আবার শুরু হচ্ছে এয়ারফোর্স এ অগ্নিবীর বায়ু পদে নিয়োগ | Indian Airforce Agniveer Recruitment 2023 Eligibility, Dates, Vacancy more!

Ministry of Defence এ যারা কাজ করতে চাও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম Agneepath Recruitment Scheme এর সম্বন্ধে বিস্তারিত । ইতিমধ্যে Ministry of Defence এর পক্ষ থেকে Indian Airforce Agniveer Recruitment 2023 এর জন্য Officially Notification প্রকাশিত হয়ে গেছে। সকল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি Agneepath Scheme এর মাধ্যমে এই প্রথম Indian Air Force এ নিয়োগ করা হবে। 

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 Overview:-

Recruiting Organization  Indian Airforce 
Post Name  Agniveer Vayu 
Vacancy   
Salary  40,000 
Job Location  Not Applicable 
Job Type  Central Govt. Defence Job
Last Date  31/03/2023
Mode Of Application  Online
Official Website  https://agnipathvayu.cdac.in/ 

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 Important Dates:-

Indian Air Force Agniveer Vayu Recruitment Online Application Starting  17/03/2023
Indian Air Force Agniveer Vayu Recruitment Online Application Closing  31/03/2023
Exam Date  25/05/2023

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 Vacancy সংখ্যা:-

এই সম্বন্ধে এখনো বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। 

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 Eligibility:- 

Gender :- 

শুধুমাত্র অবিবাহিত পুরুষ চাকরিপ্রার্থীদের আবেদন করতে পারবে এই Recruitment এর জন্য। 

Educational Qualification:-

  • আবেদনকারীকে অবশ্যই Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে (English, Mathematics, Physics) সহ 50 % মার্কস সহ।

  • আবেদনকারীদের Recognise Polytechnics শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Engineering (Mechanical/ Electrical/ Electronics/ Automobile/ Computer Science/ Instrumentation Technology/ Information Technology) তে তিন বছর এর Diploma Degree  পাস করতে হবে 50% মার্কস সহ।
  • Physics ও Mathematics সহ দুই বছর এর  Vocational Course পাস করতে হবে নূন্যতম 50 % মার্কস সহ।
  • যেসব আবেদনকারী Science নিয়ে পড়েনি তারা যদি English এ 50% মার্কস সহ মোট নম্বর 50% পায় , তাহলে সেই আবেদনকারী আবেদন করতে পারবে। 
  • Recognise শিক্ষাপ্রতিষ্ঠানে থেকে Vocational Course পাস করতে হবে English সহ মোট নম্বর নূন্যতম 50 % হতে হবে।

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 আবেদন এর জন্য Age Limit:-

  • আবেদনকারীর জন্ম হতে হবে 29 December,1999 থেকে 29 June,2005 এর মধ্যে। 
  • যদি কোনো পরীক্ষার্থী সমস্ত Selection Process পাস করে যায় সেক্ষেত্রে আবেদনকারীর বয়সের উর্ধ্বসীমা হবে 23 বছর পর্যন্ত।

Indian Airforce Agniveer Vayu Recruitment  2023 Salary:-

Salary  1st Year 2nd Year  3rd Year 4th Year 
Customised Package (Monthly) 30000 33000 36500 40000
In-Hand Salary (70%) 21000 23100 25580 28000
Contribution to Agniveer Corpus Fund (30%) 9000 9900 10950 12000
Contribution to corpus fund by GoI (30%) 9000 9900 10950 12000

বিশেষ দ্রষ্টব্য:– চার বছর এর পর Agniveer রা Seva Nidhi Package এর মাধ্যমে এককালীন 11.71 Lakh টাকা পাবে।

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 Application Fee:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fee Credit Card/ Debit Card/ UPI / Net Banking /Challan এর মাধ্যমে Application Fee এ প্রদান করতে হবে। নিম্নে Application Fee এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category Application Fee in INR 
All  250

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 Application Process:-

Indian  Air Force Agniveer Vayu Recruitment 2023 এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।

  • সর্বপ্রথম ভিজিট করুন Indian Air Force এর অফিসিয়াল ওয়েবসাইট  https://indianairforce.nic.in/ বা https://www.careerindianairforce.cdac.in/ 
  • Homepage থেকে Join Us Agniveer Vayu অপশনে ক্লিক করুন।
  • পরের Page এ থাকা Apply Online লিংকে ক্লিক করুন।
  • আপনি যদি প্রথমবারের জন্য আবেদন করে থাকেন তাহলে New Here ? Register অপশনে ক্লিক করুন।
  • Candidate Name, Parents Name, Email ID, Nationality, Gender,Mobile Number, প্রদান করুন।
  • Email ও Mobile Number এ প্রাপ্ত OTP ও Captcha Code প্রদান করে Sign Up করুন।
  • প্রাপ্ত Details প্রদান করে পুনরায় Log In করুন।
  • Application Form টি পূরণ করুন , যথাযথ তথ্য সহ। 
  • একবার মিলিয়ে নেন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা। 
  • প্রয়োজনীয় Documents গুলি আপলোড করুন।
  • Application Fees প্রদান করুন।
  • এখন Submit বাটনে ক্লিক করুন।
  • Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য Print Out কপি ও বের করে রাখতে পারেন।

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 আবেদন এর জন্য Important Documents:-

  • Educational Qualification সম্মিলিত Admit Card বা Marksheet।
  • আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা Photo 10 থেকে 50 KB এর মধ্যে।
  • Left Thumb Impression 10 থেকে 50 KB এর মধ্যে।
  • Signature 10 থেকে 50 KB এর মধ্যে।
  • আবেদনকারীর বয়স 18 বছরের কম হলে তার অভিভাবকের Signature।

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 Selection Process:-

ছয়টি পর্যায়ে সম্পন্ন হবে Indian Air force এ Agneeveers দের নিয়োগ যথা:-

  • Written Exam
  • CASB
  • Physical Efficiency Test (PET) and Physical Measurement Test (PMT)
  • Adaptability Test-I, and II
  • Document Verification
  • Medical Examination

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 Exam Pattern:-

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 Medical Standard:-

Height আবেদনকারীর ন্যূনতম Height হতে হবে 152.5 CM
Chest  স্বাভাবিকের থেকে 5 CM ফুলাতে হবে
Weight Height অনুযায়ী
Corneal Surgery (PRK/LASIK) গ্রহণযোগ্য নয় 
Hearing শ্রবণশক্তি স্বাভাবিক হতে হবে অর্থাৎ প্রতিটি কান আলাদাভাবে 6 মিটার দূর থেকে জোর করে ফিসফিস শুনতে সক্ষম হতে হবে
Dental স্বাভাবিক অর্থাৎ  ন্যূনতম 14 টি দাঁতের পয়েন্ট থাকতে হবে
General Health স্বাভাবিক এবং সুস্থ হতে হবে

Indian Airforce Agniveer Vayu Recruitment 2023 Important Links :-

Indian Air Force Agniveer Vayu Recruitment 2023 Official Notification Download Link  Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:–

 1. Indian Air Force Agniveer Vayu Recruitment 2023 Official Website কি ?

ANS:- https://www.careerindianairforce.cdac.in/ বা https://indianairforce.nic.in/

2.  Indian Air Force Agniveer Vayu Recruitment 2023 এর জন্য আবেদন এর Starting Date কি ?

ANS:- 17/03/2023

3.   Indian Air Force Agniveer Vayu Recruitment 2023 Last Date কি ?

ANS:- 31/03/2023

4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Indian Air Force Agniveer Vayu Recruitment 2023 এর মাধ্যমে?

ANS:-

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *