উচ্চ মাধ্যমিক সংস্কৃত সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | Higher Secondary Sanskrit Syllabus, Number Pattern and Exam Date

WBCHSE Higher Secondary Sanskrit Syllabus | দ্বাদশ শ্রেণী সংস্কৃত সিলেবাস এবং নম্বর বিভাজন | WBCHSE Higher Secondary Sanskrit Number PatternWBCHSE Board এর Arts বা কলা বিভাগের অন্যতম একটি বিষয় Sanskrit বা সংস্কৃত এবং এই বিষয়টির গুরুত্ব দিন দিন বেড়েই চলছে কলা বিভাগের ছাত্রছাত্রীদের কাছে। সম্প্রতি WBCHSE Board কর্তৃক আগামী বছর অর্থাৎ 2023 এ হতে চলা Sanskrit Higher Secondary Exam এর পরিবর্তিত Syllabus ও Number Pattern সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে । তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী বছর 25/03/2023 শনিবার এ অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী Higher Secondary বা দ্বাদশ শ্রেণীর Sanskrit Exam।

তুমি যদি আগামী বছরের Higher Secondary এর পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই জেনে রাখা দরকার আগামী বছর এর Sanskrit Syllabus এবং Number Pattern । Board এর সিদ্ধান্ত অনুযায়ী এইবার Reduce Syllabus বাদ দিয়ে 2019 সালের সম্পূর্ণ Syllabus এই Exam নেওয়া হবে ।

আর Number Pattern এর সমন্ধে জানিয়ে রাখি  এবার কিন্তু umber Pattern পরিবর্তন করা হয়নি আগের বছরের Number Pattern এবারও নেওয়া হবে Higher Secondary Sanskrit Exam। Syllabus ও Number Pattern এর সম্বন্ধে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823