কোলগেট স্কলারশিপ এর জন্য আবেদন করবেন কেমন করে? | Colgate Keep India Smiling Scholarship 2022 Apply Online, Eligibility, Last Date!

Colgate Scholarship 2022 in Bengali | Keep India Smiling Foundational Scholarship Programme | Keep India Smiling Scholarship 

দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যদ্রব্য প্রস্তুতকারক সংস্থা কর্তৃক প্রদান করা Scholarship এর সম্বন্ধে আমরা বিস্তারিত জেনেছি আজ আমরা এই ধরণেরই আরো একটি Scholarship Keep India Smiling Foundational Scholarship Programme এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আবেদনকারীর সুবিধার্থে জানিয়ে রাখি এই Scholarship টি Colgate Scholarship নামেই বেশি পরিচিত।এই Scholarship টি প্রদান করে Colgate প্রস্তুতকারক সংস্থা।

Colgate Keep India Smiling Scholarship কী ?

অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি অন্যতম শিক্ষা মূলক প্রকল্প হল Keep India Smiling Foundational Scholarship Programme।  এই Scholarship প্রদান করে থাকে Colgate-Palmolive (India) Ltd। সমগ্র ভারত বর্ষ থেকে পুরুষ এবং মহিলা শিক্ষার্থী উভয়েই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। Madhyamik ঊর্ধ্ব স্তর থেকে বিভিন্ন প্রকারের Graduation Degree  স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এবং এছাড়াও বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক অথবা NGO তে পরিষেবা প্রদানকারী প্রার্থীদের মধ্যে এই Scholarship  প্রদান করা হয়।

Colgate Keep India Smiling Scholarship 2022 প্রদানের উদ্দেশ্য কী?

এই Scholarship  প্রদানের প্রধান উদ্দেশ্য হলো উচ্চশিক্ষা গ্রহণে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করা এবং দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সাহায্য প্রদান করা। দরিদ্র-মেধাবী ছাত্র-ছাত্রীরা এই Scholarship  এর মাধ্যমে আর্থিক সহায়তা গ্রহণ করে উচ্চশিক্ষা বা বিভিন্ন কারিগরি শিক্ষা অর্জন করবে এবং ভবিষ্যৎ জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে ।

Colgate Keep India Smiling 2022 Important Dates:-

Colgate Keep India Smiling Scholarship 2022 Online Application Starting 
Colgate Keep India Smiling Scholarship 2022 Online Application Closing 31/12/2022

Colgate Keep India Smiling 2022 এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

Madhyamik ঊর্ধ্ব স্তর থেকে বিভিন্ন প্রকারের Graduation Degree  স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই Scholarship প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক অথবা NGO পরিচালক কিংবা NGO -র স্বেচ্ছাসেবকদের মধ্যেও এই Scholarship  প্রদান করা হয়। নিম্নে Scholarship এর প্রকারভেদ, Scholarship  এর মাধ্যমে প্রদেয় অর্থ এবং তার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

Colgate Keep India Smiling Scholarship 2022 এর Selection Process:-

সমাজের মধ্যে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর অন্তর্গত ছাত্র-ছাত্রীদেরকে এই Scholarship প্রদান করা হয়। Scholarship প্রদানের পূর্বে শিক্ষার্থীদের দ্বারা প্রদান করা ডকুমেন্টগুলি ভালোভাবে বিচার করা হবে এবং তাদের বিগত পরীক্ষার নম্বর গুলি বিচার বিবেচনা করা হবে। এরপরে শিক্ষার্থীদের জীবনেScholarship টি প্রয়োজনীয়তা অনুযায়ী যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

Colgate Keep India Smiling Scholarship 2022 এর Distribution Process:-

Scholarship এর  জন্য নির্বাচিত প্রার্থীদের সরাসরি তাদের Bank Account এর মাধ্যমে এই Scholarship এর টাকাগুলি প্রদান করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের নিজেদের নামে একটি বৈধ Bank Account  থাকতে হবে এবং Bank Account  সঙ্গে Aadhar Card  অবশ্যই সংযুক্ত থাকতে হবে।

Types of Colgate Keep India Smiling Scholarship (প্রকারভেদ )-

এই Scholarship টি পাঁচটি পদ্ধতিতে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। যথা –

  1. Sportspersons  দের জন্য Keep India Smiling Foundational Scholarship
  2. Engineering Course  এর জন্য Keep India Smiling Foundational Scholarship
  3. Class 11 এর  ছাত্রছাত্রীদের জন্য Keep India Smiling Foundational Scholarship
  4. Graduation Degree অথবা Diploma Course এর  জন্য Keep India Smiling Foundational Scholarship
  5. বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক অথবা NGO পরিচালক কিংবা NGO -র স্বেচ্ছাসেবকদের জন্য Keep India Smiling Foundational Scholarship

  • Sportspersons দের জন্য Colgate Keep India Smiling Scholarship এর Details :-

Eligibility :- 

  • প্রার্থীকে রাজ্যস্তরে কিংবা আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে তিন বছর প্রতিনিধিত্ব করতে হবে।
  • জাতীয় রেংকিং স্তরে প্রথম 500 এর মধ্যে রেংক করতে হবে এবং এর সাথে রাজ্যস্তরে 100 রেংক এর মধ্যে আসতে হবে।
  • 30 জুন 2020 এর হিসেবে আবেদনকারীর বয়স  9 থেকে 16 বছরের মধ্যে হতে হবে।
  • প্রার্থীর পরিবারের বার্ষিক আয় 5 Lakh টাকার কম হতে হবে।
  • একটি ক্রীড়া প্রশিক্ষক বা একটি স্বীকৃত ক্রীড়া সংস্থা/ফেডারেশন/একাডেমির সাথে যুক্ত থাকতে হবে।

Scholarship Amount:-

এই প্রকল্পের অধীনে ক্রীড়া বিভাগের প্রার্থীরা বছরে 75000 টাকা পর্যন্ত Scholarship পেয়ে থাকে এবং নির্বাচিত প্রার্থীরা সর্বাধিক 3 বছর পর্যন্ত এই Scholarship  এর সুবিধাটি পাবে ।

Important Documents for Upload :- 

  1. একটি Photo Identity Card
  2. বয়সের প্রমাণপত্র অথবা Madhyamik এর Marksheet
  3. পরিবারের Annual Income Certificate
  4. প্রার্থী দ্বারা অর্জিত HIghest Achievement Copy
  5. একটি ক্রীড়া প্রশিক্ষক বা একটি স্বীকৃত ক্রীড়া সংস্থা/ফেডারেশন/একাডেমির সাথে নথিভুক্তির প্রমাণ
  6. আবেদনকারীর Passport Size Photo

Engineering Course এর জন্য Colgate Keep India Smiling Scholarship Details:-

Eligibility :- 

  • ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই দুই 2022 শিক্ষাবর্ষে কোনো একটি সরকার স্বীকৃত বোর্ড থেকে HIgher Secondary পাশ করতে হবে।
  • HIgher Secondary  পরীক্ষায় কমপক্ষে 60%  নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  • ভারত সরকার স্বীকৃত কোন একটি বিশ্ববিদ্যালয়ে  Engineering  বিষয়ে Undergraduate  Course এ ভর্তি হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের Annual Income 5 Lakh টাকা অথবা তারও কম হতে হবে।

Scholarship Amount:-

এই প্রকল্পের অধীনে Engineering প্রার্থীরা প্রার্থীরা বছরে 30000  টাকা পর্যন্ত Scholarship পেয়ে থাকে এবং নির্বাচিত প্রার্থীরা সর্বাধিক 4 বছর পর্যন্ত এই Scholarship  এর সুবিধাটি পাবে।

Important Documents for Upload :- 

  1. একটি Photo Identity Card
  2. Higher Secondary এর Marksheet
  3. পরিবারের Annual Income Certificate
  4. চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
  5. Entrance Exam এর Result যদি থাকে
  6. আবেদনকারীর Passport Size Photo
  7. প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

Class 11 এর ছাত্রছাত্রীদের জন্য Colgate Keep India Smiling Scholarship :-

Eligibility :- 

আবেদনকারীকে অবশ্যই কোন একটি স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাস হতে হবে।

  •  Madhyamik পরীক্ষায় কমপক্ষে 75%  নম্বর অর্জন করতে হবে।
  •  Madhyamik পাস করার পর আবেদনকারীকে ভারতবর্ষের কোন একটি স্বীকৃত বিদ্যালয় Class 11 এ বা  একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের Annual Income 5 Lakh টাকা অথবা তারও কম হতে হবে।

Scholarship Amount:-

এই প্রকল্পে একাদশ শ্রেণিতে পাঠরত ছাত্র ছাত্রীরা বছরে 20000  টাকা করে Scholarship পাবে। নির্বাচিত প্রার্থীদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট 2 বার এই Scholarship প্রদান করা হয়।

Important Documents for Upload :- 

  1. একটি Photo Identity Card
  2. Madhyamik পরীক্ষার Marksheet
  3. পরিবারের Annual Income Certificate
  4. চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
  5. আবেদনকারীর Passport Size Photo
  6. প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

Graduation Degree অথবা Diploma Course এর  জন্য Colgate Keep India Smiling Scholarship:-

Eligibility :- 

  • আবেদনকারীকে অবশ্যই কোন একটি স্বীকৃত বোর্ড থেকে HIgher Secondary  পাস হতে হবে।
  • মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 60 % নম্বর অর্জন করতে হবে।
  • কোন একটি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে তিন বছরের Undergraduate অথবা Diploma Course এ ভর্তি হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 5 Lakh  টাকা অথবা তারও কম হতে হবে।

Scholarship Amount:-

এই প্রকল্পের অধীনে Graduation Degree  এর ছাত্রছাত্রীরা বছরে 30000 টাকা পর্যন্ত Scholarship পেয়ে থাকে এবং নির্বাচিত প্রার্থীরা সর্বাধিক 3 বছর পর্যন্ত এই Scholarship  এর সুবিধাটি পায়।

Important Documents for Upload :- 

  1. একটি Photo Identity Card
  2. HIgher Secondaey পরীক্ষার Marksheet
  3. পরিবারের Annual Income Certificate
  4. চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
  5. Admission এর Receipt Copy
  6. আবেদনকারীর Passport Size Photo
  7. প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

NGO পরিচালক কিংবা NGO -র স্বেচ্ছাসেবকদের জন্য Keep India Smiling Scholarship :-

Eligibility :- 

  • এই বিভাগে বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক অথবা NGO পরিচালক কিংবা NGO -র স্বেচ্ছাসেবকরা আবেদন করতে পারবে।
  • সমাজের আর্থিকভাবে দুর্বল শ্রেণীর অন্তর্গত প্রার্থীরা এই Scholarship  এর আবেদনের জন্য যোগ্য।

Scholarship Amount:-

এই  Scholarship  এর মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষক কিংবা NGO পরিচালকদের বছরে 75000 টাকা করে Scholarship  প্রদান করা হয়। এবং নির্বাচিত প্রার্থীরা এই Scholarship  সর্বাধিক দুই বছর পর্যন্ত প্রদান করা হয়ে থাকে ।

Important Documents for Upload :- 

  1. একটি Photo Identity Card
  2. পরিবারের Annual Income Certificate
  3. আবেদনকারীর Passport Size Photo
  4. প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)
  5. NGO/Rotary/Association ইত্যাদির নাম এবং Registration Number।

Colgate Keep India Smiling Scholarship 2022 Application Process:-

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship  এর জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন https://www.buddy4study.com/page/keep-india-smiling-foundational-scholarship-programme 
  • লিংকে ক্লিক করলে Keep India Smiling Foundational Scholarship এর হোমপেজটি ওপেন হবে,
  • এখানে  Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship  এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID  তৈরি করতে হবে এবং এই ID  দিয়ে Scholarship  এর জন্য Log In  করতে হবে।
  • এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
  • Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত Form টি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

Colgate Keep India Smiling Scholarship 2022 এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

  • Sportspersons দের জন্য এই Scholarship  এর মেয়াদ 3 বছর।
  • Engineering Course এর জন্য শিক্ষার্থীদের জন্য Scholarship এর মেয়াদ 4 বছর।
  • Class 11 এর  ছাত্রছাত্রীদের জন্য Scholarship এর মেয়াদ 2 বছর ।
  • Graduation Degree অথবা Diploma Course এর ছাত্র-ছাত্রীদের জন্য Scholarshipএর মেয়াদ 3 বছর ।
  • বিভিন্ন বিস্ময়ের প্রশিক্ষক অথবা NGO পরিচালক কিংবা NGO -র স্বেচ্ছাসেবকদের জন্য জন্য এই Scholarship এর মেয়াদ 2 বছর ।

Colgate Keep India Smiling Scholarship 2022 Result:-

Keep India Smiling Scholarship এর গত Session এর Result  ইতিমধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে গেছে। পাওয়া তথ্য অনুসারে 45 জন আবেদনকারীর নাম সাব্যস্ত করেছে সংস্থা এই Scholarship এর জন্য। যদি আপনি ইতিমধ্যে ঐ Scholarship এর জন্য আবেদন করে থাকেন তাহলে নিম্নে প্রদান করার করা Download লিঙ্কে ক্লিক করে আপনি আপনার Scholarship পাবেন কিনা জেনে নিতে পারবেন।

Colgate Keep India Smiling Scholarship 2022 এর Contact Details:-

এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

Phone No:- 011-430-92248 (Ext- 125) (Monday to Friday – 10:00AM to 6PM)

Email:- keepindiasmiling@buddy4study.com

Colgate Keep India Smiling Scholarship 2022 আবেদনের জন্য Bank Account সমন্বিত Details:-

Scholarship  আবেদনের জন্য Form Fill Up এর সময় ছাত্র-ছাত্রীদের Bank Account Number  এবং IFSC Code টি  দিতে হবে। কোন অবস্থায় যদি ছাত্র-ছাত্রীদের Bank Account  না থাকে তবে শিক্ষার্থী এর অভিভাবক এর  Bank Account Details দেওয়া যেতে পারে ।  একটি Account Number এ  সর্বাধিক দুজন শিক্ষার্থী আবেদন করতে পারবে।

Colgate Keep India Smiling Scholarship 2022 Important Links:-

Colgate Keep India Smiling Scholarship 2022 Official Notification Download Link  Click Here
Apply Now  Click Here
Google News Follow Us 
Join Us on Telegram Click Here

FAQ:- 

1. Keep India Smiling Scholarship 2022 Result Checking Process কি?
ANS:- Result Section এ বিস্তারিত আলোচনা করা হয়েছে।
 2. Keep India Smiling Scholarship 2022 Last Date কি?
 ANS:- 31/12/2022
 3. Keep India Smiling Scholarship 2021 এর জন্য আবেদন কোন ওয়েবসাইট থেকে করতে পড়বেন?
4. Colgate কি Keep India Smiling Scholarship প্রদান করে থাকে?
ANS:-  হ্যা।
 5. Keep India Smiling Scholarship Amount কত?
ANS:-  20000 থেকে 75000 টাকা হতে পারে।

 

 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823