D.El.Ed Course 2023 (ডি. এল. এড ডিগ্রী ২০২৩-২৫) Fees, Last Date, Syllabus, Eligibility ইত্যাদি সমস্ত কিছু জানুন!

D.El.Ed Course in Bengali | D.El.Ed Course Admission 2023 | D.El.Ed Course Fees | West Bengal D.El.Ed | D.El.Ed Full Form in Bengali | D.El.Ed 2023 Merit List | D.El.Ed Result | ডি. এল. এড ডিগ্রী ২০২৩

শিক্ষক হিসেবে পেশা বেছে নেওার জন্য প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষকের চাকরি । সরকারের পরিবর্তিত নিয়ম অনুসারে এখন প্রামারি স্কুলে চাকরির জন্য বাধ্যতামূলক D.El.Ed Course করা । West Bengal Board of Primary Education (WBBPE) এর অধীনে থাকা সরকারি এবং বেসরকারি D.El.Ed কলেজ গুলিতে 2 বছরের D.El.Ed Course ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং ইতিমধ্যে 2023-25 শিক্ষাবর্ষের জন্য D.El.Ed Course এ ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে ।

D.El.Ed Course কী?

D.El.Ed একটি State Level 2 বছরের Diploma Course। পশ্চিমবঙ্গের Primary এবং Upper Primary বিভাগে শিক্ষকতা করার জন্য এই Diploma Course টি আবশ্যিক । এই D.El.Ed Course এর মাধ্যমে বর্তমানে প্রার্থীদের শিশু বিকাশের নীতিমালা, শিক্ষা অনুশীলন এবং শিক্ষার্থীদের গঠনের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা, শিক্ষণ দক্ষতা, বর্তমান শ্রেণীকক্ষের প্রবণতা, কিছু দার্শনিক তত্ত্ব ইত্যাদি বিশয়ের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে । শুধুমাত্র 50% মার্কস সহ Higher Secondary পাস করেই আবেদনকারীরা আবেদন করতে পারবে এই Course এর জন্য।

D.El.Ed Course 2023 Duration:-

এটি একটি দুই বছরের Full Time Diploma Course যা মূলত চারটি Semester এ বিভক্ত থাকে। প্রসঙ্গত উল্লেখ্য কোন কোন College এ এই Course Distance Mode এও পড়া যায়। এই Course টি পাস করার পর আবেদনকারীরা Primary ও Upper Primary Level এ শিক্ষকতা করার সুযোগ পাবে।

D.El.Ed Course 2023 Eligibility:-

Nationality:-

পশ্চিমবঙ্গের যেকোন সরকারি অথবা বেসরকারি কলেজে D.El.Ed কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম একজন ভারতীয় নাগরিক হতে হবে ।

Educational Qualification:-

D.El.Ed Course এ ভর্তির জন্য আবেদনকারীকে Higher Secondary কিংবা Higher Secondary সমতুল্য পরীক্ষায় নিম্নতম 50% নম্বর থাকতে হবে । তবে ST, SC, OBC- A, OBC-B, Ex-Servicemen এবং শারীরিকভাবে বিকলাঙ্গ প্রার্থীদের জন্য 5% নম্বরের ছাড় রয়েছে ।

Language:-

যেসমস্ত প্রার্থীরা বাংলা, হিন্দি, উর্দু, নেপালি অথবা সাঁওতালি মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক তাদের Higher Secondary তে উক্ত বিষয়টি Compulsory Subject হিসেবে থাকতে হবে । এছাড়াও Higher Secondary এ দ্বিতীয় ভাষা বা অন্য একটি ভাষা হিসাবে ইংরেজি বিষয়টি থাকা আবশ্যিক । 

D.El.Ed Course এ Admission এর জন্য Age Limit:-

D.El.Ed Course ভর্তি হতে ইচ্ছুক এমন General ক্যাটেগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা 35 বছর । এছাড়া OBC ক্যাটাগরির প্রার্থীদের জন্য 38 বছর, ST/ SC  ক্যাটাগরির প্রার্থীদের জন্য 40 বছর শারীরিকভাবে বিকলাঙ্গ প্রার্থীদের জন্য 45 বছর এবং কোনো সংস্থায় কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমা 55 বছর রয়েছে ।

D.El.Ed Course 2023 Admission Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking / Bank Draft এর মাধ্যমে প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
UR /OBC/EWS 100
ST/SC/PwD 50

D.El.Ed Course Fees in West Bengal (2023):-

2023 -25  নতুন শিক্ষাবর্ষের জন্য গত কয়েকমাস আগে থেকেই D.El.Ed Course  এ ভর্তি শুরু হয়ে গেছে । সরকারি D.El.Ed  কলেজগুলিতে খরচ অনেকটাই কম, বছরে 15 থেকে 20 হাজার টাকা খরচেই সরকারি কলেজে B. Ed করা যায় । তবে বেসরকারি কলেজ গুলোতে সম্পূর্ণ Course সম্পূর্ণ  হতে প্রায় 70 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে ।

D.El.Ed Course 2022 Admission Process:-

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অন্যান্য ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়াগুলি অনলাইনে হলেও 2023 -25 শিক্ষাবর্ষে D.El.Ed Course এর ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়াটি Online ও Offline দুই ভাবেই করা যাবে । যারা Online আবেদন করতে চান, তাদের WBUTTEPA এর অফিশিয়াল পোর্টালে গিয়ে Form Fill Up করতে হবে । 

  • সর্বপ্রথম ভিজিট করুন West Bengal Board Of Secondary Education এর অফিসিয়াল ওয়েবসাইটে
  • যেখানে আপনি পেয়ে যাবেন Apply Now Button  সেটিতে ক্লিক করুন। 
  • এর পরের Page  এ আপনি পেয়ে যাবেন Application Form  টি। 
  • Application Form  টি পূরণ করুন। 
  • আপনার সমস্ত নথি ঠিকঠাক আছে কিনা একবার সম্পূর্ণ Form  কি দেখে নিন। 
  • আপনার Academic Information গুলি আপলোড করুন এবং Submit Option এ ক্লিক করুন। 
  • এরপর Application Fee  প্রদান করুন। 
  • ভবিষ্যতের জন্য আপনি আপনার Application Form টির একটি Printout বের করে নিতে পারেন।

এছাড়া অফলাইনে কলেজ এবং ইউনিভারসিটিতে অফিসেও ফর্ম পাওয়া যায়, যেখানে 50 টাকা ফর্ম ফি প্রদান করে ফর্ম সংগ্রহ করা যাবে । তারপর, হাতে কলমে সম্পূর্ণ  ফর্মটি পূরণ করে সাথে প্রয়োজনীয় Documents গুলি দিয়ে সরাসরি সেখানে করা যাবে ।  

Job, Salary, Scope D.El.Ed Course:- 

D.El.Ed Course সম্পন্ন করার পর আপনি যেসমস্ত জায়গায় চাকরি বা কাজের সুযোগ পেতে পারেন তা হলো- 

  • সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে;
  • উচ্চ বিদ্যালয়গুলিতে বিভিন্ন পদে;
  • কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন পদে;
  • নার্সারি স্কুলগুলিতে;
  • বিভিন্ন বেসরকারি স্কুলগুলিতে; 
  • বিভিন্ন কোচিং সেন্টারে । 

** বর্তমানে প্রচুর বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে সরকারী প্রাইমারী শিক্ষকের তুলনায় বেতন অনেক বেশি ।  

D.El.Ed Course পাস করার জন্য Important Skills:-

Problem Solving Skill Decision Making Skill
Time Management Skill Organisation Skill
Empathy Quick Learning Eligibility
Patience Confidence
Confidence Good Communication
Critical Thinking Ability Integrity
Teaching Aptitude Leadership Quality
Diligence Enthusiasm
Discipline Analytical Skill

D.El.Ed Course 2023 Syllabus:-

শৈশব এবং শিশুদের বিকাশ শিক্ষক পরিচয় এবং স্কুল সংস্কৃতি
সমকালীন সমাজ নেতৃত্ব এবং পরিবর্তন
শিক্ষা সমাজ পরিবেশগত গবেষণার শিক্ষাবিজ্ঞান
নিজেকে বোঝা কর্ম ও শিক্ষা
ইংরেজিতে দক্ষতা বৈচিত্র্য এবং শিক্ষা
ইংরেজি ভাষার শিক্ষাবিজ্ঞান ইংরেজি ভাষার শিক্ষাবিজ্ঞান
প্রাথমিকের জন্য গণিত শিক্ষা চারুকলা ও শিক্ষা
চারুকলা ও শিক্ষা  

D.El.Ed Course 2023 Merit List :–

2023 -25 শিক্ষাবর্ষে D.El.Ed কোর্সের জন্য পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি সমস্ত D.El.Ed কলেজগুলোতে মোট আসন রয়েছে 45,700 টি । এরমধ্যে সরকারি কলেজগুলিতে রয়েছে 3,400 টি আসন এবং বাকি 42,300 টি আসন রয়েছে অন্যান্য বেসরকারি বা সেলফ ফিনান্সড কলেজগুলিতে ।

D.El.Ed কোর্সের 2023 -25 নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশ করবে আগস্ট মাসের শেষ সপ্তাহে WBBPE এর অফিশিয়াল ওয়েবসাইটে । ছাত্র-ছাত্রীরা উক্ত মেরিট লিস্টে তাদের নাম এবং তাদের নির্বাচিত কলেজগুলি দেখে নিতে পারবেন । তবে মেরিট লিস্টে নাম থাকলেই ভর্তি হওয়া যাবে – এমন কোনো নিশ্চয়তা নেই । পুরো ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হয় ডকুমেন্ট ভেরিফিকেশন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ইত্যাদি আরো অন্যান্য বিষয়গুলির ওপর ।  

West Bengal Govt. D.El.Ed College List (2023) Click Here
D.El.Ed Official Website (West Bengal) Click Here
Get Govt. Job Update  Click Here
Google News  Follow Us
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. D.El.Ed Full From in Bengali  কি ?
ANS:- Diploma in Elementary Education (প্রাথমিক শিক্ষা ডিপ্লোমা)
2. কোন D.El.Ed Course টি কি ভালো ?
ANS:-  এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।
3. D.El.Ed Course এর Subjects গুলো কি কি ?
ANS:-  Subject Section এ আমারা এই সমন্ধে বিস্তারিত আলোচনা করেছি। 
4. West Bengal D.El.Ed Course Fees কতো?
ANS:- 15 হাজার থেকে 75 হাজার পর্যন্ত ।
5. D.El.Ed Course এ পড়ার জন্য Age Limit কতো?
ANS:-  35 থেকে 45 এর মধ্যে।
6. West Bengal এর D.El.Ed Board এর নাম কি ?
ANS:-West Bengal Board of Primary Education 
7. D.El.Ed Course Fees in Government College  কত?
ANS:- প্রথম ও দ্বিতীয় প্রতি দুই বছরে 6000 করে মোট 12000 বা তার কিছু বেশী খরচ হতে পারে।
8. West Bengal D.El.Ed Official Website কোনটি?
ANS:- https://wbbprimaryeducation.org/

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823