প্রিয়ংবদা বিড়লা বৃত্তি। Priyamvada Birla Scholarship । Priyamvada Birla Scholarship Last Date । Priyamvada Birla Scholarship Amount
নতুন Session শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য চলে এসেছে একের পর এক Scholarship । কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম Tata Capital Pankh ,IDFC First MBA ইত্যাদি Scholarship এর সম্বন্ধে, না জানলে আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ Scholarship যা Private Sector কর্তৃক প্রদত্ত। এই Scholarship এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ Feature এই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য । আজ তোমরা বিস্তারিত জানতে চলেছ Priyamvada Birla Scholarship এর সম্বন্ধে। এই Scholarship এর সম্বন্ধে তোমাদের মনে যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং কমেন্ট সেকশনে ও জানাতে পারো।
Priyamvada Birla Scholarship কী?
শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে দাতব্য ও অন্যান্য জনকল্যাণমূলক কাজ চালানোর উদ্দেশ্যে নির্মাণ করা হয় The Madhav Prasad Priyamvada Birla Apex Charitable Trust ⁷Smt Priyamvada Birla 2001সালে। প্রাথমিকভাবে এই সংস্থা চালানোর দায়িত্ব নেন শ্রীমতি Priyamvada Birla এবং তার কার্য কালে এই সংস্থা শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বৃহৎ উদ্দেশ্য সামনে অগ্রণী ভূমিকা পালন করে । Smt Priyamvada Birla এর প্রয়াণের পর সেহাদ্দ্র স্মৃতিতে শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য প্রিয়ংবদা বিড়লা বৃত্তি বা Priyamvada Birla Scholarship প্রদানের সূচনা করা হয় 2013 সালে।
Priyamvada Birla Scholarship প্রদানের উদ্দেশ্য কি ?
এই প্রকল্প সূচনায় মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের যেসব গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে তাদের উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য প্রদান করা। অনেক ক্ষেত্রেই দেখা যায়ছাত্রছাত্রীরা অর্থের অভাবে শিক্ষা গ্রহণে অক্ষম হয়, এই সমস্যার স্থায়ী সমাধান এই Scholarship প্রদান এর মূল লক্ষ্য।
Priyamvada Birla Scholarship Important Dates:-
Priyamvada Birla Scholarship 2022 Online Application Starting | Coming soon |
Priyamvada Birla Scholarship 2022 Online Application Closing | Coming soon |
Priyamvada Birla Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
পশ্চিমবঙ্গের যেসব ছাত্র-ছাত্রীরা Higher Secondary পাস করে Full Time BA/B.Com/B.Sc ইত্যাদি Degree এর জন্য Admission নিয়েছে এবং যাদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল নয় তারা সবাই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। এই সমন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Eligibility Section এ।
Priyamvada Birla Scholarship এর Eligibility:-
- Course, Discipline and Institute(পাঠক্রম, শাখা, শিক্ষাপ্রতিষ্ঠান):- আবেদন করে ছাত্র ছাত্রীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Full Time General Degree যেমন:- (B.A/ B.Sc/ B.Com) , Professional Degree (B.B.A / B.C.A /L.L.B) Engineering (B.E /B.Tech ) Medicine (M.B.B.S/B.D.S) থেকে প্রতিবছর 25 জন আবেদনকারী পেতে পারে এই Scholarship । বিশেষ দ্রষ্টব্য Pass ও Honours উভয় গ্রহণযোগ্য।
- Family Income (পারিবারিক আয়):- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে 75,000 এর কম।
- Age Limit:- 4 July 2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারী সর্বোচ্চ 25 বছর।
Priyamvada Birla Scholarship 2022 Selection Process:-
উপরিউক্ত Eligibility যাদের আছে তাদের Qualifications এর ভিত্তিতে একটি Merit List প্রস্তুত করা হবে এবং Short Listing এর মাধ্যমে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের প্রদান করা হবে এই Scholarship ।
Priyamvada Birla Scholarship 2022 Distribution Process:-
ভর্তির প্রথম বছর থেকে ছাত্র বা ছাত্রী Scholarship Amount Demand Draft বা Electronic Transfer এর মাধ্যমে তাদের নিজের Bank Account এ পেয়ে5 যাবে। Scholarship প্রাপক যদি অসদুপায় অবলম্বন করে তাহলে সে ক্ষেত্রে Scholarship Amount প্রদান করা বন্ধ করাও হতে পারে।
Priyamvada Birla Scholarship 2022 এর Scholarship Amount/ Benefits:-
Scholarship প্রাপক ছাত্র বা ছাত্রী প্রতি বছর সর্বোচ্চ 24000 পর্যন্ত পেতে পারে যার মাধ্যমে ছাত্র-ছাত্রী Tuition Fees, থাকা-খাওয়া সহ আনুষঙ্গিক খরচ মেটাতে পারবে । সর্বমোট Scholarship Amount হতে পারে 96000 টাকা। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে সমস্ত ছাত্র ছাত্রী কে প্রথম প্রচেষ্টায় পাস করতে হবে সমস্ত Exam।
Priyamvada Birla Scholarship 2022 এর Application Process:-
Priyamvada Birla Scholarship 2022 এর জন্য Online এই একমাত্র আবেদন সম্ভব। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
এ সম্বন্ধে বিস্তারিত পরে আলোচনা করব।
Priyamvada Birla Scholarship 2022 এর Application Fees:-
Not Applicable
Priyamvada Birla Scholarship 2022 আবেদনের জন্য Important Documents:-
- Last পাস করা Exam এর Mark Sheet এর Xerox Copy।
- Higher Secondary /SSLC/HSC এর Marksheet এর Xerox Copy।
- জেলাশাসক/কালেক্টর /BDO Officer/মহাকুমার অফিসার এর থেকে প্রাপ্ত Income Certificate এর Xerox Copy।
- Annual Fees প্রদান করেছেন এমন প্রমাণ করবে এমন Documents এর Xerox Copy।
- ছাত্র-ছাত্রীর Admission এর Proof এর Xerox Copy।
- যারা Hostel এ থেকে পড়াশোনা করছেন তাদের জন্যে Annexure Iv।
- আবেদনকারী Persons with Disabilities হলে তার প্রমানপত্রের Xerox Copy।
Priyamvada Birla Scholarship 2022 এর Renewal:-
প্রতিবছর Renewal এর জন্য পৃথকভাবে Application Form প্রকাশ করা হয় যা প্রাপক কে প্রয়োজনীয় Documents সহ নিম্নে প্রদান করা Address এ ডাক যোগের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
- বিগত বছরের বৃত্তি প্রাপ্ত সমর্থনে Documents
- বর্তমান বছরের/ সেমিস্টারের Result
- প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ পত্র।
বোর্ড অফ ট্রাস্টিজ, মাধব প্রসাদ প্রিয়ংবদা বিড়লা আফ্রিক্স চ্যারিটিবল ট্রাস্ট অবধারণ সাউথ পয়েন্ট হাই স্কুল 82/7 এ বালিগঞ্জ প্রেস কলকাতা 700019
Priyamvada Birla Scholarship 2022 এর (Duration) টাকা কখন এবং কোন সময়ের জন্য দেওয়া হয় :-
যতদিন পর্যন্ত চলবে Course চলবে ততদিন প্রার্থীরা এই Scholarship পাবে। সাধারণত Course চলাকালীন সময় প্রদান করা হয়ে থাকে এই Scholarship Amount।
Priyamvada Birla Scholarship 2022 এর Bank Account সম্বন্ধিত Details :-
Scholarship এর টাকা নিজস্ব Bank Account পেতে গেলে প্রার্থীদের নিজস্ব একটি Savings Account থাকতে হবে। Account Number টি বৈধ এবং চালু থাকতে হবে, । সঙ্গে Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
Priyamvada Birla Scholarship 2022 এর Important Links:-
Priyamvada Birla Scholarship Bengali Official Notice Download Link | Click Here |
Priyamvada Birla Scholarship English Official Notice Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Priyamvada Birla Scholarship 2022 Contact Details:-
82/7 এ বালিগঞ্জ প্রেস কলকাতা 700019
Telephone- 033 2440 5115/4003/5042 Fax:- 033 2460 2424
Website:- pbs.southpoint.edu.in Email :- pbs@southpoint.edu.in
FAQ:-
1. Priyamvada Birla Scholarship Last Date কি?
2. Priyamvada Birla Scholarship Amount কি?
3. Priyamvada Birla Scholarship Official Website কোনটি?
4. Priyamvada Birla Scholarship Apply কি Offline এ সম্ভব?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।