এখন প্রত্যেক Graduation এ পাঠরত শিক্ষার্থীরা পাবে 10000 টাকা | Central Sector Scholarship Scheme 2022 Last Date, Eligibility, Application Process more!

Central Sector Scholarship Scheme | NSP Scholarship in Bengali | Central Sector Scholarship Eligibility

আশা করি আমরা পূর্বের যেই সব Scholarship সমন্ধে আলোচনা করেছি তা আপনাদের অনেকটা কাজে লেগেছে । প্রায় সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার সহ নন গভর্মেন্ট কর্তৃক  Scholarship নিয়মিত প্রদান করা হয়ে থাকে । কিন্তু আমাদের মনে হয়, পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাত্র-ছাত্রীদের কাছে অধিকাংশ  Scholarship এর সম্পর্কে সঠিক ধারণা নেয় । তাই আজ আমরা আলোচনা করবো কেন্দ্র সরকার প্রদত্ত একটি  Scholarship; Central Sector Scholarship Scheme যা সম্পূর্ণ ভারতের শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়ে থাকে ।

Central Sector Scholarship Scheme কি?

Central Sector Scholarship Scheme ভারত সরকারের Ministry of Human Resource Development এর অধীনে The Department of Higher Education কর্তৃক প্রদান করা হয়ে থাকে । এই বিভাগের প্রধান কাজ ভারতবর্ষের সকল আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালানোর ক্ষেত্রে সাহায্য প্রদান করা । প্রতিবছর আমাদের দেশের প্রায় 82,000 গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা Central Sector Scholarship Scheme এর মাধ্যমে আর্থিকভাবে সাহাজ্য পেয়ে থাকেন । এই স্কলারশিপের বিশেষ বৈশিষ্ট হলো যে, ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীদের মধ্যে 50-50 শতাংশ হারে এই স্কলারশিপটি বন্টন করা হয়ে থাকে অর্থাৎ 41000 জন ছেলে শিক্ষার্থী এবং 41000 জন মেয়ে শিক্ষার্থী প্রতিবছর এই স্কলারশিপের সুযোগ পেয়ে থাকেন । 

Central Sector Scholarship Scheme 2022 এর জন্য কারা আবেদন করতে পারবেন?

এই Merit Cum Means Scholarships Scheme প্রদানের প্রধান উদ্দেশ্য হলো সংখ্যালঘু পরিবারের স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের জন্য বিদ্যালয়ে পাঠানো। এছাড়া সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের শিক্ষালাভে ইচ্ছুক করে তোলা এবং শিক্ষা সংক্রান্ত খারচগুলি সরকারি মাধ্যমে বহন করার উদ্দেশ্যে এই Scholarship টি চালু করা হয়েছে। এই Scholarship টি ছাত্র-ছাত্রীদের শিক্ষার ভিত্তি তৈরি করবে এবং আধুনিক প্রতিযোগিতামূলক কর্মসংস্থানের ক্ষেত্রগুলিতে তাদের যোগ্য করে তুলবে। শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন – যা এই প্রকল্পের একটি অন্যতম উদ্দেশ্য। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর আর্থসামাজিক দিকগুলো এই প্রকল্পের মাধ্যমে উন্নত হবে।

Central Sector Scholarship Scheme 2022 Important Date:- 

Central Sector Scholarship Scheme 2022 Online Application Starting  31/10/2022
Central Sector Scholarship Scheme2022 Online Application  Closing 15/11/22022

Central Sector Scholarship Scheme 2022 Eligibility:-

  1. আবেদনকারীকে অন্তত পক্ষে উচ্চমাধ্যমিক (H.S) পাস করে কলেজের UG বা PG কোর্সে অধ্যয়নরত হতে হবে ।  
  2. আবেদনকারীর উচ্চমাধ্যমিকে (H.S) নিম্নে 80 % নম্বর থাকতে হবে । 
  3. কলেজ বা ইউনিভার্সিটিতে Science/ Commerce/ Arts যেকোনো বিভাগের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে ।
  4. আবেদনকারীর পারিবারিক বার্ষিক ইনকাম 8 লাখ টাকার নীচে থাকতে হবে ।  
  5. আবেদনকারীর ছাত্র বা ছাত্রী যদি অন্যান্য কোনো স্কলারশিপ এর সুবিধা পেয়ে থাকেন তাহলে আর এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না । 
  6. শুধুমাত্র AICTE, UGC, MCI এবং DCI এর দ্বারা স্বীকৃত কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন/ পোস্ট গ্রাজুয়েশন /প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ।
  7. এই স্কলারশিপের জন্য SC শ্রেনির অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 15%, ST শ্রেনির অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 7.5%, OBC শ্রেনির অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 27% এবং PWD ছাত্রছত্রীদের ক্ষেত্রে 5% রিজার্ভেশন রয়েছে । 
  8. যে সকল ছাত্রছাত্রীরা Distance বা দুরীশিক্ষার মাধ্যমে পড়াশোনা করছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না ।

Central Sector Scholarship Scheme 2022 Scholarship Amount/Benefits:-

Central Sector Scholarship Scheme এর মাধ্যমে আবেদনকারী প্রত্যেক ছাত্রছাত্রীকে গ্র্যাজুয়েশন লেভেল এর ক্ষেত্রে প্রতিবছর 10,000 টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে প্রতিবছর 20,000 টাকা করে প্রদান করা হয়ে থাকে । 

Central Sector Scholarship Scheme 2022 Application Process:-

Central Sector Scholarship এর জন্য সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে । তবে সেক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে যে, এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য প্রত্যেক বছর নতুন করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে । এইরকম নয় যে, যারা একবার অর্থাৎ প্রথম বছর এই স্কলারশিপের টাকা পেয়ে গেল তার মানে তারা বাকি দু’বছরের টাকা পেয়ে যাবেন । 

  • Central Sector Scholarship এর জন্য আবেদন করতে আপনাকে সর্বপ্রথম National Scholarship Portal এ ভিজিট করতে হবে, যার অফিশিয়াল অ্যাড্রেসটি হলো: https://scholarships.gov.in । 
  • উক্ত পোর্টালে লগইন করার পর আপনাকে নতুন ইউজার হিসাবে সর্বপ্রথম রেজিস্টার করতে হবে । রেজিস্টার করার জন্য প্রদত্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলো, যেমন নাম, মোবাইল নাম্বার ইত্যাদি প্রদান করতে হবে । সঠিকভাবে রেজিস্টার হয়ে গেলে, আপনি একটি Application ID এবং Password আপনার দেওয়া মোবাইল নাম্বারে পেয়ে যাবেন । 
  • তারপর উক্ত Application ID এবং Password টি দিয়ে Sign In করলে দেখবেন আপনার একটি একাউন্ট ওপেন হয়ে যাবে । যদি আপনি পাসওয়ার্ড ডিলিট হয়ে যায় অথবা ভুলে যান সেক্ষেত্রে এখান থেকে আপনি Forget Password অপশনের মাধ্যমে নতুন Password জেনারেট করতে পারবেন ।
  • Sign In করার পর ফর্ম ফিলাপের জন্য একটি Dashboard পেজ ওপেন হবে যার মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করতে হবে । ফর্মে দেওয়া প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে প্রদান করতে হবে । ফর্মটি ফিলাপ করার সাথে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি উক্ত পেজে দেওয়া নির্দিষ্ট স্থানগুলিতে আপলোড করতে হবে ।
  • সমস্তকিছু পূরণ করার পর একবার চোখ বুলিয়ে নিতে হবে দেখার জন্য যে, এপ্লিকেশন ফর্মে কোথাও ভুল হয়েছে নাকি । সমস্তকিছু যাচাই করে নেওয়ার পর Submit বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে । 

বিঃ দ্রঃ – একটা কথা মনে রাখবেন যে, পরবর্তী সময়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি দুইটি লেভেলে ভেরিফাই করতে হবে একটি ইনস্টিটিউট থেকে যেখানে আপনি পড়াশোনা করছেন এবং অন্যটি এডুকেশন বোর্ড থেকে ।

Central Sector Scholarship Scheme 2022 আবেদনের জন্য Important Documents:-

  1. Bank Account:- আবেদনকারীর ব্যাঙ্ক পাসবইয়ের ডিটেইলস যার মধ্যে আবেদনকারীর নাম সহ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড থাকবে ।
  2. Aadhar Card:- আবেদনকারীর আধার কার্ড লাগবে,যদি না থাকে সেক্ষেত্রে আধার এনরলমেন্ট আইডি, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স,প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদিও ব্যবহার করা যেতে পারে ।
  3. Income Certificate:- গ্রামাঞ্চলের ক্ষেত্রে প্রধান এবং শহরাঞ্চলের ক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ইনকাম সার্টিফিকেট লাগবে ।
  4. Caste Certificate:- আবেদনকারীর যদি ST/ SC/ OBC কাস্টের অন্তর্ভুক্ত হোন, তাহলে সরকার কর্তৃক প্রদত্ত উক্ত জাতির শংসাপত্র লাগবে ।
  5. PWD Certificate:- আবেদনকারীর যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হোন, সেক্ষেত্রে তার প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে ।
  6. H.S Marksheet:- উচ্চমাধ্যমিকের প্রাপ্ত 80 শতাংশ নাম্বার যাচাই করনের জন্য ক্লাস 12 বা H.S এর মার্কশিট ।

Central Sector Scholarship Scheme 2022 Renewal:-

এই স্কলারশিপ Renew করতে গেলে আবেদনকারীর বেশকিছু জিনিস মাথায় রাখতে হবে যা নিম্নে বর্ণনা করা হলো ।

  • লাস্ট উত্তীর্ণ পরীক্ষাতে অর্থাৎ গ্র্যাজুয়েশন (UG) ক্ষেত্রে 1st Year, 2nd Year অথবা 3rd Year– এ অন্ততপক্ষে 50% নম্বর পেতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট (PG) ক্ষেত্রেও তাই আগামী বর্ষে 50% নম্বর পেতে হবে । 
  • আবেদনকারী ছাত্রছাত্রীর কলেজ বা ইউনিভার্সিটিতে ক্লাসে 75% অ্যাটেনডেন্স থাকতেই হবে ।
  • আবেদনকারী যদি কোনো অস্বাভাবিক কাজ তথা রেগিং জাতীয় কোন কিছুর সাথে যুক্ত থাকে, তাহলে সে কোনোভাবেই তারপরের বছর উক্ত স্কলারশিপটি পাবেন না ।
  • Renew করার জন্য উপরে উল্লেখিত National Scholarship Portal এর অফিশিয়াল পোর্টালেই আবেদন করতে হবে ।

Central Sector Scholarship Scheme 2022 সম্বন্ধে Important Facts:- 

অ্যাপ্লিকেশন ফর্মটি যদি কলেজ বা ইউনিভার্সিটি এবং State Education Board কর্তৃক ভেরিফাইড অর্থাৎ সিল সিগনেচার না করা হয় সেক্ষেত্রে আবেদনপত্রটি গ্রাহ্য করা হবে না ।

  • স্কলারশিপের টাকা আপনি একবারের আবেদনের মাধ্যমে 5 বছর পাবেন না, এর জন্য আপনাকে প্রতিবছর নতুন করে আবেদন করতে হবে ।
  • নিয়মানুযায়ী প্রত্যেক বছর 50% ছেলে শিক্ষার্থী এবং 50% মেয়ে শিক্ষার্থীর মধ্যে স্কলারশিপের টাকা বন্টন করে দেওয়া হবে ।
  • Science, Commerce এবং Humanity কোর্সে পাঠরত আবেদনকারীদের মধ্যে Central Sector Scholarship ডিস্ট্রিবিউট করা হবে 3:2:1 এর অনুপাত হারে । 

Central Sector Scholarship Scheme 2022 Contact Details:-

National Scholarship Division,

Ministry of Human Resource Development, Department of Higher Education,

West Block 1, 2nd Floor, Wing 6, Room No. 6,

R.K. Puram, Sector 1, New Delhi 110066.

Telephone No: 011-26172917, 26172491, 2616523

Central Sector Scholarship Scheme 2022 Important Link :

Central Sector Scholarship 2022 Official Notification Download Link  Click Here 
Apply Now  Click Here 
Google News  Follow Us
Join Us Telegram  Click Here 

FAQ:-

1. কেমন করে Central Sector Scholarship স্কলারশিপের জন্য আবেদন করবেন?
ANS:- এই Scholarship টি ভারত সরকারের MHRD দ্বারা প্রদান করা হয়। অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আপনি একমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। https://scholarships.gov.in এই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে স্কলারশিপের জন্য।
2. মিনিমাম পার্সেন্টেজ কত দরকার Central Sector Scholarship এ রিনিউয়াল করার জন্য?
ANS:-  পরীক্ষায় অন্ততপক্ষে 50% নাম্বার এবং অ্যাটেন্ডেন্স অন্তত 75% নম্বর লাগবে এই স্কলারশিপ রিনিউয়াল করার জন্য।
3. Central Sector Scholarship এর জন্য কি সবাই আবেদন করতে পারবে?
ANS:- হ্যাঁ সবাই আবেদন করতে পারবে ,  ক্যাটাগরি অনুসারে আবেদনকারীরা বিশেষভাবে সুযোগ পাবে যার সম্বন্ধে আমরা মেন আর্টিকেলে আলোচনা করেছি।
4. Central Sector Scholarship পাওয়া কি সহজ?
ANS:- না একদম না। সম্পূর্ণ ভারতের ছাত্রছাত্রীদের মধ্যে বন্টন করা হয় জন্য এ ক্ষেত্রে অনেকটাই ভাগ্যের উপর নির্ভর হতে হয়।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823