Cooch Behar Anganwadi Recruitment 2023: অঙ্গনওয়াড়িতে প্রচুর কর্মী নিয়োগ শুরু হল এই জেলায়!

গ্রাম বাংলার মা-বোনেদের কাছে ICDS তথা অঙ্গনওয়াড়ি  অত্যন্ত জনপ্রিয় কাজ । যদিও Asha Recruitment ঠিকঠাকই বেরোচ্ছে কিন্তু সমস্যা একটাই যে নতুন বছর শুরু হওয়ার পরেও তেমন কোনো ICDS তথা অঙ্গনওয়াড়ি Recruitment বের হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন জেলার অনেক চাকরিপ্রার্থী  আমাদের প্রশ্ন করেছিলেন ICDS তথা অঙ্গনওয়াড়ি Recruitment এর লেটেস্ট আপডেট কি? আপনাদের সকলের প্রশ্নের উত্তর আজ আমরা এই আর্টিকেলটি মাধ্যমে পেয়ে যাবেন। তাই এই Recruitment সম্বন্ধে সমস্ত সঠিক আপডেট সঠিক সময়ে পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করুন। 

Cooch Behar Anganwadi Recruitment 2023 Overview:- 

Recruiting Organization  Integrated Child Development Services Cooch Behar 
Post Name  Anganwadi Karmi , Anganwadi Helper 
Vacancy  200+ 
Salary  8,250 
Job Location  Cooch Behar
Job Type  WB Govt Jobs 
Last Date  17/04/2023 
Mode Of Application  Online 
Official Website  https://coochbehar.gov.in/ 

Cooch Behar Anganwadi Recruitment 2023 Important Dates:- 

Cooch Behar Anganwadi Recruitment 2023 Notification Releasing  24/03/2023
Cooch Behar Anganwadi Recruitment 2023 Online Application Starting  24/03/2023 
Cooch Behar Anganwadi Recruitment 2023 Online Application Closing  17/04/2023 
Admit Card Releasing  22/04/2023 থেকে
Written Exam for AWH  29/04/2023
Written Exam for AWW 30/04/2023

Cooch Behar Anganwadi Recruitment 2023 Vacancy সংখ্যা:- 

Official Notice অনুসারে Tufanganj-I,  Tufanganj-I(ADDL), Coochbehar-II, Coochbehar-II (ADDL),Tufanganj-II(ADDL), Mekhliganj, Haldibari, Sitai তে 200 জন এর ও বেশী কর্মী নিয়োগ করা হবে। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।

Cooch Behar Anganwadi Recruitment 2023 Eligibility:- 

শুধু মাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারেই এই Recruitment এর জন্য।Education Qualification এর সম্বন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।

Education Qualification:- 

  • Anganwadi Worker: আবেদনকারীদের যে কোনো স্বিকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। 
  • Anganwadi Helper/Sahayika: আবেদনকারীদের যে কোনো স্বিকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

Cooch Behar Anganwadi Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:- 

  • 01/01/2023 এর হিসাব অনুসারে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 30 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে 40 বছর।
  • ST/SC অন্তর্ভুক্ত আবেদনকারী দের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 22 এবং সর্বোচ্চ বয়স 40 বছর হতে পরে।

Cooch Behar Anganwadi Recruitment 2023 Salary:- 

Post Name  Salary 
Anganwadi Worker  8,250 
Anganwadi Helper/Sahayika  6,300 

Cooch Behar Anganwadi Recruitment 2023 Application Fee:- 

Not Applicable

Cooch Behar Anganwadi Recruitment 2023 Application Process:- 

Cooch Behar Anganwadi Recruitment এর Application Process টি সম্পূর্ণরূপে Online এর মাধ্যমে সম্ভব। নিম্নে Application Process সম্পর্কে Step by Step আলোচনা করা হলো। 

  • যেই সব আবেদনকারীরা এই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তাদের সর্বপ্রথম ভিজিট করতে হবে ICDS Cooch Behar এর Recruitment Portal http://coochbeharwb.in/   
  • Homepage এর পাসে থাকা Online Application Form এ Click করুন।
  • পরবর্তী Page এ Recruitment সম্বন্ধিত সংক্ষিপ্ত ইতিহাস আসবে সেটি পড়ুন এবং পাশে থাকা Apply বাটনে ক্লিক করুন।
  • প্রদান করুন আপনার Eligibility, Criteria for Selected Job, Requisite Qualifications ইত্যাদি এবং Check Eligibility অপশনে ক্লিক করুন।
  • যদি আপনি Eligible হয়ে থাকেন তাহলে তাহলে আপনি Next Page Access করতে পারবেন।
  • সেই Page থেকে Application Fee প্রদান করুন ।
  • এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।

Cooch Behar Anganwadi Recruitment 2023 তে আবেদনের জন্য Important Documents:-

  • আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা Photo ।
  • আবেদনকারীর Signature।
  • Caste Certificate (যদি থাকে)।

Cooch Behar Anganwadi Recruitment 2023 Selection Process:- 

1  ) Written Exam, 2) Viva, 3) Written Exam এর মাধ্যমে এই Recruitment এর Selection Process টি সম্পন্ন হবে। 

Cooch Behar Anganwadi Recruitment 2023 Important Links:- 

Tufanganj-I Official Notification Download Link  Click Here
Tufanganj-I(ADDL) Official Notification Download Link  Click Here
Coochbehar-II Official Notification Download Link  Click Here
Coochbehar-II (ADDL) Official Notification Download Link  Click Here
Tufanganj-II(ADDL) Official Notification Download Link  Click Here
Mekhliganj Official Notification Download Link  Click Here
Haldibari Official Notification Download Link  Click Here
Sitai Official Notification Download Link  Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us On Telegram  Click Here 

FAQ:- 

1. Coochbehar Anganwadi Recruitment 2023 Official Website কোনটি? 
ANS:- https://coochbehar.gov.in/ 
2. Coochbehar Anganwadi Recruitment 2023 Vacancy সংখ্যা কত? 
ANS:- 200 জনেরও বেশি 
 3. Coochbehar Anganwadi Recruitment 2023 Salary কত? 
ANS:- 8,250 
4. Coochbehar Anganwadi Recruitment 2023 Last Date কবে? 
ANS:- 17/04/2023 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823