Accenture এখন ছাত্র ছাত্রী দের প্রদান করছে 1,00,000 টাকা | Accenture Innovation Challenge 2022 Benefits, Eligibility, Dates, Selection more!

Accenture একটি  আন্তর্জাতিক Professional Service প্রদান সংস্থা যা  মূলত কাজ করে থাকে Digital, Cloud, Security তে। বর্তমানে এই সংস্থাটি 40 টির ও বেশি ক্ষেত্রে নিযুক্ত রয়েছে। কর্মজোরে এই সংস্থাটি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ Advanced Technology ও Intelligence Operations Centre। সম্প্রতি এই সংস্থা Undergraduate ও Postgraduate এ পাঠরত ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে বড় সুযোগ যথা Accenture Innovative Challenge , যার মাধ্যমে যে কোন ছাত্র বা ছাত্রী পেতে পারে 1 Lakh টাকার পুরস্কার।

Accenture Innovation Challenge 2022 কি?

অন্যান্য প্রসিদ্ধ IT Company এর মতো Accenture ও সমাজ তথা যুব সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতবাসীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ভারতবর্ষের যুব সমাজের কথা মাথায় রেখে নিয়ে এসেছে Accenture Innovation Challenge যার জন্য সর্বভারতীয় সমস্ত Undergraduate ও Postgraduate পাস ছাত্র ছাত্রী আবেদন করতে পারবে। 

এই বারের Competition এর Theme হলো  ‘Innovate for 360° Value’ যার লক্ষ্য যুবক যুবতীদের কাছে নতুন Career বেছে নেওয়ার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুবিধা উপস্থাপন করা। তিনটি Category তে এইবারের Accenture Challenge টি অনুষ্ঠিত হবে যথা:-Innovate for Business, Innovate for Society বা Innovate for a Sustainable World। যাদের উপরিলুক্ত বিষয় গুলি সম্বন্ধে নিশ্চিত ধারণা রয়েছে তারা সহজেই পেতে পারে এই Challenge এর Benefits।

 Accenture Innovation Challenge 2022 এর উদ্দেশ্য কী?

  • ভারতবর্ষের যুবক যুবতীদের যুগোপযোগী অত্যাধুনিক Skil শেখার ক্ষেত্রে উৎসাহ প্রদান।
  • Undergraduate ও Postgraduate পাস করা ছাত্রছাত্রীদের কাছে নতুন নতুন Career Opportunities নিয়ে আসা।
  • সমস্ত ছাত্রছাত্রীদের মনে Innovation এর প্রতি আগ্রহ সঞ্চার।

 Accenture Innovation Challenge 2022 Important Dates :-

Accenture Innovation Challenge 2022 Online Application Starting  25/09/2022
Accenture Innovation Challenge 2022 Online Application Closing   25/09/2022

Accenture Innovation Challenge 2022 এর জন্য কারা আবেদন করতে পারবে?

 ভারতবর্ষের সমস্ত Full Time Undergraduate ও Postgraduate পাশ করা যেসব ছাত্রছাত্রীদের Innovate for Business, Innovate for Society বা Innovate for a Sustainable World এর সম্বন্ধে বিস্তৃত ধারণা রয়েছে তারা আবেদন করতে পারবে এই Challenge এর জন্য । 

Accenture Innovation Challenge 2022 এর Selection Process:-

3 টি Category তে যেকোনো একটি Category তে আবেদন করতে পারবে আবেদনকারী । সেই Category অন্তর্ভুক্ত আবেদনকারীর বয়স Qualification ও Innovative Ideas এর উপর নির্ভর করে বিজেতা চয়ন করা হবে।

Accenture Innovation Challenge 2022 এর Amount/Benefit :-

Challenge এর জন্য  নির্বাচিত শিক্ষার্থীরা প্রত্যেক বছর 1 Lakh টাকা করে পাবে।এছাড়াও পেতে পারেন 2 টি Post এর সুবর্ণ চাকির সুযোগ(Associate Software Engineer and System and Application Services Ass)। Challenge জয়ী প্রার্থীদের প্রদত্ত অর্থের পরিমাণ নিম্নে প্রদান করা হলো।

  • Winners – প্রতি দলের সদ্দসদের INR1,00,000
  • First Runners Up –প্রতি  দলে সদ্দসদের INR 75,000
  • Second Runners Up – প্রতি দলএর সদ্দসদের INR 75,000
  • Jury’s Choice – প্রতি দলের সদ্দসদের INR 25,000
  • Next 5 Runners Up – প্রতি দলের সদ্দসদের INR 20,000 

Accenture Innovation Challenge 2022 এর Eligibility:-

  • আবেদনকারী কে অবশ্যই Full Time Undergraduate বা Postgraduate Degree অর্জন করতে হবে ।
  • আবেদনকারি প্রার্থী 2 ভাবে আবেদন করতে পারেব যথা:- এককভাবে এবং দলের মাধ্যমে ( সর্বোচ্চ তিনজন একটি দলে থাকতে পারে) ।
  • দলের মাধ্যম যদি আবেদনকারীরা আবেদন করে তাহলে , দলের সকল  সদ্দসদের একই Degree তে হতে হবে।
  • সেই দলের মধ্যে আবেদনকারিরা ভিন্ন College বা ভিন্ন বয়েস বা ভিন্ন Degree তে পড়াশুনা করলেইও এই Challenge এর জন্য  আবেদন করতে পারবে ।

Accenture Innovation Challenge 2022 এর Application Process:- 

  • ভিজিট করুন Accenture Innovation  এর Website এর Career portal এ। 
  • প্রয়োজনীয় তথ্য প্রদান করে Signup করুন www.unstop.com
  • Register করুন Accenture Innovation Challenge এর জন্য। 
  • অপেক্ষা করুন  Confirmation এর জন্য।

Accenture Innovation Challenge 2022 এর Renewal:-

 এই Challenge এর  জন্য কোন প্রকার Renewal  এর প্রয়োজন নেই। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা একবার এই Challenge এর  জন্য আবেদন করলে সেই Course টি শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক বছরে শিক্ষার্থীরা এই Challenge পাবে।

Accenture Innovation Challenge 2022 এর টাকা কখন( Duration) দেওয়া হয় ?

Challenge টি অ্যাপ্রুভ হওয়ার পরে যতদিন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট Course টি সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই Challenge এর   ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু যদি ছাত্রছাত্রীরা কোন বছর বা সেমিস্টারের পরীক্ষা তে ব্যর্থ হয় তবে তার জন্য Challenge প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।

Accenture Innovation Challenge 2022 এর সংক্রান্ত Important Terms and Conditions : –

  • ইচ্ছুক প্রার্থীদের Challenge এর জন্য আবেদন করার পূর্বে Challenge সংক্রান্ত সমস্ত বিষয় গুলি ভালোভাবে জেনে নিতে হবে।
  • আবেদনের শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করার কোন প্রয়োজন নেই, শিক্ষার্থীরা প্রয়োজনীয় Documents গুলি একত্রিত করে নিয়ে অতিসত্বর আবেদন করতে পারে।
  • আবেদনের সময় প্রার্থীদের একটি বৈধ Mobile Number এবং Valid Email ID  ব্যবহার করতে হবে কারণ এই তথ্যগুলি ভবিষ্যতে প্রয়োজন হতে পারে ,
  • আবেদনকারীদের সাম্প্রতিককালে তোলা একটি ছবি ব্যবহার করতে হবে,
  • Mobile Phone থেকে কোনমতেই আবেদন করা উচিত নয়, এতে ফরম পূরণ করতে সমস্যা হতে পারে।
  • সর্বদাই Laptop কিংবা Desktop থেকে Form Submit  করতে হবে।

Accenture Innovation Challenge 2022 এর Contact Details?

Email:[email protected] 

Accenture Innovation Challenge 2022 এর Important Links:-

Accenture Innovation Challenge 2022 Official Notification Download Link Click Here 
Apply Now  Click Here 
Google News  Follow Us 
Join Us On Telegram   Click Here 

FAQ:-

1. Accenture Innovation Challenge 2022 এর Online Application Starting Dates?

ANS:- 25/09/2022

2. Accenture Innovation Challenge 2022 এর Online Application Closing Dates?

ANS:- 25/10/2022

3. Accenture Innovation Challenge 2022  এর Official Website কোনটি?

ANS: – www.unstop.com 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *