Aditya Birla Group ভারতের খ্যাতনামা কয়েকটি শিল্পগোষ্ঠীর মধ্যে অন্যতম। এই Group ভারতসহ সম্পূর্ণ বিশ্বে বিভিন্ন রকমের সার্ভিস প্রদান করে থাকে । Covid 19 এর কারণে অনেক শিক্ষার্থীরা বিপদে পড়েছেন তাদের এই সমস্যা থেকে উদ্ধারের জন্য Aditya Birla Group Scholarship প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আজ আমরা Aditya Birla Group কর্তৃক প্রদত্ত Aditya Birla Capital Covid Scholarship এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি ।
Aditya Birla Capital COVID Scholarship Program কী ?
ভারতবর্ষের মধ্যে করণা অতিমারীর কারণে বিশেষভাবে প্রভাবিত পরিবারগুলিকে আর্থিক সাহায্য প্রদান করতে যেমন সরকারিভাবে কিছু উদ্যোগ মূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে একইভাবে সেই সমস্ত পরিবারকে সাহায্য করতে কিছু বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। এরকমই বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত অন্যতম একটি Scholarship প্রকল্প হল Aditya Birla Capital COVID Scholarship Program। Aditya Birla Capital Foundation এর দ্বারা এই Scholarship টি পরিচালনা করা হয়। প্রথম শ্রেণী থেকে শুরু করে Undergraduate স্তর পর্যন্ত যে সমস্ত ভারতীয় ছাত্র ছাত্রীরা Pandemic পরিস্থিতির মধ্যে তাদের পিতামাতা অথবা পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তিকে করণা অতিমারীর কারণে হারিয়েছে, তাদের জীবনে এই Scholarship এর গুরুত্ব অপরিসীম। বিদ্যালয় স্তরে সর্বাধিক 30000 টাকা এবং কলেজ স্তরে সর্বাধিক 60000 টাকা পর্যন্ত Scholarship প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। যদিও এই প্রকল্পের সূচনা করেছে Aditya Birla Capital Foundation, তবুও প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে একটি অন্যতম অংশীদার হলো Buddy4Study।
Aditya Birla Capital COVID Scholarship Program প্রদানের উদ্দেশ্য কী?
করোনা পীড়িত পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো একটি শক্তিশালী আর্থিক সহায়তা প্রদান করা। এই Scholarship প্রদানের মাধ্যমে ছাত্রছাত্রীরা পরিবারের আর্থিক অভাব-অনটন কাটিয়ে নিশ্চিন্তে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 Important Dates:-
Aditya Birla Capital COVID Scholarship 2022 Online Application Starting | |
Aditya Birla Capital COVID Scholarship 2022 Online Application Closing | 31/10/2022 |
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
ভারতবর্ষে বসবাসকারী প্রথম শ্রেণী থেকে শুরু করে Undergraduate স্তর পর্যন্ত যেসমস্ত ছাত্রছাত্রীরা করণা মহামারীর কারণে তাদের পিতামাতা অথবা পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তিকে হারিয়েছে তারা সকলেই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। নিম্নে Scholarship এর প্রকারভেদ, Scholarship এর মাধ্যমে প্রদেয় অর্থ এবং তার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 এর Selection Process:-
- প্রথমে Aditya Birla Capital COVID Scholarship এর বিশেষজ্ঞরা Online এবং Offline এ জমা করা আবেদন পত্র গুলী ভালোভাবে যাচাই করবেন এবং যোগ্য প্রার্থীদের নাম গুলি আলাদা একটি তালিকার অন্তর্ভুক্ত করবেন।
- এরপরই এই তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে একটি Interview পরীক্ষা নেওয়া হবে। এই Interview পরীক্ষাটি Scholarship প্রকল্পের নিজস্ব ভবনে অর্থাৎ রাজধানী শহর কলকাতায় আয়োজিত হবে।
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 এর Distribution Process:-
Scholarship এর জন্য নির্বাচিত প্রার্থীদের সরাসরি তাদের Bank Account এর মাধ্যমে এই Scholarship এর টাকা প্রদান করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের নিজেদের নামে একটি Valid Bank Account থাকতে হবে এবং Bank Account এর সঙ্গে Aadhar Card গুলি অবশ্যই সংযুক্ত থাকতে হবে।
Types of Aditya Birla Capital COVID Scholarship Program (প্রকারভেদ ):-
এই Scholarship টি 2টি পদ্ধতিতে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। যথা –
- Aditya Birla Capital COVID Scholarship for School Students 2022
- Aditya Birla Capital COVID Scholarship for College Students 2022
Aditya Birla Capital COVID Scholarship 2022 এর Eligibility:-
Education Qualification:
School Student:-
- ইচ্ছুক আবেদনকারীকে প্রথমত একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং ভারতবর্ষের কোন একটি স্বীকৃত বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে।
- আবেদনকারীর পরিবার করোনা প্রভাবিত পরিবার হতে হবে অর্থাৎ আবেদনকারীর পিতা মাতা অথবা পরিবারের উপার্জনকারী ব্যক্তি করণা আক্রান্ত হয়ে মারা গেলে তবে এই Scholarship এর জন্য আবেদন করা যাবে।
- প্রার্থীকে একটি স্বীকৃত বিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং তাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে।
College Student:-
- আবেদনকারীকে প্রথমত একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং ভারতবর্ষের কোন একটি স্বীকৃত কলেজে Undergraduate Degree তে ভর্তি হতে হবে।
- Undergraduate Degree তে General Degree Course এবং Professional Degree Course উভয় বিভাগের ছাত্র ছাত্রীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
- আবেদনকারীর পরিবার করোনা প্রভাবিত পরিবার হতে হবে অর্থাৎ আবেদনকারীর পিতা-মাতা অথবা পরিবারের উপার্জনকারী ব্যক্তি করণা আক্রান্ত হয়ে মারা গেলে তবে এই Scholarship এর জন্য আবেদন করা যাবে।
- প্রার্থীকে সরকার স্বীকৃত একটি কলেজে ভর্তি হতে হবে এবং তাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে।
Family Income:-
আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় INR 6,00,000 এর কম হতে হবে ।
Aditya Birla Capital COVID Scholarship 2022 এর Amount/Benefit:-
আবেদনকারী শিক্ষার্থী কে শিক্ষার্থীর Course চলাকালীন প্রতিবছর Course অনুযায়ী Scholarship এর টাকা দেওয়া হবে। আশা রাখছি এই Scholarship ( বৃত্তি) দিয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা ক্ষেত্রে যাবতীয় খরচ গুলি বহন করতে সক্ষম হবে ও তারা তাদের জীবন লক্ষ্যে পৌঁছতে পারবে।
Course |
Amount |
For School Students |
|
প্রথম শ্রেনি থেকে অষ্টম শ্রেনি |
INR 24,000 |
নবম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেনি |
INR 30,000 |
For College Students |
|
General UG course |
INR 36,000 |
Professional UG course |
INR 60,000 |
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 এর Application Process :-
- যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন https://www.buddy4study.com
- লিংকে ক্লিক করলে Aditya Birla Capital COVID Scholarship Program এর হোমপেজটি ওপেন হবে,
- এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
- Email/Mobile/Facebook/Gmail Account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID তৈরি করতে হবে এবং এই ID দিয়ে Scholarship এর জন্য Log In করতে হবে।
- এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
- ‘Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’ বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে। সমস্ত Form টি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 এর আবেদনের জন্য Important Documents:-
Online এ আবেদন করার সময় নিম্নলিখিত Documents গুলি পোর্টালে আপলোড করতে হবে –
- বিগত বর্ষের পরীক্ষার Marksheet।
- একটি সরকার স্বীকৃত পরিচয় পত্র (Aadhar Card , Voter Card, Pan Card বা Driving Licence হতে পারে),
- পিতা-মাতা অথবা পরিবারের উপার্জনকারী ব্যক্তির করণা আক্রান্ত হয়ে মারা যাবার প্রমাণ,
- চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির একটি প্রমাণ পত্র
- পরিবারের Annual Income Certificate
- ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য
- আবেদনকরীর Passport Size Photo
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 এর Renewal:-
এই Scholarship প্রকল্পটি এককালীন সময়ে প্রদেয় । করণা প্রভাবিত পরিবারের মহিলা শিক্ষার্থীদের Graduation Degree এর পড়াশোনা চালিয়ে যাবার জন্য এককালীন 25000 টাকা Scholarship প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এজন্য Scholarship Renew করার কোন প্রয়োজন নেই। যদি Scholarship Renew করার প্রয়োজন হয় তবে পরবর্তীতে Scholarship প্রদানকারী সংস্থা বিষয়টি জানিয়ে দেবে।
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
Scholarship প্রদানকারী সংস্থা এই Scholarship এর মেয়াদ সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ করেনি। এই Scholarship টি এককালীন প্রদেয় অর্থ হিসেবে ছাত্রীদের মধ্যে প্রদান করা হয়। করণা প্রভাবিত পরিবারের মহিলা শিক্ষার্থীরা Graduation Degree এর পড়াশোনা চলাকালীন সময়ে এককালীন ভাবে এই Scholarship পেয়ে থাকে।
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 এর Terms and Conditions:-
- Scholarship এর টাকা টি নির্বাচিত প্রার্থীদের মধ্যে এককালীন প্রদেয় অর্থ হিসাবে প্রদান করা হবে। এজন্য Scholarship Renew করার কোন প্রয়োজন নেই।
- Scholarship এর জন্য আবেদন করার পূর্বে প্রার্থীদের Scholarship সংক্রান্ত সমস্ত জরুরি বিষয় গুলি ভালোভাবে জেনে নিতে হবে।
- আবেদনকারীদের কাছে অবশ্যই একটি বৈধ এবং অ্যাক্টিভ Mobile Number থাকতে হবে যাতে পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করতে কোন প্রকার অসুবিধা না হয়।
- Scholarship এর জন্য আবেদন করার পূর্বে প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় Document গুলি একত্রিত করে নিতে হবে।
- এবং অবশ্যই Form Submit করার পূর্বে সমস্ত Form ভালোভাবে দেখে নিয়ে তারপরে Submit করতে হবে।
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 এর Contact Details:-
- Toll Free Number: 011-430-92248 (Ext- 268) (Monday to Friday – 10:00 AM to 6PM)
- E Mail:- adityabirlacapital@buddy4study.com
Aditya Birla Capital COVID Scholarship Program 2022 Important Links:-
Aditya Birla Capital COVID Scholarship 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:–
1. Aditya Birla Scholarship Amount কি?
2. Aditya Birla Scholarship 2022 এর Last Date কবে?
3. Aditya Birla Scholarship 2022 Application Form কেমন করে Download করবেন?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।