Central Bank এ একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ SO পদে | Central Bank of India SO Recruitment 2022 for 110 Vacancies, Eligibility, Selection, Process more!

বেশ কিছুদিন হয়ে গেছে আমরা আমাদের ওয়েবসাইটে চাকুরী প্রার্থীদের জন্য নতুন নতুন Vacancy সম্বন্ধে আলোচনা করছি। ইতিমধ্যে অনেকে রিকুয়েস্ট পেয়েছে Banking Sector সংলগ্ন Vacancy সম্বন্ধে এক Recruitment এর সম্বন্ধে আলোচনার জন্য। আপনাদের কথা রাখতেই আজকে আমরা নিয়ে এসেছি Central Bank of India Specialist Officer Recruitment 2022 এর সমন্ধে বিস্তারিত।

Central Bank of India SO Recruitment 2022 Overview:-

Recruiting Organization Central Bank of India 
Post Name Specialist Officer (SO)
Vacancies 110
Salary 100350
Job Location All India 
Last Date  17/10/2022
Mode of Application Online
Official Website https://www.centralbankofindia.co.in/

Central Bank of India SO Recruitment 2022 Important Dates:-

Central Bank of India SO Recruitment 2022 Online Application Starting 28/09/2022
Central Bank of India SO Recruitment 2022 Online Application Closing 17/10/2022
SO Interview Admit Card Releasing  November, 2022
SO Interview  December, 2022

Central Bank of India SO Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Post  Vacancy 
IT 01
Economist 01
Data Scientist 01
Risk Manager 03
IT SOC Analyst 01
IT Security Analyst 01
Technical Officer(Credit) 15
Credit Officer 06
Data Engineer 09
IT 11
Risk Manager 18
Law Officer 05
IT 21
Security 02
Financial Analyst 08
Credit officers 02
Economist 02
Security 03
Total 110

Central Bank of India SO Recruitment 2022 Eligibility:-

Educational Qualification:-

  • IT:- আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Computer Science/Information Technology/Electronics & Communication or MCA তে B.E/B.Tech or M.E/M.Tech Degree অর্জন করতে হবে। 
  • Data Engineer:- আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Data Engineering এর যে কোনও Steam এ Post Graduation বা Computer Science / IT তে B.E./B.Tech Degree অর্জন করতে হবে। 
  • Credit Officer-  আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে CA / CFA / ACMA  / MBA (Finance) এ পাস করতে হবে।
  • Risk Manager:-আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Statistics এ B.Sc MBA/PGDBM/ M.Sc. পাস করতে হবে। 
  • Technical Officer (Credit):- আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে B.E/B.Tech Degree অর্জন করতে হবে। 
  • Data Scientist:-আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে B.E./B.Tech/PG Degree অর্জন করতে হবে। 
  • IT SOC Analyst/ IT Security Analys:-আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Computer Science/ IT/ECE or MCA/M.Sc (IT),M.Sc(Computer Science) বিষয়ে Graduate হতে হবে এবং অন্ততপক্ষে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Economist:-আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Ph.D. ডিগ্রী থাকতে হবে  Economics, Banking, Commerce, Economic Policy  and Public Policy এ ও সহ পাঁচ বছরের ন্যূনতম কাজের অভিজ্ঞতা থাকতে হবে PSU Bank এ।
  • Risk Manager/Manager Scale II:-  আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Finance / Banking এ MBA বা Post Graduation বা Finance / Banking এ Graduation বা Finance / Banking এ Post Graduation Degree থাকতে হবে এবং সঙ্গে কাজে অন্ততপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Law Officer/ Manager:-আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে LLB Degree অর্জন করতে হবে। 
  • IT / Manager :- আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Coumpter Science /Computer Application /Information Technology Electronics  / Electronics and  Telecommunication / Electronics/ Communication / Electronics and Electronics and Instrumentation. সহ IT তে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Security:- আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে Graduation পাস করতে হবে এবং Air Force, Navy, and Para Military Force এ কজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Financial Analyst:-  আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে CA / ICAI / ICWAI / MBA (finance) Degree অর্জন করতে হবে। 
  • Credit Officer:-আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBA / PGDBM পাস করতে হবে  60% Marks সহ।
  • Security Scale I:-আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে  যে কোনো বিষয়ে Graduation পাস করতে হবে।
  • Economist Scale II:- আবেদনকারী কে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Economics / Econometrics / Rural Economics তে Post Graduation Degree অর্জন করতে হবে। 

Central Bank of India SO Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

Post  Age Limit 
IT 35 থেকে 50 এর মধ্যে
Economist 35 থেকে 45 এর মধ্যে
Data Scientist 28 থেকে 35 এর মধ্যে
Risk Manager 20 থেকে 35 এর মধ্যে
IT SOC Analyst 26 থেকে 40 এর মধ্যে
IT Security Analyst 26 থেকে 34 এর মধ্যে
Technical Officer(Credit) 26 থেকে 34 এর মধ্যে
Credit Officer 26 থেকে 34 এর মধ্যে
Data Engineer 26 থেকে 35 এর মধ্যে
IT 35 এর মধ্যে
Risk Manager 20 থেকে 35 এর মধ্যে
Law Officer 20 থেকে 35 এর মধ্যে
IT 20 থেকে 35 এর মধ্যে
Security 26 থেকে 45 এর মধ্যে
Financial Analyst 20 থেকে 35 এর মধ্যে
Credit officers 20 থেকে 35 এর মধ্যে
Economist 20 থেকে 35 এর মধ্যে
Security 26 থেকে 45 এর মধ্যে

Central Bank of India SO Recruitment 2022 Salary:-

Grade/ Pay Scale  Salary
JMG Scale I 36000-1490(7)-46430-1740(2)-49910-1990(7)-63840
MMG Scale II 48170-1740(1)-49910-1990(10)-69810
MMG Scale III 63840-1990(5)-73790-2220(2)-78230
SMG Scale IV 76010-2220(4)-84890-2500(2)-89890
TMG Scale V 89890-2500(2)-94890-2730(2)-100350

Central Bank of India SO Recruitment 2022 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category Application Fee
SC / ST  175/- +GST
Other Candidates 850/-+GST

Central Bank of India SO Recruitment 2022 Application Process:-

Central Bank of India SO Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online ও Offline এর মাধ্যমে সম্ভব Central Bank of India এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • Download Section থেকে Apply Now বাটনে এর পাশে থাকা Click Here বাটনে ক্লিক করুন।
  • 1st Time User হলে নীচে থাকা Register বাটনে ক্লিক করুন।
  • Advertisement Number, Post Select করে বাকি Details প্রদান করুন এবং Sign up বাটনে ক্লিক করুন।
  • প্রাপ্ত Details প্রদান করে Log In করুন।
  • Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
  • একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
  • Application Form সহ Supporting Documents এর Print Out কপি বের করুন।
  • Self Attested করুন এবং পাঠিয়ে দিন নিম্নে প্রদান করা ঠিকানায় 17/10/2022 এর মধ্যে।

Central Bank of India SO Recruitment 2022 Selection Process:-

Interview এর মাধ্যমে সম্পূর্ণ হবে Central Bank of India Specialist Officer Recruitment।

Central Bank of India SO Recruitment 2022 Important Links:-

Central Bank of India SO Recruitment 2022 Official Notification Download Link Click Here
Apply Now Click Here
Google News Follow Us
Join Us on Telegram Click Here

FAQ:-

1. Central Bank of India SO Recruitment 2022 Notification Download করা যাবে কেমন করে?

ANS:- Download Section থেকে।

2. Central Bank of India SO Recruitment 2022 Official Website কোনটি ?

ANS:-  https://www.centralbankofindia.co.in/

3. Central Bank of India SO Recruitment 2022  Online Application Last Date কি?

ANS:- 17/10/2022

4. কবে থেকে Central Bank of India SO Recruitment 2022 এর Registration শুরু হয়েছে?

ANS:-  28/09/2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *