শুরু হয়ে গেলো CTET 2023 December এর জন্য আবেদন জানুন বিস্তারিত!

সি টেট ২০২৩ | CTET 2023 in Bengali | CTET 2023 Application Form | CTET 2023 Apply Online | CTET 2023 Form Fill Up | CTET Notification 2023 in Bengali 

কিছুদিন আগেই আমরা আলোচনা করেছি বহুল প্রতীক্ষিত WB TET এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি WB TET সংলগ্ন CTET এর সম্বন্ধে বিস্তারিত যার Registration ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যদি আপনার কেন্দ্রীয় সরকারের অন্তর্গত স্কুলগুলিতে শিক্ষকতা করার স্বপ্ন থাকে তাহলে এই পরীক্ষাটি আপনার স্বপ্ন পূরণ করতে পারে, এই Exam এর সম্বন্ধে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রইল আজকের আর্টিকেলে।

CTET 2023 Overview:-

Conducting OrganisationCentral Board of Secondary Education (CBSC)
Exam NameCTET 
Expected Candidates2 Lakh +
Exam LevelNational 
Last Date23/11/2023
Mode of Exam Online 
Mode of ApplicationOnline 
Official Websitehttps://ctet.nic.in 

CTET কী?

CTET একটি Central Level Exam যা পরিচালনা করে Central Board of Secondary Education (CBSE)। এই Exam পাস করলে পরীক্ষার্থীরা Central Government এর অন্তর্গত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যেমন NVS/KVS ইত্যাদিতে শিক্ষাগতা করার সুযোগ পায়। পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই Exam টি অনেকটা TET Exam এর মতনই। সাধারণত এই Exam Offline Mode এই নেয়া হয়ে থাকে কিন্তু Covid Pandemic এর কারণে এই Exam টি Online CBT Mode এই গ্রহণ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বছরেও Exam CBT Mode এই গ্রহণ করা হবে।

CTET এবং TET এর তুলনা :-

CTETTET
CTET Exam গ্রহণ করে থাকে Central Board of Secondary Education (CBSE)।TET Exam গ্রহণ করে থাকে উক্ত রাজ্যের শিক্ষা পরিষদ যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে West Bengal Board of Primary Education।
CTET একটি Central Level Exam যার মাধ্যমে পরীক্ষার্থীরা Central Government এর অন্তর্গত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যেমন NVS/KVS ইত্যাদিতে শিক্ষাগতা করার সুযোগ পায়।TET একটি State Level Exam যার মাধ্যমে পরীক্ষার্থীরা State Government এর অন্তর্গত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগতা করার সুযোগ পায়। বিভিন্ন রাজ্যের বিভিন্ন নামে এই TET Exam পরিচিত। যেমন:- পশ্চিমবঙ্গের WBTET, উত্তর প্রদেশ UPTET, রাজস্থান এর RTET ইত্যাদি।
Class 1 থেকে 5 এর জন্য Higher Secondary ও D.El.Ed ও Class 6 ও 8 এর জন্য Graduation সহ B.Ed  পাস করতে হবে।Class 1 থেকে 5 এর জন্য Higher Secondary ও D.El.Ed ও Class 6 ও 8 এর জন্য Graduation সহ B.Ed  পাস করতে হবে।
CTET এর মাধ্যমে চাকরি প্রার্থী চাকরি ভারতবর্ষের যেকোন কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন শিক্ষা প্রতিষ্ঠানে পেতে পারে।TET এর মাধ্যমে চাকরি প্রার্থী চাকরি শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যের বিদ্যালয় তেই  পাওয়া সম্ভব।
Syllabus মোটামুটি এক হয়ে থাকে কিন্তু Questions Pattern TET এর তুলনায় উচ্চমানের হয়ে থাকে। Syllabus এক হলেও Questions Pattern CTET এর তুলনায় সহজ হয়ে থাকে। 
CTET Exam দুই ভাগে বিভক্ত যথা Paper 1 (প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত) ও Paper 2 (ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত)TET Exam এক ভাগে বিভক্ত যথা Paper 1 (প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত)

CTET 2023 Important Dates:-

CTET 2023 Official Notification Releasing 03/11/2023
CTET 2023 Online Application Starting 03/11/2023
CTET 2023 Online Application Closing 23/11/2023
Last Date of Paying Application Fee23/11/2023
CTET 2023 Admit Card Releasing 
CTET Exam21/01/2024
CTET Result

CTET 2023 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Educational Qualification:-

প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত:-

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং দুই বছরের D.El.Ed Course বা চার বছরের Bachelor of Elementary Education (B.El.Ed). Course পাস করতে হবে।

বা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 45% মার্কস সহ এবং দুই বছরের D.El.Ed Course এর Final Year এ অবতীর্ণ হতে হবে বা পাস করতে হবে।

বা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং দুই বছরের Diploma in Education (Special Education) এর Final Year এ অবতীর্ণ হতে হবে বা পাস করতে হবে।

বা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation পাস করতে হবে 50% মার্কস সহ এবং Bachelor of Education (B.Ed) Course পাস করতে হবে।

বা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Post Graduation পাস করতে হবে 50% মার্কস সহ এবং তিন বছরের Integrated B.Ed.-M.Ed পাস করতে হবে।

ষষ্ট থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত:-

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং চার বছরের Bachelor in Elementary Education (B.El.Ed)/B.A/B.Sc.Ed বা B.A.Ed/B.Sc.Ed এর Final Year এ অবতীর্ণ হতে হবে বা পাস করতে হবে।

বা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation পাস করতে হবে বা Final Year এ পাঠরত হতে হবে এবং D.El.Ed Course পাস করতে হবে।

বা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation পাস করতে হবে 50% মার্কস সহ এবং Bachelor of Education (B.Ed) Course পাস করতে হবে।

বা

NCTE কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী Graduation পাস করতে হবে 50% মার্কস সহ এবং এক বছরের Bachelor of Education (B.Ed) Course এ অবতীর্ণ হতে হবে।

বা

যেসব আবেদনকারীরা Bachelor of Education (B.Ed) Course পাস করেছে তারাও আবেদন করতে পারবে।

বা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Post Graduation পাস করতে হবে 55% মার্কস সহ এবং তিন বছরের Integrated B.Ed.-M.Ed পাস করতে হবে।

CTET 2023 তে আবেদনের জন্য Age Limit:-

যেকোনো বয়সের আবেদনকারী আবেদন করতে পারবে CTET এর জন্য এবং যতবার ইচ্ছা আপনি CTET Exam দিতে পারবেন ।

CTET 2023 Salary:-

ElementPrimary TeacherTGTPGT
Pay Scale9300- 348009300- 348009300- 34800
Grade Pay 420046004800
Basic Pay after 7th CPC354004490047600
HRA324034004350
TA160016001600
Gross Salary402404990053550
Net Salary35000-3700043000-4600048000-50000

CTET 2023 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fee Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে। নিম্নে Application Fee এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Categoryশুধুমাত্র Paper 1 বা 2 Paper 1 ও  2 উভয়
General / OBC (NCL) 10001200
SC / ST / Differently Abled Person500600

CTET 2023 Application Process:-

CTET  2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা CTET এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • CTET এর Official Website https://ctet.nic.in/ ভিসিট করুন ।
  •  Homepage এর নিচে থাকা Candidate Activity এর মধ্যে থাকা Apply for Dec- 2022 অপশনে ক্লিক করুন।
  • পরের Page থেকে New Registration অপশনে ক্লিক করুন।
  • পরের Page এ আসবে Exam সমন্বিত বিভিন্ন তথ্য, একবার পড়ে নিন এবং নিজে থাকা Click Here to Proceed অপশনে ক্লিক করুন।
  • Personal Details, Present Address/Permanent Address, Password Select করুন Security Pin প্রদানের মাধ্যমে।
  • পরের Page এ আপনি পেয়ে যাবেন Application No বা Registration No সেটি আগে লিখে রাখুন।
  • নির্দেশ অনুযায়ী Documents আপলোড করুন এবং পাশে থাকা Next বাটনে ক্লিক করুন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে Application Fees।
  • এখন পরের Page এ থাকা Submit বাটনে ক্লিক করুন। ইতিমধ্যে আপনার Application Form Fill Up সম্পূর্ণ হয়েছে।
  • এখন আপনার Application Form টি Download করুন বা প্রয়োজন অনুযায়ী A4 Size Paper এ Print Out কপি বের করুন।

CTET 2023 Selection Process:-

CTET এর শুধুমাত্র একটি পর্যায়ে রয়েছে, শুধুমাত্র লিখিত পরীক্ষা পাশের মাধ্যমেই আবেদনকারী CTET Exam পাস করতে পারবে। একটা কথা মাথায় রাখবেন যে CTET পাস করা মানেই চাকুরী পেয়ে যাবেন এমন কোন গ্যারান্টি নেই এটি শুধুমাত্র কেন্দ্র সরকারের অন্তর্গত বিভিন্ন স্কুলে শিক্ষকতা করার সুযোগ প্রদান করে।

CTET 2023 Exam Pattern:-

Paper 1 ও Paper 2 এই দুই ভাগে বিভক্ত CTET এর Question Paper । এরমধ্যে Paper 1 টি শুধুমাত্র সেসব আবেদনকারীদের জন্য যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণীর শিক্ষকতা করতে চান এবং Paper 2 সেসব আবেদনকারীদের জন্য যারা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পড়াতে চান। উভয় Paper এ Objective Multiple Choice Questions থাকে । প্রতিবছর Cut off Marks ভিন্ন হয়ে থাকে , আগের বছরের UR Category এর অন্তর্গত আবেদনকারীদের Cut off Marks ছিল 80-85। Subject, Total Questions ও Marks এর সম্বন্ধে জানতে নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।

SubjectNumber of QuestionsTotal Marks 
Language I (compulsory)3030
Language II (compulsory)3030
Child Development and Pedagogy3030
Environmental Studies3030
Mathematics3030
Total 150150

দুইটি Language এ আবেদনকারীকে পরীক্ষা দিতে হবে Language এর চার্ট নিম্নে প্রদান করা হলো।

CodeLanguage CodeLanguage CodeLanguage 
01English08Khasi15Punjabi 
02Hindi09Malayalam16Sanskrit
03Assamese10Manipuri17Tamil
04Bengali11Marathi18Telugu
05Garo12Mizo19Tibetan
06Gujarati13Nepali20Urdu
07Kannada14Oriya  

CTET 2023 Exam Centres:-

States & UTCities
Andaman & Nicobar IslandPort Blair
Andhra PradeshAnantapur, Bhimavaran, Chirala, Eluru, Guntur,Kadapa, Kakinada, Kurnool, Nandyala, Narsaraopeta, Nellore, Proddatur, Rajamundry, Srikulam, Tirupati, Vijaywada, Visakhapatnam, Viziannagaram
AssamDibrugarh, Guwahati, Jorhat, Silchar, Tezpur
BiharBhagalpur, Bhojpur, Gaya, Muzzafarpur, Patna, Purnea
ChhattisgarhBhilai Nagar, Bilaspur, Raipur
ChandigarhChandigarh
Dadar & Nagar HaveliDadar & Nagar Haveli
Daman & DiuDaman 
DelhiNew Delhi
Goa Panaji
GujaratAhmedabad, Anand, Bardoli, Gandhinagar, Jamnagar, Mehsana, Rajkot, Surat, Vadodara, Valsad, Vapi 
HaryanaAmbala, Faridabad, Gurugram, Karnal, Hisar, Kurukshetra 
Himachal PradeshBilaspur, Hamirpur, Kullu, Mandi, Shimla, Solan, Una 
JammuJammu, Samba, Srinagar
JharkhandBokaro, Dhanbad, Hazaribagh, Jamshedpur, Ranchi
KarnatakaBelagavi, Bengaluru, Hubballi, Kalaburagi, Mangaluru, Mysuru, Shivamogga, Udupi
KeralaAlappuzha, Ernakulam, Idukki, Kannur, Kasaragod, Kollam, Kottayam, Kozhikode, Malappuram, Palakkad, Thiruvananthapuram, Thrissur 
LakshadweepKavaratti
Madhya PradeshBhopal, Gwalior, Indore, Jabalpur, Sagar, Satna, Ujjain
MaharashtraAhmednagar, Amravati, Aurangabad, Baramati, Chandrapur, Dhule, Jalgaon, Kashti, Kolhapur, Kopragaon, Latur, Mumbai, Nagpur, Nanded, Nashik, Pandharpur, Pune, Ratnagiri, Sangmner, Sangoli, Satara, Sindurpur, Solapur 
ManipurImphal
Meghalaya Shillong
Mizoram Aizal 
NagalandDimapur, Kohima
OdishaBalasore, Berhampur- Ganjam, Bhubaneswar, Cuttack, Dhenkanal, Rourkela, Sambalpur
Puducherry Puducherry 
PunjabAmritsar, Bhatinda, Fatehgarh Sahib, Jalandhar, Ludhiana, Pathankot, Patiala, Sangrur 
RajasthanAjmer, Alwar, Bikaner, Jaipur, Jodhpur, Kota, Sikar, Udaipur
SikkimGangtok
Tamil NaduChennai, Coimbatore, Cuddalore, Dindigul, Erode, Kanchipuram, Karur, Mahurai, Kanyakumari, Nammakal, Salem, Thanjavar, Thoothukhudi, Tiruchirappali, Tirupur, Vellore, Villupuram, Virudhunagar
TripuraAgartala
Uttar PradeshAgra, Aligarh, Bareilly, Basti, Bijnor, Bilaspur, Faizabad, Firozabad, Ghaziabad, Ghazipur, Gorakhpur, Jhansi, Kanpur, Lucknow, Meerut, Mathura, Moradabad, Muzaffarnagar, Noida, Pryagraj, Sitapur, Varanasi
UttarakhandAlmora, Dehradun, Haldwani, Pauri Garhwal, Roorkee, Rudrapur
West BengalAsansol, Burdwan, Durgapur, Howrah, Kalyani, Kolkatta, Siliguri, Siuri

CTET 2023 Admit Card:-

CTET এর Admit Card CTET  এর Official Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে  Admit Card পরীক্ষার্থীরা December মাসের শুরু থেকে Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Regional Website থেকে।

CTET 2023 Answer Key:– 

CTET 2023 পরীক্ষার Official Answer Key পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে CBSC প্রকাশ করে। CTETএর পরীক্ষায় প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত Rank গণনা করতে Answer Key ব্যবহার করতে পারেন।ভবিষ্যতে লিংক টি প্রদান করা হবে Answer Key  Publish করা হবে।

CTET 2023 Result:- 

অস্থায়ী CTET 2023  Answer Key ঘোষণা করার পরে, CBSC একটি PDF ফরম্যাটে Result  ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে।CTET 2023 এর ফলাফল CTET এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।

CTET 2023 Official Notification Download Link Click Here
Information BulletinClick Here
Apply Now Click Here
Official WebsiteClick Here
Google News Follow Us 
Join Us on Telegram Click Here

FAQ:-

1. CTET Full Form কি?

ANS:- Central Teacher Eligibility Test

2. CTET 2023 Exam কবে অনুষ্ঠিত হবে?

ANS:- 21/01/2023

3. TET আর CTET কি এক?

ANS:- Eligibility এক হলেও দুটি আলাদা TET Exam টি রাজ্য সরকার গ্রহণ করে থাকে এবং অপরদিকে CTET কেন্দ্র সরকার গ্রহণ করে থাকে।

4. CTET 2023 Notification কবে Release করা হয়েছে?

ANS:-03/11/2023

5. CTET  2023 Apply Online Link কোনটি?

ANS:-https://examinationservices.nic.in/ 

6. CTET 2023 Result কবে ঘোষণা করা হবে?

ANS:- এখনো জানানো হয়নি।

7. CTET 2023 Application Form কি Offline এই Fill Up করা যাবে?

ANS:- না।

8. CTET 2023 Online Application Starting Date কি?

ANS:- 03/11/2023

9. CTET 2023 Online Application Closing Date কি?

ANS:- 23/11/2023

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *