IAF এ Fighter Pilot হতে চান, চলে এলো সুবর্ণ সুযোগ | AFCAT 1 2023 Notification Releasing, Exam Date, Eligibility, Vacancy more!

আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন রয়েছে Pilot হওয়ার। আর আপনার যদি স্বপ্ন Indian Air Force এর অন্তর্গত Fighter Pilot হওয়ার  তাহলে তো আর কোন কথাই থাকে না। আজকের আর্টিকেলটি বিশেষত তাদের জন্য আনা যারা ভবিষ্যতে Fighter Pilot হয়ে দেশ সেবা করতে চান। এই Article এর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন AFCAT Notification এর সম্বন্ধে বিস্তারিত।

AFCAT কী?

AFCAT এর Full Form Air Force Common Admission Test যা প্রতিবছরে দুইবার গ্রহণ করা হয় Indian Air Force এর তরফ থেকে। এই পরীক্ষা পাস করলে আবেদনকারী Short Service Commission এর মাধ্যমে  Flying Branch এ এবং Permanent Commission (PC) ও Short Service Commission (SSC) Ground Duty ((Technical and Non-Technical) Post এ কাজ করার সুযোগ পেতে পারেন। 

বিশেষ দ্রষ্টব্য IAF এই Post ছাড়াও NCC Special Entry Scheme (Flying Branch) এবং Meteorological Department এও নিয়োগ করে থাকে। প্রতিবছর এই সম্মানীয় চাকুরীর জন্য ভারত বর্ষ থেকে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীরা আবেদন করে থাকে। 

AFCAT 1 2023 Overview:-

Recruiting Organisation  Indian Air Force
Post Name  Ground Duty (Non-Technical and Technical), Gazetted Officers in Flying Branches
Expected Candidate  2.50 Lakh
Exam Level  National
Job Location Not Applicable
Last Date 31/12/2022
Mode of Application Online 
Official Website https://afcat.cdac.in 

AFCAT 1 2023 Important Dates:-

AFCAT 1 2023 Official Notification Releasing  01/12/2022
AFCAT 1 2023 Online Application Starting 01/12/2022
AFCAT 1 2023 Online Application Closing 31/12/2022
Admit Card Releasing  February, 2023
Written Exam February, 2023
Result Releasing  
AFSB Call Letter Releasing  
AFSB and Interview   
Documents Verification   
Final Merit List Releasing   

AFCAT 1 2023 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

Educational Qualification:-

  • Ground Duty Technical Branch:-  আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Physics ও Mathematics এ  Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং Engineering এর যেকোনো বিভাগে চার বছরের Graduation পাস করতে হবে।
  • Ground Duty (Non-Technical) Branches:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে Graduation পাস করতে হবে 60% মার্কস সহ।
  • Weapon System Branch:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Physics ও Mathematics এ  Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং Engineering এর যেকোনো বিভাগে চার বছরের Graduation (B.E /B.Tech) পাস করতে হবে 60% মার্কস সহ।

AFCAT 1 2023 আবেদনের জন্য Age Limit:-

  • Flying Branch এর অন্তর্গত Post গুলির ক্ষেত্রে আবেদনকারী সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে পারে যথাক্রমে 24 ও 20 বছর। যেসব আবেদনকারীর কাছে Valid এবং Current Commercial Pilot License আছে তাদের সর্বোচ্চ বয়স 26 পর্যন্তও হতে পারে।
  • Ground Duty (Technical/ Non-Technical) Branches এর অন্তর্গত বিভিন্ন Post গুলির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে 26 বছর ।

AFCAT 1 2023 Salary:-

Rank Pay Level  Salary in INR 
Flying Officer 10 56,100 থেকে 1,77,500 এর মধ্যে 
Flight Lieutenant 10B 61,300 থেকে 1,93,900 এর মধ্যে 
Squadron Leader 11 69,400 থেকে  2,07,200 এর মধ্যে 
Wing Commander 12A 1,21,200 থেকে 2,12400 এর মধ্যে 
Group Captain 13 1,30,600 থেকে 2, 15,900 এর মধ্যে
Air Commodore 13 A 1,39,600 থেকে 2,17,600 এর মধ্যে
Air Vice Marshal 14 1,44,200 থেকে 2,18,200 এর মধ্যে
Air Marshal HAG Scale 15 1,82, 200 থেকে 2,24,100 এর মধ্যে
HAG+Scale 16 2,05,400 থেকে 2,24,400 এর মধ্যে
VACS/Airforce Cdr/ Air Marshal (NFSG) 17 2,25,000 (Fixed)
CAS 18 2,50,000/-(Fixed)

AFCAT 1 2023 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
All  250

বিশেষ দ্রষ্টব্য:- যেসব আবেদনকারীরা NCC Special Entry এবং Meteorology এর জন্য আবেদন করবেন তাদের কোনো রকমের Application Fees প্রদান করতে হবে না।

AFCAT 1 2023 Application Process:-

AFCAT 1 2023 এর  এর জন্য আবেদন Online এই সম্ভব। নিম্নে Step by Step Application Process এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • Link সেকশন এ প্রদান করা Apply Now Link এ ক্লিক করুন।
  • পরের Page এর মধ্যে থাকা New User Register বাটনে ক্লিক করুন।
  • আপনার Mobile Number, Email ID ইত্যাদি Details প্রদান করে Registration সম্পূর্ণ করুন।
  • এবার প্রাপ্ত Details প্রদান করে Log In করুন ।
  • আপনার সামনে Application Form টি আসবে সেটি অনুযায়ী তথ্য প্রদান  করে Form Fill Up করুন।
  • প্রয়োজন অনুযায়ী Application Fees প্রদান করুন ।
  • Upload করুন আপনার Signature ও সাম্প্রতিক সময়ে তোলা Photograph JPEG ফরমেটে।
  • যদি কোনো Additional Information Upload করতে হয় , তাহলে4 সেটি আপলোড করুন।
  • একবার মিলিয়ে নিন সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি ঠিক থাকে তাহলে এবার Submit বাটনে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে চলে আসবে Application Form টি সেটি Download করুন বা প্রয়োজন অনুযায়ী Print Out কপি বের করুন।

AFCAT 1 2023 Exam Pattern:-

Exam Subject Duration No. of Questions Total Mars
AFCAT General Awareness, Verbalability in English, NumericalAbility and Reasoningand Military Aptitude Test 2 Hours 100 300
EKT(Ground Duty, Technical Branch এর জন্য)  Mechanical, Computer Science and Electrical & Electronics 45 Minutes 50 150

AFCAT 1 2023 Exam Centers:-

Agartala Delhi Vijayawada Kolkata
Agra Dhanbad Vishakapatnam Kota
Ajmer Diu Warangal Kurukshetra
Ahmedabad Durgapur Ujjain Leh
Alwar Faridabad Udaipur Lucknow
Aligarh Ganganagar Tirupathi Madurai
Allahabad Gaya Vadodara Mangalore
Aizawl Ghaziabad Imphal Meerut
Ambala Gorakhpur Indore Mumbai
Amritsar Greater Noida Itanagar Mysore
Aurangabad Guntur Jabalpur Noida
Bareilly Guwahati Jaipur Nagpur
Behrampur Gwalior Jaisalmer Nasik
Belgavi Haldwani Jalandhar Nizamabad
Bengaluru Hisar Jalpaiguri Pathankot
Bhagalpur Hyderabad Jammu Patna
Bhilai Rajkot Jamshedpur Puducherry
Bhopal Ranchi Jhansi Pune
Bhuj Rohtak Jodhpur Sambalpur
Bhubaneshwar Rourkee Jorhat Shillong
Bikaner Rourkela Kakinada Shimla
Bilaspur Thane Kannur Silchar
Chandigarh Thiruvananthapuram Kanpur Solapur
Chhapra Thrissur Varanasi Sonipat
Chennai Tinsukia Kochi Srinagar
Coimbatore Tirunelveli Kohima  
Dehradun Vellore Kolhapur  

AFCAT 1 2023 Selection Process:-

 মূলত তিনটি পর্যায়ের সম্পূর্ণ হবে AFCAT 1 2023 এর Selection যথা 1) Written Examination, 2) AFSB Interview, 3) Document Verification

AFCAT 1 2023 Important Links:-

AFCAT 1 2023 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. AFCAT 1 2023 Notification কবে Release হয়েছে?
ANS:- 01/12/2022
2. AFCAT 1 2023 Online Application Starting Date কি?
ANS:- 01/12/2022
3. AFCAT 1 2023 Online Application Last Date কি?
ANS:- 31/12/2022
4.  AFCAT 1 2023 Salary কি ?
ANS:- 56,100 থেকে 2,50,000 এর মধ্যে

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823