Indian Railways ভারতের সর্বাধিক কেন্দ্র সরকারের অধীনস্থ চাকরী প্রদান করে থাকে। Railway অধীনস্থ চাকরি প্রার্থীদের সম্পদের মাত্র ভারতবর্ষেই Record স্থাপন করে নি, এই সংখ্যা এক World Record ও বটে। প্রতিবছর হাজার হাজার নতুন কর্মী নিয়োগ করা হয়ে থাকে Indian Railway তে। Indian Railways সম্প্রতি পশ্চিমবঙ্গ তথা তদসংলগ্ন অঞ্চলের চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে খুশির খবর। সম্প্রতি শুরু হয়ে গেছে Eastern Railway Apprentice Recruitment 2022 এই আর্টিকেল এর মাধ্যমে আমরা এই Recruitment এর সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব।
সূচি
Eastern Railway Apprentice Recruitment
2022 Important Dates:-
Eastern Railway Apprentice Recruitment 2022 Notification Publishing | 29/03/2022 |
Eastern Railway Apprentice Recruitment 2022 Online Application Starting | 11/04/2022 |
Eastern Railway Apprentice Recruitment 2022 Online Application Closing | 10/05/2022 |
Eastern Railway Apprentice Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Division/ Workshop | Vacancy |
Howrah Division: | 659 |
Liluah Workshop | 612 |
Sealdah Division | 297 |
Kanchrapara Workshop | 187 |
Malda Division | 138 |
Asansol Division | 412 |
Jamalpur Workshop | 667 |
Total | 2972 |
ভাবা রিসার্চ সেন্টারে ITI পাসেই আবেদনের সুযোগ , জানুন বিস্তারিত
Eastern Railway Apprentice Recruitment 2022 এর Educational Qualification :-
- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম 50% মার্কস সহ Madhyamik পাস করতে হবে এবং Relevant Trade এ ITI পাস করতে হবে।
- Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter, and Painter (General) Post গুলির জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই হবে এবং সঙ্গে লাগবে Relevant Trade এ ITI পাস Certificate।
Eastern Railway Apprentice Recruitment 2022 এর Age Limit:-
আবেদনকারীর বয়স হতে হবে 15 থেকে 24 এর মধ্যে। এছাড়াও ST,SC,PWD,OBC Category অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা কেন্দ্র সরকার নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।
Eastern Railway Apprentice Recruitment 2022 এর Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
General | 100 |
SC/ST/PWD/Women | Not Applicable |
Eastern Railway Apprentice Recruitment 2022 এর Application Process:-
- Eastern Railway Apprentice এর জন্য আবেদন শুধুমাত্র Online এই সম্ভব।
- সর্বপ্রথম ভিজিট করুন Eastern Railway এর Official Website।
- Homepage থেকে Application Link বের করুন।
- Application Form টি Fill Up করুন।
- প্রয়োজনীয় সমস্ত Documents যেমন Photograph, Signature, Qualification ইত্যাদি Upload করুন।
- এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।
কেন্দ্র সরকারের BRO তে Multi Tasking Worker নিয়োগ ,Salary ও 40000 এর ওপরে
Eastern Railway Apprentice Recruitment 2022 এর Important Documents:-
- আবেদনকারী সাম্প্রতিক সময়ে তোলা Color Photo
- Signature
- Class 8 এবং Class 10 এর Marksheet
- ITI Certificate
- Caste Certificate (যদি থাকে)
- PWD Certificate (যদি থাকে)
Eastern Railway Apprentice Recruitment 2022 এর Selection Process:-
Eastern Railway Apprentice Recruitment 2022 এর জন্য Selection মূলত দুই টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে যথা – 1) Merit List তৈরি ও 2) Personal Interview।
Eastern Railway Apprentice Recruitment 2022 এর Important Links:-
Eastern Railway Apprentice Recruitment 2022 Notification Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Kolkata Airport এ প্রচুর কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, Salary ন্যূনতম 20000 টাকা
FAQ:-
1. Eastern Railway Apprentice Recruitment 2022 Official Website কি?
ANS:- www.rrcer.com
2. Eastern Railway Apprentice Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:- 10/05/2022
3. Eastern Railway Apprentice Recruitment 2022 Apply Online Last Date কি?
ANS:- 10/05/2022
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Eastern Railway Apprentice Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 2972
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।