প্রচুর ভেটেরিনারি অফিসার নিয়োগ শুরু হয়ে গেছে, জানুন বিস্তারিত | WBPSC Veterinary Officer Recruitment 2023 Last Date, Eligibility, Selection more!

পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত চাকরি প্রার্থীর এই স্বপ্ন থাকে WBPSC এর অন্তর্গত বিভিন্ন সম্মানীয় Post এ চাকুরী করার। যদি আপনার মনেও এই রকমই ইচ্ছা থেকে তাকে তাহলে অবশ্যই আজকের আর্টিকেলটি ভালোভাবে পড়ুন কারণ এই আর্টিকেল আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। প্রতিবছরের মতো এই বছরেও WBPSC এর পক্ষ থেকে Veterinary Officer পদে নিয়োগ এর জন্য Officially Notice জারি করা হয়েছে।কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই Recruitment এর Online Application, এই সম্বন্ধে বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

WBPSC Veterinary Officer Recruitment 2023 Overview:-

Recruitment Organization West Bengal Public Service Commision 
Post Name Veterinary Officer
Vacancies 158
Salary 56,100 থেকে
Job Type State Government Health Recruitment 
Job Location West Bengal
Last Date 20/02/2023
Mode of Application Online 
Official Website  https://wbpsc.gov.in/  

WBPSC Veterinary Officer Recruitment 2023 Important Dates:-

WBPSC Veterinary Officer Short Notification Releasing  10/12/2022
WBPSC Veterinary Officer Detailed Notification Releasing 19/12/2022
WBPSC Veterinary Officer Recruitment 2022 Online Application Starting 30/01/2023
WBPSC Veterinary Officer Recruitment 2022 Online Application Closing 20/02/2023
Last Date of Paying Application Fees Online  20/02/2023
Last Date of Paying Application Fees Offline (Challan)  20/02/2023
Online Correction Window Opening  01-08/03/2023
Written Test  

WBPSC Veterinary Officer Recruitment 2023 Vacancy সংখ্যা:-

Official Notice অনুসারে এই Recruitment Notice এর মাধ্যমে 158 জন কে নিয়োগ করা হবে Veterinary Officer পদে, Category অনুযায়ী Vacancy এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।

Category  Vacancy
UR 76
SC 31
ST 08
OBC A 17
OBC B  12
PWD 14
Total  158

WBPSC Veterinary Officer Recruitment 2023 Eligibility:-

Educational Qualification:-

আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Veterinary Science বা Animal Husbandry তে B.V.Sc. বা A.H. বা B.V.Sc. পাস করতে হবে এবং Bengali ও Nepali ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

WBPSC Veterinary Officer Recruitment 2023 আবেদনের জন্য Age Limit:-

Official Notice অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 36 বছর বয়স।Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।(বিশেষ দ্রষ্টব্য:- যেসব আবেদনকারীরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় তারা বয়সে কোনো ছাড় পাবে না।)

Category  Age Relaxation 
ST/SC  5
OBC  3
PWD 45 বছর পর্যন্ত

WBPSC Veterinary Officer Recruitment 2023 Salary:-

2019 এর Pay Revision অনুযায়ী একজন Veterinary Officer  প্রতি মাসে Entry Level এ Basic Pay হবে 56,100 থেকে শুরু এবং সঙ্গে 12% HRA ও Medical Allowances হিসেবে 500 টাকা, অর্থাৎ Total Salary শুরুতে হতে পারে 65,015 টাকা থেকে 1,44,300 এর মধ্যে।

WBPSC Veterinary Officer Recruitment 2023 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking / Bank Challan এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
UR/EWS/OBC  210
ST/SC/PWD Not Applicable

WBPSC Veterinary Officer Recruitment 2023 Application Process:-

WBPSC Veterinary Officer Recruitment 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব WBPSC এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ভিসিট করুন WBPSC এর Official Website।
  • Candidates Corner এ এসে One Time Registration অপশনে ক্লিক করুন।
  • Mobile Number, Password, Email ID, Name, DOB, Father’s Name ও Mother Name প্রদান করে Registration সম্পূর্ণ করুন।
  • এবার প্রাপ্ত ডিটেলস প্রদান করে Log In করুন।
  • এবার সবার প্রথম আপনার Profile Section টি যথাযথ তথ্য প্রদান করে পূরণ করুন।
  • প্রয়োজনীয় Documents Upload করুন।
  • WBPSC JE  এর পাসে থাকা Check Eligibility অপশনে ক্লিক করুন।
  • পরের পেজে আপনাকে প্রদান করতে হবে আপনার Qualifications ও Experience সম্বন্ধিত তথ্যসমূহ।
  • আপনার সুবিধামতো Exam Center Select করুন।
  • একবার চোখ বুলিয়ে নিন সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি ঠিক থাকে তাহলে Submit বাটনে ক্লিক করুন।
  • প্রদান করুন আপনার Application Fees।
  • ইতিমধ্যে আপনার Application সম্পন্ন হয়েছে এ সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি Confirmation mail ও Massage ।
  • এবার আপনার সামনে চলে আসবেApplication Form টি সেটি Download করুন বা প্রয়োজন অনুযায়ী Print Out কপি বের করুন।

WBPSC Veterinary Officer Recruitment 2023 আবেদনের জন্য Important Documents:-

Documents  Height/Weight  Pexels /File Size
Passport Size Color Photo 4.5 cm  × 3.5 cm  100KB ও 100 DPI এর মধ্যে
Signature    10KB – 20KB এর মধ্যে

WBPSC Veterinary Officer Recruitment 2023 Selection Process:-

দুইটি পর্যায়ে সম্পূর্ণ হবে WBPSC Veterinary Officer  Recruitment 2023 এর Selection যথা :- 

  • Written Exam 
  • Interview 

WBPSC Veterinary Officer Recruitment 2023 Important Links:-

WBPSC Veterinary Officer Recruitment 2023 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:- 

1. WBPSC Veterinary Officer Recruitment 2023 Notification কবে Release হয়েছে?
ANS:- 10/12/2022
2. WBPSC Veterinary Officer Recruitment 2023 Online Application Starting Date কি?
ANS:- 30/01/2023
3. WBPSC Veterinary Officer Recruitment 2023 Online Application Last Date কি?
ANS:- 20/02/2023
4. WBPSC Veterinary Officer Salary কি ?
ANS:- 65,015 টাকা থেকে 1,44,300 এর মধ্যে।
5. WBPSC Veterinary Officer এর চাকরি কি Permanent ?
ANS:- হ্যাঁ Permanent
6. WBPSC Veterinary Officer Recruitment 2022 এর মাধ্যমে কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে?
ANS:- 158

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823