West Bengal State Electricity Distribution Company Limited বা WBSETCL পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত একটি সংস্থা যার মূল কাজ West Bengal তথা পশ্চিমবঙ্গ এ বিদ্যুতের সরবরাহ। সম্প্রতি এই সংস্থা শতাধিক Assistant Manager, Assistant Engineer, Junior Executive ইত্যাদি পদে নিয়োগের জন্য Official Notice জারি করেছে, এই সমন্ধে বাকি প্রয়োজনীয় তথ্য রইল এই প্রতিবেদনে।
WBSETCL Recruitment 2023 Overview:-
Recruiting Organization | West Bengal State Electricity Distribution Company Limited |
Post Name | Assistant Manager, Assistant Engineer, Junior Executive etc. |
Vacancies | 198 |
Salary | 1,60,500 পর্যন্ত |
Job Location | West Bengal |
Job Type | State Govt. Jobs |
Last Date | 19/05/2023 |
Mode of Application | Online |
Official Website | https://wbpower.gov.in/wbsetcl/ |
WBSETCL Recruitment 2023 Important Dates:-
WBSETCL Recruitment 2023 Official Notification Releasing | 25/04/2023 |
WBSETCL Recruitment 2023 Online Application Starting | 26/04/2023 |
WBSETCL Recruitment 2023 Online Application Closing | 19/05/2023 |
WBSETCL Recruitment 2023 Vacancy সংখ্যা:-
Post | Vacancy |
Assistant Manager (HR&A) | 10 |
Assistant Engineer (Elect.) | 25 |
Assistant Engineer (IT& CS) | 06 |
Assistant Engineer (Civil) | 20 |
Junior Executive (F&A) | 11 |
Junior Executive (Stores) | 11 |
Junior Engineer (Civil) Gr-II | 30 |
Office Executive | 60 |
Technician Gr-III | 25 |
Total | 198 |
WBSETCL Recruitment 2023 Eligibility:-
Educational Qualification:-
- Assistant Manager (HR&A):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত বিষয়ে Graduation পাস সহ দুই বছরের MBA/ MPM/ MHRM Degree পাস করতে হবে।
- Assistant Engineer (Elect.)/ (IT& CS)/ (Civil):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Engineering এর নির্ধারিত বিভাগে B.E/ B. Tech/ B. Sc Degree অর্জন করতে হবে।
- Junior Executive (F&A):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত বিষয়ে Finance & Accounts/Logistics এ Graduation পাস সহ এক বছরের PG Diploma Degree অর্জন করতে হবে।
- Junior Executive (Stores):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Finance & Accounts/Logistics এ Graduation পাস সহ এক বছরের PG Diploma Degree অর্জন করতে হবে।
- Junior Engineer (Civil) Gr-II:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ তিন বছরের Diploma Degree অর্জন করতে হবে।
- Office Executive:-আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত বিষয়ে Graduation পাস সহ উক্ত Course এ Certificate থাকতে হবে।
- Technician Gr-III:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Madhyamik পাস সহ নির্ধারিত Trade এ ITI Degree থাকতে হবে।
WBSETCL Recruitment 2023 তে আবেদনের জন্য Age Limit:-
Official Notice অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স যথাক্রমে হতে পারে 32 ও 18 বছর বয়স। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।
WBSETCL Recruitment 2023 Salary:-
Post | Salary |
Assistant Manager (HR&A) | 56,100 থেকে 1,60,500 এর মধ্যে |
Assistant Engineer | 56,100 থেকে 1,60,500 এর মধ্যে |
Junior Executive | 37,400 থেকে 1,08,200 এর মধ্যে |
Junior Engineer | 36,800 থেকে 1,06,700 এর মধ্যে |
Office Executive | 29,000 থেকে 80,4500 এর মধ্যে |
Technician Gr.-III | 23,400 থেকে 68,900 এর মধ্যে |
WBSETCL Recruitment 2023 Application Fee:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fee Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে। নিম্নে Application Fee এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Post | Category | Application Fee |
Assistant Manager (HR&A)/ Assistant Engineer(Elect.)/ Assistant Engineer (IT&CS)/ AssistantEngineer (Civil)/ Junior Executive (F&A)/ JuniorExecutive (Stores) | UR / OBC- A/ OBC-B | 400 |
SC/ ST/ PWD | Not Applicable | |
Junior Engineer (Civil) Gr.-II/ Office Executive/Technician Gr.-III | UR/ OBC-A/ OBC-B | 300 |
SC/ ST/ PWD | Not Applicable |
WBSETCL Recruitment 2023 Application Process:-
WBSETCL Recruitment 2023 এর Application Process শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব। নিম্নে Step by Step Application Process সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
- সর্বপ্রথম ভিজিট করুন WBSETCL এর Recruitment Portal।
- পরের পেজে আপনার সামনে Recruitment List আসবে তার মধ্যে RECRUITMENT FOR VARIOUS POSTS এর পাসে থাকা Click Here to Apply Online বাটনে ক্লিক করুন।
- এবার To Register এর পাসে থাকা Click Here অপশনে ক্লিক করুন।
- Post, Name, Email, Phone Number, Captcha Code ইত্যাদি প্রদান করে Registration সম্পূর্ণ করুন।
- প্রাপ্ত তথ্য প্রদান করে Log In করুন।
- পরের Page এ Application Form টি আসবে। আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করে Application Form টি পূরণ করুন।
- আপনার প্রয়োজনীয় Documents গুলি Upload করুন।
- একবার দেখে নিন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা।
- যদি ঠিক থাকে তাহলে Submit Option এ Click করুন।
- প্রয়োজনীয় Application Fee প্রদান করুন।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
WBSETCL Recruitment 2023 তে আবেদনের জন্য Important Documents:-
- সাম্প্রতিক সময়ে তোলা Photograph 50 থেকে 80 KB এর মধ্যেJpg/jpeg ফরমেটে
- Signature (Black ink pen) 50 থেকে 80 KB এর মধ্যে Jpg/jpeg ফরমেটে
WBSETCL Recruitment 2023 Selection Process:-
তিনটি পর্যায়ে সম্পূর্ণ হবে এই Recruitment এর Selection যথা:-
- Computer Based Test (CBT)
- Personal Interview
- Pre-Employment Medical Test
WBSETCL Recruitment 2023 Important Links:-
WBSETCL Recruitment 2023 Short Notification Download Link | Click Here |
WBSETCL Recruitment 2023 Detailed Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. WBSETCL Recruitment 2023 Official Website কি?
2. WBSETCL Recruitment 2023 এর জন্য আবেদন এর Starting Date কি?
3. WBSETCL Recruitment 2023 এর আবেদন এর জন্য Last Date কি?
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে WBSETCL Recruitment 2023 এর মাধ্যমে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।