর Result । এই আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি WBP Result সম্বন্ধিত Update এর সম্বন্ধে বিস্তারিত।
বিস্তারিত আলোচনার আগে জানিয়ে রাখি গত 02/11/2021 এই অনুষ্ঠিত হয়ে গেছে Wireless Operator Preliminary Exam এবং Officially Answer Key প্রকাশ করা হয় 21/02/2022 এ এবং Preliminary Final Answer Key Publish করা হয়েছে আজ অর্থাৎ 20/04/2022। প্রসঙ্গত যেসব পরীক্ষার্থীরা এই Preliminary Exam পাস করেছে তাদের পরবর্তী The Physical Measurement Test (PMT) ও Physical Efficiency Test (PET) গ্রহণ করা হবে আগামী 30/04/2022 থেকেই। পরীক্ষার্থীরা তাদের Admit Card Download করতে পারবে 25/04/2022 থেকেই।
এখনো Cut of Marks সমন্ধে বিস্তারিত আলোচনা করা হয় নি। অবশ্যই তথ্য আপডেট হলে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
WBP Wireless Operator Preliminary Final Result 2022 Download Process:-
- West Bengal Police এর Official Website ভিজিট করুন
- Recruitment Tab এ ক্লিক করুন।
- ক্লিক করলে পুনরায় Recruitment এ ক্লিক করুন।
- পরের Windows এ থাকা Recruitment to the post of Wireless Operator in West Bengal Police Telecommunications 2020 এর পাশে থাকা Get Details এ ক্লিক করুন।
- পরের Windows এ আপনার সামনে Result Checkingএর লিঙ্ক আসবে , এই লিঙ্কে ক্লিক করুন।
- পাশে থাকা Get Details এ ক্লিক করার সঙ্গে সঙ্গে Result Checking Window ওপেন হবে।
- Next Window তে আপনার জেলা নির্বাচন করুন এবং সঙ্গে প্রদান করুন আপনার Application Serial N ও DOB (DD/MM/YYYY) ফরমেটে।
- এবং Submit বাটনে ক্লিক করুন। আপনার সামনে Result চলে আসবে।
WBP Wireless Operator Preliminary Final Result 2022 Direct Link:-
WBP Wireless Operator PMT/PST Admit Card 2022 Download সম্পর্কিত তথ্য :-
পরীক্ষার্থীরা এই পরীক্ষার Admit Card গুলি 25/04/2022থেকে পশ্চিমবঙ্গ পুলিশের Official Website থেকে Download করতে পারবে। Admit Card Download করার জন্য পরীক্ষার্থীদের Application ID এবং DOB টি প্রয়োজন পরবে। নিচে Admit Card Download এর পদ্ধতি গুলি আলোচনা করা হয়েছে।
WBP Wireless Operator PMT/PST Admit Card 2022 Download Process:-
- প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে – www.wbpolice.gov.in বা https://prb.wb.gov.in/ তে যেতে হবে।
- এরপরে হোমপেজে থাকা Recruitment অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপরে – “Recruitment to the post of Wireless Operator in West Bengal Police Telecommunications 2020 “নোটিশটিতে ক্লিক করতে হবে।
- Download e-Admit Cardsঅপশন এর পাশে থাকা ‘Get Details’ এ ক্লিক করতে হবে।
- এবারে Admit Card Download এর একটি লিঙ্ক আসবে; সেই লিঙ্কে ক্লিক করতে হবে এবং 8 অক্ষরের Application ID ও DOB (DD/MM/YYYY ফরমেটে) দিয়ে Log In করতে হবে।
- Log In করার পর Admit Card টি শো করবে। এই Admit Card টি Download করে নিয়ে Print Out করে রাখতে পারেন।
WBP Wireless Operator PMT/PST Admit Card 2022 Download Direct Link :-
FAQ:-
1. WBP Wireless Operator PMT/PST এর Admit Card বা e-Call Letter কোন Website থেকে Download করা যাবে?
2. WBP Wireless Operator PMT/PST Exam কবে নেওয়া হবে?
3. WBP Wireless Operator PMT/PST Admit Card কবে থেকে Download করা যাবে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।