রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রচুর শূন্যপদে Food Supply Sub-inspector (Food SI) পদে নিয়োগ করবে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে গ্রেড-3 তে নিয়োগ করা হবে প্রার্থীদের। West Bengal Public Service Commission (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে একটি Official Notice জারি করেছে। এই সমন্ধে বিস্তারিত জানতে সম্পূর্ণ নিবন্ধ টি মনোযোগ দিয়ে পড়ুন।
সূচি
WBPSC Food SI Recruitment 2023 Overview:-
Recruiting Organization | West Bengal Public Service Commission (WBPSC) |
Post Name | Food Supply Sub-inspector (Food SI) |
Vacancy | 957+ |
Salary | 25,200 |
Job Location | West Bengal |
Job Type | State Govt. Jobs |
Last Date | |
Mode Of Application | Online |
Official Website | https://wbpsc.gov.in/ |
WBPSC Food SI Recruitment 2023 Important Dates:-
WBPSC Food SI Recruitment 2023 Short Notification Releasing | 10/05/2023 |
WBPSC Food SI Recruitment 2023 Detailed Notification Releasing | |
WBPSC Food SI Recruitment 2023 Online Application Starting | |
WBPSC Food SI Recruitment 2023 Online Application Closing | |
WBPSC Food SI Written Exam | |
Interview |
WBPSC Food SI Recruitment 2023 Vacancy সংখ্যা:-
যদিও এখনো নির্দিষ্টভাবে Vacancy সমন্ধে জানানো হয় নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী 957 জনকে Food SI পোস্ট এ নিয়োগ করা হবে । এই সমন্ধে বিস্তারিত আমরা আলোচনা করবো Official Notice প্রকাশিত হলে।
WBPSC Food SI Recruitment 2023 Eligibility:-
- আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যেহেতু আবেদনকারীকে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে যাতায়াত করতে হবে তাই অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সক্ষম হতে হবে ।
Education Qualification:-
- আবেদনকারীদের যে কোনো স্বিকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারী কে অবশ্যই বাংলা পড়তে, লিখতে এবং বলতে সক্ষম হতে হবে।
WBPSC Food SI Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:-
Official Notice অনুসারে আবেদনকারীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়সসীমা হতে হবে যথাক্রমে 40 ও 18 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সের ছাড় পেতে পারে, এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন ।
Category | Age Relaxation |
OBC | 03 |
SC/ST | 05 |
PWD | 10 |
WBPSC Food SI Recruitment 2023 Salary:-
Pay Level 6 অনুযায়ী Food SI Post এর Salary প্রদান করা হবে। এক্ষেত্রে Salary শুরু হবে 22,700 থেকে শুরু, যা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বাড়বে।
WBPSC Food SI Recruitment 2023 Application Fee:-
প্রয়োজনীয় Application Fee আবেদনকারীদের Online মাধ্যম যেমন Credit Card/ Debit Card/Net Banking/ UPI এর মাধ্যমে প্রদান করতে পারবে। নিম্নে Application Fee এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হল।
Category | Application Fee in INR |
General/OBC | 110 |
SC/ST/PWD | Not Applicable |
WBPSC Food SI Recruitment 2023 Application Process:-
WBPSC Food SI Recruitment 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব WBPSC এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- ভিসিট করুন WBPSC এর Official Website।
- Candidates Corner এ এসে One Time Registration অপশনে ক্লিক করুন।
- Mobile Number, Password, Email ID, Name, DOB, Father’s Name ও Mother Name প্রদান করে Registration সম্পূর্ণ করুন।
- এবার প্রাপ্ত ডিটেলস প্রদান করে Log In করুন।
- এবার সবার প্রথম আপনার Profile Section টি যথাযথ তথ্য প্রদান করে পূরণ করুন।
- প্রয়োজনীয় Documents Upload করুন।
- WBPSC Food SI এর পাসে থাকা Check Eligibility অপশনে ক্লিক করুন।
- পরের পেজে আপনাকে প্রদান করতে হবে আপনার Qualifications ও Experience সম্বন্ধিত তথ্যসমূহ।
- একবার চোখ বুলিয়ে নিন সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি ঠিক থাকে তাহলে Submit বাটনে ক্লিক করুন।
- প্রদান করুন আপনার Application Fees।
- ইতিমধ্যে আপনার Application সম্পন্ন হয়েছে এ সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি Confirmation mail ও Massage ।
- এবার আপনার সামনে চলে আসবে Application Form টি সেটি Download করুন বা প্রয়োজন অনুযায়ী Print Out কপি বের করুন।
WBPSC Food SI Recruitment 2023 Selection Process:-
1) Written Exam, 2) Interview এর মাধ্যমে WBPSC Food SI Recruitment এর Selection Process টি সম্পন্ন হবে।
WBPSC Food SI Recruitment 2023 Exam Pattern:-
Paper | Subject | Question Type | Total Marks | Duration |
Written Exam | General Studies | Objective | 100 | 90 Minutes |
Arithmetic | Objective | |||
Personality Test | 20 |
WBPSC Food SI Recruitment 2023 Syllabus:-
- General Studies:-Indian History, Indian Culture, Geography, Economy, Polity, Constitution, Current Affairs, Environmental Science, Science & Technology, Indian Rural Agriculture
- Sports ইত্যাদি।
- Arithmetic:- Number System, HCF and LCM, Decimal Fractions, Ratio and Proportion, Percentage, Profit and Loss, Simple and Compound Interest, Time and Work, Time and Distance, Allegation or Mixture, Average, Banker’s Discount, Binomial Theorem, Boats and Streams, Calculus, Calendar, Chain Rule, Clock, Complex Number and Quadratic Equations,Compound Interests, Coordinate Geometry, Decimal Fractions, Linear Equations, Time and Work, Time, Work, Distance,Trigonometric, True Discount, Vecto ইত্যাদি।
WBPSC Food SI Recruitment 2023 Important Links:-
WBPSC Food SI Recruitment 2023 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us On Telegram | Click Here |
FAQ:-
ANS:- https://wbpsc.gov.in/ ANS:- 2 টি পর্যায়ে, Written Exam ও Interview এর মাধ্যমে। ANS:- এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়সসীমা যথাক্রমে: 18 থেকে 40 এর মধ্যে। ANS:- 14/12/2022 ANS:- 04/01/2023 ANS:- হ্যাঁ Permanent ANS:- 957+1. WBPSC Food SI Recruitment 2023 Official Website কোনটি?
2. WBPSC Food SI Recruitment 2023 এর কয়টি পর্যায়ে Selection Process সম্পন্ন হবে?
3. WBPSC Food SI Recruitment 2023 এর আবেদনকারীদের বয়সসীমা কত?
4. WBPSC Food SI Recruitment 2023 Online Application Starting Date কি?
5. WBPSC Food SI Recruitment 2023 Online Application Last Date কি?
6. WBPSC Food SI Recruitment এর চাকরি কি Permanent ?
7. WBPSC Food SI Recruitment 2023 এর মাধ্যমে কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।